
লিওনেল মেসি মানেই তো রেকর্ডের বন্যা। আন্তর্জাতিক ফুটবল তো রয়েছেই, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গড়েছেন অসংখ্য রেকর্ড। এবার নতুন ক্লাব ইন্টার মিয়ামিতেও মেসির ইতিহাস গড়ার সম্ভাবনা দেখছেন তাঁর এক সাবেক সতীর্থ।
বার্সেলোনা থেকে ২০২১ সালে পিএসজিতে যান মেসি। বার্সার জার্সিতে জিতেছেন ৩৪ শিরোপা। লা লিগা জিতেছেন ১০ বার এবং চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এরপর পিএসজিতে এসে জিতেছেন তিনটি শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে ২০২২ ফুটবল বিশ্বকাপসহ জিতেছেন তিন শিরোপা। আর গত শনিবার পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। আর্জেন্টাইন তারকার এখন নতুন গন্তব্য ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিক চুক্তি না হলেও তিনি নিজেই মিয়ামিতে যাওয়ার কথা জানিয়েছেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের আগ্রহের কথা জানিয়েছেন মিয়ামির মালিক ডেভিড বেকহাম।
মেসির পিএসজি সতীর্থ আন্দের হেরেরা হয়তো পরিসংখ্যানেই বিশ্বাস করেন। হেরেরার মতে, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) ইতিহাস গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। টিওয়াইসি স্পোর্টসকে হেরেরা বলেন, ‘আমি তার (মেসি) জন্য ভীষণ খুশি। মিয়ামি তার ও তার পরিবারের জন্য খুব পছন্দের এক জায়গা। এই লিগটা দ্রুত এগোচ্ছে। আমার মনে হচ্ছে, মিয়ামিতে সে ইতিহাস গড়তে যাচ্ছে। তার সর্বোচ্চ সফলতা চাইছি।’
মিয়ামিতে এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ারের এই বাড়ি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।

লিওনেল মেসি মানেই তো রেকর্ডের বন্যা। আন্তর্জাতিক ফুটবল তো রয়েছেই, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গড়েছেন অসংখ্য রেকর্ড। এবার নতুন ক্লাব ইন্টার মিয়ামিতেও মেসির ইতিহাস গড়ার সম্ভাবনা দেখছেন তাঁর এক সাবেক সতীর্থ।
বার্সেলোনা থেকে ২০২১ সালে পিএসজিতে যান মেসি। বার্সার জার্সিতে জিতেছেন ৩৪ শিরোপা। লা লিগা জিতেছেন ১০ বার এবং চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এরপর পিএসজিতে এসে জিতেছেন তিনটি শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে ২০২২ ফুটবল বিশ্বকাপসহ জিতেছেন তিন শিরোপা। আর গত শনিবার পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। আর্জেন্টাইন তারকার এখন নতুন গন্তব্য ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিক চুক্তি না হলেও তিনি নিজেই মিয়ামিতে যাওয়ার কথা জানিয়েছেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের আগ্রহের কথা জানিয়েছেন মিয়ামির মালিক ডেভিড বেকহাম।
মেসির পিএসজি সতীর্থ আন্দের হেরেরা হয়তো পরিসংখ্যানেই বিশ্বাস করেন। হেরেরার মতে, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) ইতিহাস গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। টিওয়াইসি স্পোর্টসকে হেরেরা বলেন, ‘আমি তার (মেসি) জন্য ভীষণ খুশি। মিয়ামি তার ও তার পরিবারের জন্য খুব পছন্দের এক জায়গা। এই লিগটা দ্রুত এগোচ্ছে। আমার মনে হচ্ছে, মিয়ামিতে সে ইতিহাস গড়তে যাচ্ছে। তার সর্বোচ্চ সফলতা চাইছি।’
মিয়ামিতে এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ারের এই বাড়ি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২৮ মিনিট আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৪২ মিনিট আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৩ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগে