
ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুমে এসেই আলোড়ন তোলেন আর্লিং হালান্ড। গত মৌসুমে ম্যান সিটির জার্সিতে ৫০-এরও বেশি গোল করেছেন তিনি। এবারের মৌসুমে সেই পারফরম্যান্সটাই যেন টেনে নিয়ে এলেন। বার্নলির বিপক্ষে গতকাল প্রিমিয়ার লিগে জোড়া গোল করেছেন হালান্ড। তবু এই ম্যাচে তাঁর (হালান্ড) ওপর খেপেছেন সিটি কোচ পেপ গার্দিওলার।
বার্নলির বিপক্ষে গতকাল ৪ মিনিটেই প্রথম গোল করে ম্যান সিটি। রদ্রির অ্যাসিস্টে বাঁ পায়ের শটে গোল করেন হালান্ড। এরপর ৩৬ মিনিটে হালান্ডই ব্যবধান দ্বিগুণ করেছেন। এবারও নরওয়ের এই স্ট্রাইকার গোল করেছেন বাঁ পায়ে। তাঁকে অ্যাসিস্ট করেছেন হুলিয়ান আলভারেজ। তবে প্রথমার্ধের শেষে হালান্ড ও বার্নার্দো সিলভার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে গার্দিওলার। সিলভা ঠিকমতো বল পাস দিতে পারেননি হালান্ডকে। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘সে সব সময়ই চায় তাকে (হালান্ড) যেন বল দেওয়া হয়। বল পেলেই সে গোল করতে পারবে। কিন্তু যখন দুই মিনিট বাকি, তখন কোভাচিচ পেছনে ছিল এবং বল হারিয়ে ফেলল। রদ্রিও বল হারিয়ে ফেলেছে। আর্লিং বল চাইছিল আর বার্নার্দো ঠিকঠাক বল দিতে পারেনি।’
প্রথমার্ধে হালান্ডের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে গোল করেছেন রদ্রি। ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল করেন রদ্রি। বার্নলির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করে সিটি।
২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫৫ ম্যাচ খেলে করেছেন ৫৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে এই টুর্নামেন্টে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন। সিটির হয়ে গতবার ট্রেবলও জিতেছেন নরওয়ের এই স্ট্রাইকার।

ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুমে এসেই আলোড়ন তোলেন আর্লিং হালান্ড। গত মৌসুমে ম্যান সিটির জার্সিতে ৫০-এরও বেশি গোল করেছেন তিনি। এবারের মৌসুমে সেই পারফরম্যান্সটাই যেন টেনে নিয়ে এলেন। বার্নলির বিপক্ষে গতকাল প্রিমিয়ার লিগে জোড়া গোল করেছেন হালান্ড। তবু এই ম্যাচে তাঁর (হালান্ড) ওপর খেপেছেন সিটি কোচ পেপ গার্দিওলার।
বার্নলির বিপক্ষে গতকাল ৪ মিনিটেই প্রথম গোল করে ম্যান সিটি। রদ্রির অ্যাসিস্টে বাঁ পায়ের শটে গোল করেন হালান্ড। এরপর ৩৬ মিনিটে হালান্ডই ব্যবধান দ্বিগুণ করেছেন। এবারও নরওয়ের এই স্ট্রাইকার গোল করেছেন বাঁ পায়ে। তাঁকে অ্যাসিস্ট করেছেন হুলিয়ান আলভারেজ। তবে প্রথমার্ধের শেষে হালান্ড ও বার্নার্দো সিলভার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে গার্দিওলার। সিলভা ঠিকমতো বল পাস দিতে পারেননি হালান্ডকে। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘সে সব সময়ই চায় তাকে (হালান্ড) যেন বল দেওয়া হয়। বল পেলেই সে গোল করতে পারবে। কিন্তু যখন দুই মিনিট বাকি, তখন কোভাচিচ পেছনে ছিল এবং বল হারিয়ে ফেলল। রদ্রিও বল হারিয়ে ফেলেছে। আর্লিং বল চাইছিল আর বার্নার্দো ঠিকঠাক বল দিতে পারেনি।’
প্রথমার্ধে হালান্ডের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে গোল করেছেন রদ্রি। ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল করেন রদ্রি। বার্নলির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করে সিটি।
২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫৫ ম্যাচ খেলে করেছেন ৫৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে এই টুর্নামেন্টে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন। সিটির হয়ে গতবার ট্রেবলও জিতেছেন নরওয়ের এই স্ট্রাইকার।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে