নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ফুটবল লিগে শুরুতে হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করে ২-২ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফর্টিস এফসিকে ঘরের মাঠে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবা মিচেলের।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। মাঝমাঠ থেকে বক্সে লম্বা ক্রস বাড়িয়েছিলেন রাফায়েল অগুস্তো। ফাঁকায় থাকা দরিয়েলতন যেন এমন একটি বলের জন্যই অপেক্ষা করছিলেন। দুর্দান্ত এক হেডে জাল কাঁপান তিনি। হতভম্ব হয়ে পড়েন ফর্টিসের নেপালি গোলকিপার সুজান পেরেরা।
২০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দূরপাল্লার শট খুঁজে পায়নি লক্ষ্য। এরপর ঝামেলায় পড়ে কিংস। ২৯ মিনিটে অস্বস্তি বোধ করতে থাকেন দলের তারকা ফরোয়ার্ড রাকিব। কোচ মারিও গোমেসও তাই কোনো ঝুঁকি নেননি। রাকিবকে তুলে নিয়ে মাঠে নামান মজিবুর রহমান জনিকে।
দ্বিতীয়ার্ধে ফর্টিসের ওপর চাপ বাড়ায় কিংস। ৫২ মিনিটে রাফায়েলের পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস বাড়ান ফাহিম। কিন্তু গোলমুখ থেকে দরিয়েলতনের শট আটকে দেন সুজান। ৬০ মিনিটে অবশ্য সফল হননি ফর্টিস গোলরক্ষক। জনির পাসের দরিয়েলতন টোকা দিলে চলে যায় পেছনে থাকা ফাহিমের কাছে। ফাঁকায় থাকা ফাহিমের জাল খুঁজে নিতে কোনো অসুবিধা হয়নি।
দুই গোলে এগিয়ে যাওয়ার পর ৭১ মিনিটে কিউবাকে মাঠে নামান কোচ। চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচে কিংসের জার্সিতে অভিষেক হলেও ফুটবল লিগে এটি তাঁর প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে গোলের খুব কাছাকাছিই ছিলেন তিনি। বক্সের কিছুটা বাইরে থেকে নেওয়া তাঁর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুজান।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমায় ফর্টিস। গোলটি আসে অনিকাচি ওকাফোরের গোল থেকে। দিনের অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় পিডব্লিউডি। একমাত্র গোলটি করেন আকোবির তুরায়েব।লাল কার্ড দেখেছেন আরামবাগের ম্যানেজার মজিবর রহমান।
চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব খেলতে কাল কুয়েতে যাবে কিংস। প্রথম ম্যাচে ২৫ অক্টোবর ওমানের আল-সিবের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ ফুটবল লিগে শুরুতে হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করে ২-২ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফর্টিস এফসিকে ঘরের মাঠে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবা মিচেলের।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। মাঝমাঠ থেকে বক্সে লম্বা ক্রস বাড়িয়েছিলেন রাফায়েল অগুস্তো। ফাঁকায় থাকা দরিয়েলতন যেন এমন একটি বলের জন্যই অপেক্ষা করছিলেন। দুর্দান্ত এক হেডে জাল কাঁপান তিনি। হতভম্ব হয়ে পড়েন ফর্টিসের নেপালি গোলকিপার সুজান পেরেরা।
২০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দূরপাল্লার শট খুঁজে পায়নি লক্ষ্য। এরপর ঝামেলায় পড়ে কিংস। ২৯ মিনিটে অস্বস্তি বোধ করতে থাকেন দলের তারকা ফরোয়ার্ড রাকিব। কোচ মারিও গোমেসও তাই কোনো ঝুঁকি নেননি। রাকিবকে তুলে নিয়ে মাঠে নামান মজিবুর রহমান জনিকে।
দ্বিতীয়ার্ধে ফর্টিসের ওপর চাপ বাড়ায় কিংস। ৫২ মিনিটে রাফায়েলের পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস বাড়ান ফাহিম। কিন্তু গোলমুখ থেকে দরিয়েলতনের শট আটকে দেন সুজান। ৬০ মিনিটে অবশ্য সফল হননি ফর্টিস গোলরক্ষক। জনির পাসের দরিয়েলতন টোকা দিলে চলে যায় পেছনে থাকা ফাহিমের কাছে। ফাঁকায় থাকা ফাহিমের জাল খুঁজে নিতে কোনো অসুবিধা হয়নি।
দুই গোলে এগিয়ে যাওয়ার পর ৭১ মিনিটে কিউবাকে মাঠে নামান কোচ। চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচে কিংসের জার্সিতে অভিষেক হলেও ফুটবল লিগে এটি তাঁর প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে গোলের খুব কাছাকাছিই ছিলেন তিনি। বক্সের কিছুটা বাইরে থেকে নেওয়া তাঁর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুজান।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমায় ফর্টিস। গোলটি আসে অনিকাচি ওকাফোরের গোল থেকে। দিনের অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় পিডব্লিউডি। একমাত্র গোলটি করেন আকোবির তুরায়েব।লাল কার্ড দেখেছেন আরামবাগের ম্যানেজার মজিবর রহমান।
চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব খেলতে কাল কুয়েতে যাবে কিংস। প্রথম ম্যাচে ২৫ অক্টোবর ওমানের আল-সিবের মুখোমুখি হবে তারা।

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক মন্তব্য করেছেন।
২৭ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৪ ঘণ্টা আগে