
মাদ্রিদ ডার্বিতে গোলবন্যা যেন এখন বেশ সাধারণ ব্যাপার হয়ে গেছে। রিয়াদের আল আওয়াল পার্ক থেকে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়াম—দুটি ভিন্ন ম্যাচে আট দিনের ব্যবধানে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচেই গড়ে গোল হয়েছে সাতটি।
১০ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল করেছিল ৫ গোল এবং আতলেতিকো ৩ গোল করেছিল। সেই ম্যাচের পর গত রাতে কোপা দেল রের শেষ ষোলোতে আবারও মুখোমুখি মাদ্রিদের দুই নগর প্রতিদ্বন্দ্বী। মেট্রোপলিটানো স্টেডিয়ামে এবার ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে আতলেতিকো জিতল ৪-২ গোলে।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে গত রাতে দুই মাদ্রিদের লড়াইটা হয়েছে সমানে সমানে। বল দখলের দিক থেকে অবশ্য কিঞ্চিৎ এগিয়ে ছিল রিয়াল। ৬০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট ছিল কার্লো আনচেলত্তির রিয়ালের। অন্যদিকে আতলেতিকো বল দখলে রেখেছিল ৪০ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ছিল ১২ টি। ৬ গোলের ম্যাচে প্রথমার্ধে যে ২ গোল হয়েছিল, সে দুটিই করে আতলেতিকো, যার মধ্যে একটি ছিল আত্মঘাতী। ৩৯ মিনিটে রদ্রিগো দি পলের ক্রস চলে যায় রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগারের কাছে। রুডিগারের ভুলের সুযোগে দুর্দান্ত ১ গোল করেন আতলেতিকো মিডফিল্ডার স্যামুয়েল লিনো। ঠিক ছয় মিনিট পর আতলেতিকো গোলরক্ষক জান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল।
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়ে এগিয়ে যায় আতলেতিকো। ৫৭ মিনিটে রিয়ালের রক্ষণদুর্গ ভেদ করে গোল করেন আতলেতিকো স্ট্রাইকার আলভারো মোরাতা। এরপর দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। যেখানে ৭৬ মিনিটে রদ্রিগো রিয়ালকে ফেরায় সমতায় ফিরিয়েছিলেনই। তবে গোলবারে লেগে তা ফেরত চলে আসে। এরপর ৮১ মিনিটে তৃতীয় গোল করার সুযোগ এসেছিল আতলেতিকোর কাছে। রিয়াল গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা দারুণভাবে সেভ করেছেন। ঠিক তার পরের মিনিটেই সমতায় ফেরে রিয়াল। ৮২ মিনিটে জুড বেলিংহামের অ্যাসিস্টে দারুণ গোল করেন হোসেলু। ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে। যেখানে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটের সময় লিনোর বদলি হিসেবে মাঠে নামেন রদ্রিগো রিকুয়েলমে।
নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে আরও এক খেলোয়াড় পরিবর্তন করে আতলেতিকো। ৯৮ মিনিটে মোরাতার বদলি হিসেবে নামেন মেম্ফিস ডিপে। অতিরিক্ত সময়েই ২ গোল করে আতলেতিকো। ১০০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন আঁতোয়া গ্রিজমান। এরপর অতিরিক্ত সময়ের শেষ দিকে দুই বদলি ফুটবলারের জুটিতে গোল করেছে আতলেতিকো। ১১৯ মিনিটে ডিপাইর অ্যাসিস্টে গোল করেন রিকুয়েলমে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
অন্যদিকে কোপা দেল রের শেষ ষোলোর আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। রেইনা সোফিয়ায় ইউনিয়নিস্তাসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ৪৫,৬৯ ও ৭৩ মিনিটে বার্সার গোল তিনটি করেন ফেরান তোরেস, জুলস কুন্দে ও আলেহান্দ্রো বলডে। ৩১ মিনিটে প্রথম গোল অবশ্য করেন ইউনিয়নিস্তানের আলভারো গোমেজ।

মাদ্রিদ ডার্বিতে গোলবন্যা যেন এখন বেশ সাধারণ ব্যাপার হয়ে গেছে। রিয়াদের আল আওয়াল পার্ক থেকে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়াম—দুটি ভিন্ন ম্যাচে আট দিনের ব্যবধানে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচেই গড়ে গোল হয়েছে সাতটি।
১০ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল করেছিল ৫ গোল এবং আতলেতিকো ৩ গোল করেছিল। সেই ম্যাচের পর গত রাতে কোপা দেল রের শেষ ষোলোতে আবারও মুখোমুখি মাদ্রিদের দুই নগর প্রতিদ্বন্দ্বী। মেট্রোপলিটানো স্টেডিয়ামে এবার ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে আতলেতিকো জিতল ৪-২ গোলে।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে গত রাতে দুই মাদ্রিদের লড়াইটা হয়েছে সমানে সমানে। বল দখলের দিক থেকে অবশ্য কিঞ্চিৎ এগিয়ে ছিল রিয়াল। ৬০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট ছিল কার্লো আনচেলত্তির রিয়ালের। অন্যদিকে আতলেতিকো বল দখলে রেখেছিল ৪০ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ছিল ১২ টি। ৬ গোলের ম্যাচে প্রথমার্ধে যে ২ গোল হয়েছিল, সে দুটিই করে আতলেতিকো, যার মধ্যে একটি ছিল আত্মঘাতী। ৩৯ মিনিটে রদ্রিগো দি পলের ক্রস চলে যায় রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগারের কাছে। রুডিগারের ভুলের সুযোগে দুর্দান্ত ১ গোল করেন আতলেতিকো মিডফিল্ডার স্যামুয়েল লিনো। ঠিক ছয় মিনিট পর আতলেতিকো গোলরক্ষক জান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল।
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়ে এগিয়ে যায় আতলেতিকো। ৫৭ মিনিটে রিয়ালের রক্ষণদুর্গ ভেদ করে গোল করেন আতলেতিকো স্ট্রাইকার আলভারো মোরাতা। এরপর দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। যেখানে ৭৬ মিনিটে রদ্রিগো রিয়ালকে ফেরায় সমতায় ফিরিয়েছিলেনই। তবে গোলবারে লেগে তা ফেরত চলে আসে। এরপর ৮১ মিনিটে তৃতীয় গোল করার সুযোগ এসেছিল আতলেতিকোর কাছে। রিয়াল গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা দারুণভাবে সেভ করেছেন। ঠিক তার পরের মিনিটেই সমতায় ফেরে রিয়াল। ৮২ মিনিটে জুড বেলিংহামের অ্যাসিস্টে দারুণ গোল করেন হোসেলু। ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে। যেখানে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটের সময় লিনোর বদলি হিসেবে মাঠে নামেন রদ্রিগো রিকুয়েলমে।
নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে আরও এক খেলোয়াড় পরিবর্তন করে আতলেতিকো। ৯৮ মিনিটে মোরাতার বদলি হিসেবে নামেন মেম্ফিস ডিপে। অতিরিক্ত সময়েই ২ গোল করে আতলেতিকো। ১০০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন আঁতোয়া গ্রিজমান। এরপর অতিরিক্ত সময়ের শেষ দিকে দুই বদলি ফুটবলারের জুটিতে গোল করেছে আতলেতিকো। ১১৯ মিনিটে ডিপাইর অ্যাসিস্টে গোল করেন রিকুয়েলমে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
অন্যদিকে কোপা দেল রের শেষ ষোলোর আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। রেইনা সোফিয়ায় ইউনিয়নিস্তাসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ৪৫,৬৯ ও ৭৩ মিনিটে বার্সার গোল তিনটি করেন ফেরান তোরেস, জুলস কুন্দে ও আলেহান্দ্রো বলডে। ৩১ মিনিটে প্রথম গোল অবশ্য করেন ইউনিয়নিস্তানের আলভারো গোমেজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে