নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুরুর মৌসুম থেকেই সাইফ স্পোর্টিংয়ের দলে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। চার মৌসুম ছিলেন দলটির অধিনায়ক। সেই দলের বিরুদ্ধেই বকেয়া পাওনার দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে নালিশ জানিয়েছেন জামাল।
বকেয়া পাওনা পরিশোধের আরজি জানিয়ে গত ২ নভেম্বর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বরাবর চিঠি পাঠান জামাল। ২০২১-২২ মৌসুমের ফেব্রুয়ারি, মার্চ ও জুলাই মাসে তাঁর পাওনা ১৬ লাখ ৫০ হাজার টাকা পারিশ্রমিক সাইফ পরিশোধ করেনি বলে উল্লেখ করেছেন এই মৌসুমে শেখ রাসেলে নাম লেখানো মিডফিল্ডার।
চিঠিতে বলা হয়েছে, ‘বকেয়া পারিশ্রমিকের জন্য আমি গত ২ নভেম্বর সাইফের সভাপতি তরফদার সাইফ, তরফদার রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি এবং ম্যানেজার শাহেদুল আলম শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তাঁরা কোনো সাড়া দেননি। আমি বিচার চাই। আমি আশা করব বাফুফে ফিফার আইন মেনে এই সমস্যার সুরাহা করবে।’
আজ এক ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘চুক্তিতে থাকা এমন অনেক খেলোয়াড় আছে, যারা এক মিনিটও না খেলে সাইফের কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পারিশ্রমিক পরিশোধ করা হচ্ছে না। গত তিন মাসে তারা অন্য খেলায় টাকা বিনিয়োগ করেছে, কিন্তু আমার পাওনা পরিশোধে তাদের ইচ্ছার অভাব দেখা যাচ্ছে।’
সাইফের সঙ্গে জামালের সম্পর্কের সুর কেটে যায় গত মৌসুমের প্রথম লেগের পর থেকে। ইচ্ছা করে কার্ড দেখে প্রথম লেগের শেষ ম্যাচ না খেলে ডেনমার্কে চলে যাওয়ার অভিযোগ তুলে পরের লীগে জামালের অধিনায়কত্ব কেড়ে নেয় সাইফ। মৌসুমের শেষ ভাগে এসে দল নিয়ে তরুণ ফুটবলারদের বিষিয়ে তোলারও অভিযোগের আভাস পাওয়া গেছে জামালের বিরুদ্ধে। এ মৌসুমে ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে সাইফ স্পোর্টিং। চাপা ক্ষোভ থেকে সাবেক অধিনায়কের পারিশ্রমিক পরিশোধ করা যে এড়িয়ে যাওয়া হচ্ছে, জামালের চিঠি ইঙ্গিত করে সেটাই।

শুরুর মৌসুম থেকেই সাইফ স্পোর্টিংয়ের দলে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। চার মৌসুম ছিলেন দলটির অধিনায়ক। সেই দলের বিরুদ্ধেই বকেয়া পাওনার দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে নালিশ জানিয়েছেন জামাল।
বকেয়া পাওনা পরিশোধের আরজি জানিয়ে গত ২ নভেম্বর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বরাবর চিঠি পাঠান জামাল। ২০২১-২২ মৌসুমের ফেব্রুয়ারি, মার্চ ও জুলাই মাসে তাঁর পাওনা ১৬ লাখ ৫০ হাজার টাকা পারিশ্রমিক সাইফ পরিশোধ করেনি বলে উল্লেখ করেছেন এই মৌসুমে শেখ রাসেলে নাম লেখানো মিডফিল্ডার।
চিঠিতে বলা হয়েছে, ‘বকেয়া পারিশ্রমিকের জন্য আমি গত ২ নভেম্বর সাইফের সভাপতি তরফদার সাইফ, তরফদার রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি এবং ম্যানেজার শাহেদুল আলম শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তাঁরা কোনো সাড়া দেননি। আমি বিচার চাই। আমি আশা করব বাফুফে ফিফার আইন মেনে এই সমস্যার সুরাহা করবে।’
আজ এক ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘চুক্তিতে থাকা এমন অনেক খেলোয়াড় আছে, যারা এক মিনিটও না খেলে সাইফের কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পারিশ্রমিক পরিশোধ করা হচ্ছে না। গত তিন মাসে তারা অন্য খেলায় টাকা বিনিয়োগ করেছে, কিন্তু আমার পাওনা পরিশোধে তাদের ইচ্ছার অভাব দেখা যাচ্ছে।’
সাইফের সঙ্গে জামালের সম্পর্কের সুর কেটে যায় গত মৌসুমের প্রথম লেগের পর থেকে। ইচ্ছা করে কার্ড দেখে প্রথম লেগের শেষ ম্যাচ না খেলে ডেনমার্কে চলে যাওয়ার অভিযোগ তুলে পরের লীগে জামালের অধিনায়কত্ব কেড়ে নেয় সাইফ। মৌসুমের শেষ ভাগে এসে দল নিয়ে তরুণ ফুটবলারদের বিষিয়ে তোলারও অভিযোগের আভাস পাওয়া গেছে জামালের বিরুদ্ধে। এ মৌসুমে ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে সাইফ স্পোর্টিং। চাপা ক্ষোভ থেকে সাবেক অধিনায়কের পারিশ্রমিক পরিশোধ করা যে এড়িয়ে যাওয়া হচ্ছে, জামালের চিঠি ইঙ্গিত করে সেটাই।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে