Ajker Patrika

শীর্ষে ফিরলো আর্সেনাল

শীর্ষে ফিরলো আর্সেনাল

ফুটবল ভক্তদেরই বিশ্বাস হচ্ছে না। অক্টোবর মাসের শেষেও প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল এ তথ্যের জন্য কম করে হলেও দশ বছরের পরিসংখ্যান নিয়ে বসতে হবে ভক্তদের। কিন্তু পরিসংখ্যাট ঘাঁটাঘাটি পরে, মিকেল আরতেতার আর্সেনাল তা আবারও করে দেখিয়েছে। তাও আবার যেখানে গুরু পেপ গার্দিওলার ম্যান সিটিই পারছেন না লিগের শীর্ষস্থান ধরে রাখতে। অনেকটা অবিশ্বাস্যই লাগে।

আরও অবিশ্বাস্য লাগে যখন জানা যায়, গত ২০২০ সালের নভেম্বর মাসের পর যে খেলোয়াড় গোল করেনি, মাঠে নামার তিন মিনিটের মাথায় সেই রেইস নেলসন একাই করলেন দুই গোল। আর্সেনালের জয় অবশ্য আরও বড়। চলতি মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টাই পেয়েছ গানার্সরা। লিগে নতুন আসা নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।

গোলের শুরুটা অবশ্য করে দিয়ে যান বাকায়েকো সাকা। তার বাড়ানো পাস থেকেই ৫ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২৭ মিনিটে চোঁটে পড়ে মাঠ ছাড়েন সাকা। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের ৪৯ থেকে তিন মিনিটেই স্কোরকার্ডে জোড়া গোলের নাম লেখান রেইস নেলসন। শুধু গোল করাই নয়, করিয়েছেনও। ৫৭ মিনিটে দলের চতুর্থ ও থমাস পার্টের গোলটাও নেলসনেরই বাড়ানো বল থেকে করা। ম্যাচের ৭৮ মিনিটে পঞ্চম ও শেষ গোলটি করেন মার্টিন ওডেগার্ড।

লিগের তলানিতে থাকা দলের সাথে শক্তির প্রদর্শণ শেষে একদিনের বিরতিতে আবারও লিগের শীর্ষে ফিরেছে মিকেল আরতেতার দল। দুইয়ে থাকা ম্যান সিটির থেকে ২ পয়েন্ট এগিয়ে গানার্সরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত