
টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। পিঁয়েরে এমরিক অবামেয়াংয়ের ১১ মিনিটের গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধানটা এখনো ১৫ পয়েন্টের।
তাই লা লিগা শিরোপার দিকে না তাকিয়ে ঘুরে দাঁড়ানো বার্সার নজর এখন টেবিলের দ্বিতীয় স্থানের দিকে। লিগের শুরুর দিকে হোঁচট না খেলে পয়েন্ট টেবিলের চেহারাটা অন্যরকম হতে পারত—রিয়ালকে বেশ ভালো রকম একটা খোঁচা দিয়েছেন বার্সা ডিফেন্ডার দানি আলভেজ।
ডাচ কোচ রোনাল্ড কোমানের অধীনে বার্সার এবারের মৌসুমটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের অধীনে যখন ঘুরে দাঁড়িয়ে জয় পেতে শুরু করে বার্সা ততক্ষণে বড্ড দেরি হয়েছে। লিগ শিরোপার দৌড়ে তখন পরিষ্কার এগিয়ে রিয়াল। ৩৩ ম্যাচ ৭৮ পয়েন্টে শিরোপার খুব কাছে লস ব্লাঙ্কোসরা। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্টে বার্সা আছে দুইয়ে।
লিগ জয়ে এখন আর তাই বেশি মনোযোগ দিতে রাজি নন মৌসুমের মাঝ ভাগে দ্বিতীয়বারের মতো ন্যু ক্যাম্পে ফেরা দানি আলভেজ। মাঝমাঠ ঘুরে দাঁড়ানোর লড়াইটা মৌসুমের শুরুতে হলে হিসাবটা অন্য রকম হতে পারত বলে দাবি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ জিতে বার্সা টিভিকে আলভেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ সৌভাগ্যবান যে আমরা জেগে উঠতে দেরি করে ফেলেছি। তাই আমরা শিরোপার জন্যও এখন আর লড়াই করতে পারছি না। আমাদের লক্ষ্য এখন ভিন্ন।’
জাভির অধীনে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লিগ ও লিগে টানা দুই ম্যাচ হেরেছিল বার্সা। দুই ম্যাচ হারের পর গতকালের জয়ে স্বস্তি ফেলতে পারছেন দলটির ফুটবলাররা। তবে টানা খেলায় খেলোয়াড়েরা ক্লান্ত বলে দাবি বার্সা কোচ জাভির, ‘আমরা যে ক্লান্ত, সেটা বোঝা যাচ্ছে। জর্দি আলবা, রোনাল্ড আরাউহো, পিকের মতো অনেকেই পুরোপুরি ফিট নয়। আমরা তাই ভুগছি।’

টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। পিঁয়েরে এমরিক অবামেয়াংয়ের ১১ মিনিটের গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধানটা এখনো ১৫ পয়েন্টের।
তাই লা লিগা শিরোপার দিকে না তাকিয়ে ঘুরে দাঁড়ানো বার্সার নজর এখন টেবিলের দ্বিতীয় স্থানের দিকে। লিগের শুরুর দিকে হোঁচট না খেলে পয়েন্ট টেবিলের চেহারাটা অন্যরকম হতে পারত—রিয়ালকে বেশ ভালো রকম একটা খোঁচা দিয়েছেন বার্সা ডিফেন্ডার দানি আলভেজ।
ডাচ কোচ রোনাল্ড কোমানের অধীনে বার্সার এবারের মৌসুমটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের অধীনে যখন ঘুরে দাঁড়িয়ে জয় পেতে শুরু করে বার্সা ততক্ষণে বড্ড দেরি হয়েছে। লিগ শিরোপার দৌড়ে তখন পরিষ্কার এগিয়ে রিয়াল। ৩৩ ম্যাচ ৭৮ পয়েন্টে শিরোপার খুব কাছে লস ব্লাঙ্কোসরা। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্টে বার্সা আছে দুইয়ে।
লিগ জয়ে এখন আর তাই বেশি মনোযোগ দিতে রাজি নন মৌসুমের মাঝ ভাগে দ্বিতীয়বারের মতো ন্যু ক্যাম্পে ফেরা দানি আলভেজ। মাঝমাঠ ঘুরে দাঁড়ানোর লড়াইটা মৌসুমের শুরুতে হলে হিসাবটা অন্য রকম হতে পারত বলে দাবি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ জিতে বার্সা টিভিকে আলভেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ সৌভাগ্যবান যে আমরা জেগে উঠতে দেরি করে ফেলেছি। তাই আমরা শিরোপার জন্যও এখন আর লড়াই করতে পারছি না। আমাদের লক্ষ্য এখন ভিন্ন।’
জাভির অধীনে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লিগ ও লিগে টানা দুই ম্যাচ হেরেছিল বার্সা। দুই ম্যাচ হারের পর গতকালের জয়ে স্বস্তি ফেলতে পারছেন দলটির ফুটবলাররা। তবে টানা খেলায় খেলোয়াড়েরা ক্লান্ত বলে দাবি বার্সা কোচ জাভির, ‘আমরা যে ক্লান্ত, সেটা বোঝা যাচ্ছে। জর্দি আলবা, রোনাল্ড আরাউহো, পিকের মতো অনেকেই পুরোপুরি ফিট নয়। আমরা তাই ভুগছি।’

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
২ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৩ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৫ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৫ ঘণ্টা আগে