
আর্সেন ওয়েঙ্গারের অধীনে আর্সেনাল সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ২০০৩-০৪ মৌসুম। অপরাজেয় থেকে লিগ জেতা সেই ‘ইনভিন্সিবল আর্সেনাল’ এর পর লম্বা সময় ধরে একটি শিরোপার দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতন।
গত মৌসুমে খুব কাছে গিয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি গানারদের। শুরু থেকে ২৪৮ দিন শীর্ষে থেকেও শেষদিকে একের পর এক পয়েন্ট খুইয়ে শিরোপা তুলে দেয় ম্যানচেস্টার সিটির হাতে। এবারও শিরোপা দৌড়ে মিকেল আর্তেতার শিষ্যদের অন্যতম প্রতিপক্ষ সিটিজেনরা। তবে আর্সেনাল যেন গত মৌসুমের ভুল থেকে শিক্ষা নিয়েছে। শেষ দিকে এসে এবার আর পয়েন্ট হারাচ্ছে না তারা।
অবশ্য আজ নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে ভয়ই ধরিয়ে দিয়েছিল টটেনহাম। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর্তেতাকে থাকতে হয়েছে দুশ্চিন্তায়। নিজেদের সমর্থকদের সামনে স্পার্সরা যে দারুণভাবে ম্যাচে ফেরর ইঙ্গিত দিয়েছিল! ৮৭ মিনিটে পেনাল্টি থেকে সন হিয়ুং-মিন ব্যবধানটা ৩-২ করার পর একের পর এক আক্রমণ চালায় টটেনহাম। তবে বাস পার্কিংয়ে সেটি দারুণভাবে সামলে স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ক্ষত ভুলে লিগে টানা তিন জয় পেয়েছে তারা।
এই জয়ে ৩৫ রাউন্ড শেষে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্তেতার দল। বাকি তিন ম্যাচ জিতলেই ২০ বছর পর লিগ শিরোপা হাতে উঠবে আর্সেনালের হাতে। ওয়েঙ্গারের সাবেক শিষ্য আর্তেতা কী সেটি করে দেখাতে পারবেন? শিরোপার ত্রিমুখী লড়াই থেকে লিভারপুল যেভাবে ছিটকে গেছে সেভাবে যদি সিটিও হচট খায়—এখন এমন প্রার্থনায় করবেন আর্সেনাল সমর্থকেরা। আজ রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে মুখোমুখি হবে পেপ গার্দিওলার দলও। এই ম্যাচ জিতলেও সিটি ১ পয়েন্ট পেছনে থাকবে গানারদের।
আগামী মাসে টটেনহামের ম্যাচ আছে সিটি ও লিভারপুলের সঙ্গে। সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার জন্য দুই ম্যাচেই জিততে চাইবে স্পার্সরা। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচে থাকা অ্যাঞ্জে পস্তেকোগ্লুর শিষ্যরা গতকাল পিছিয়ে পড়ে ১৫ মিনিটে, পিয়েরে-এমিল হজবজের্গের আত্মঘাতী গোলে। ১০ মিনিট পর গোলটা শোধ দিয়ে ফেলেছিল টটেনহাম। তবে সেই গোল বাতিল হয় ভিএআরে। গোল হাতছাড়া হয়ে যেন স্পার্সরা এলোমেলো হয়ে পড়ে। ২৭ মিনিটে বুকায়ো সাকার পর ৩৮ মিনিটে কাই হাভার্ৎজের গোলে ব্যবধানটা ৩-০ করে নেয় আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণে ধার বাড়ায় স্পার্সরা। ৬৪ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল শোধও দেন। পরে সন গোল করে ম্যাচের উত্তেজনা বাড়ালেও স্বস্তির জয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নেয় আর্সেনাল।

আর্সেন ওয়েঙ্গারের অধীনে আর্সেনাল সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ২০০৩-০৪ মৌসুম। অপরাজেয় থেকে লিগ জেতা সেই ‘ইনভিন্সিবল আর্সেনাল’ এর পর লম্বা সময় ধরে একটি শিরোপার দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতন।
গত মৌসুমে খুব কাছে গিয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি গানারদের। শুরু থেকে ২৪৮ দিন শীর্ষে থেকেও শেষদিকে একের পর এক পয়েন্ট খুইয়ে শিরোপা তুলে দেয় ম্যানচেস্টার সিটির হাতে। এবারও শিরোপা দৌড়ে মিকেল আর্তেতার শিষ্যদের অন্যতম প্রতিপক্ষ সিটিজেনরা। তবে আর্সেনাল যেন গত মৌসুমের ভুল থেকে শিক্ষা নিয়েছে। শেষ দিকে এসে এবার আর পয়েন্ট হারাচ্ছে না তারা।
অবশ্য আজ নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে ভয়ই ধরিয়ে দিয়েছিল টটেনহাম। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর্তেতাকে থাকতে হয়েছে দুশ্চিন্তায়। নিজেদের সমর্থকদের সামনে স্পার্সরা যে দারুণভাবে ম্যাচে ফেরর ইঙ্গিত দিয়েছিল! ৮৭ মিনিটে পেনাল্টি থেকে সন হিয়ুং-মিন ব্যবধানটা ৩-২ করার পর একের পর এক আক্রমণ চালায় টটেনহাম। তবে বাস পার্কিংয়ে সেটি দারুণভাবে সামলে স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ক্ষত ভুলে লিগে টানা তিন জয় পেয়েছে তারা।
এই জয়ে ৩৫ রাউন্ড শেষে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্তেতার দল। বাকি তিন ম্যাচ জিতলেই ২০ বছর পর লিগ শিরোপা হাতে উঠবে আর্সেনালের হাতে। ওয়েঙ্গারের সাবেক শিষ্য আর্তেতা কী সেটি করে দেখাতে পারবেন? শিরোপার ত্রিমুখী লড়াই থেকে লিভারপুল যেভাবে ছিটকে গেছে সেভাবে যদি সিটিও হচট খায়—এখন এমন প্রার্থনায় করবেন আর্সেনাল সমর্থকেরা। আজ রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে মুখোমুখি হবে পেপ গার্দিওলার দলও। এই ম্যাচ জিতলেও সিটি ১ পয়েন্ট পেছনে থাকবে গানারদের।
আগামী মাসে টটেনহামের ম্যাচ আছে সিটি ও লিভারপুলের সঙ্গে। সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার জন্য দুই ম্যাচেই জিততে চাইবে স্পার্সরা। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচে থাকা অ্যাঞ্জে পস্তেকোগ্লুর শিষ্যরা গতকাল পিছিয়ে পড়ে ১৫ মিনিটে, পিয়েরে-এমিল হজবজের্গের আত্মঘাতী গোলে। ১০ মিনিট পর গোলটা শোধ দিয়ে ফেলেছিল টটেনহাম। তবে সেই গোল বাতিল হয় ভিএআরে। গোল হাতছাড়া হয়ে যেন স্পার্সরা এলোমেলো হয়ে পড়ে। ২৭ মিনিটে বুকায়ো সাকার পর ৩৮ মিনিটে কাই হাভার্ৎজের গোলে ব্যবধানটা ৩-০ করে নেয় আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণে ধার বাড়ায় স্পার্সরা। ৬৪ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল শোধও দেন। পরে সন গোল করে ম্যাচের উত্তেজনা বাড়ালেও স্বস্তির জয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নেয় আর্সেনাল।

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
১ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৩ ঘণ্টা আগে