
বিচার শুরুর আগ থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন দানি আলভেস। তবে তাঁর সেই দাবি টিকল না আদালতে। আজ ধর্ষণের অভিযোগে স্পেনের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
এতে শাস্তি হিসেবে সাড়ে ৪ বছর কারাবাসে থাকতে হবে আলভেসকে। বার্সেলোনার আদালত রায়ে বলেছেন, ‘ধর্ষণের শিকার হওয়া নারীর কোনো সম্মতি পাওয়া যায়নি। বাদীর করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’
এর আগে আদালতের কাছে আলভেসের বিরুদ্ধে ৯ বছরের শাস্তির আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটররা। গত বছরের ডিসেম্বরে বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন বলে আলভেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে সেই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তিন সপ্তাহ পর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আটক করে পুলিশ এরপর থেকেই কারাগারে আছেন তিনি।
রায় ঘোষণার আগে চূড়ান্ত বিচারের শেষ দিনে বার্সেলোনার কাতালোনিয়ান হাইকোর্টে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছিলেন আলভেস। ৪০ বছর বয়সী ডিফেন্ডার বলেছিলেন, ‘যদি সে চলে যেতে চাইত তাহলে সে চলে যেতে পারত। সেখানে থাকতে বাধ্যগত ছিল না।’ আদালতে ২০ মিনিট কথা বলার সময় শুধু ধর্ষণই নয়, সেই তরুণীকে আঘাত করা, চুল টেনে ধরাসহ আরও অনেক শারীরিক নির্যাতন অস্বীকার করেছিলেন সাবেক বার্সেলোনা ও জুভেন্টাসের ডিফেন্ডার।
ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা আলভেসকে বিশ্ব ফুটবলের অন্যতম ডিফেন্ডার মনে করা হয়। ক্যারিয়ারে সব মিলিয়ে ৪৩টি ট্রফি জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এর মধ্যে লিওনেল মেসি-জাভি হার্নান্দেজ-ইনিয়েস্তাদের সঙ্গে ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বার্সেলোনায় খেলে ২৩টি ট্রফি জিতেছেন। নেইমারের সাবেক ক্লাব ও জাতীয় দলের সতীর্থের শুধু কারাদণ্ডই হয়নি, সঙ্গে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৮ লাখ টাকাও জরিমানা করা হয়েছে।

বিচার শুরুর আগ থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন দানি আলভেস। তবে তাঁর সেই দাবি টিকল না আদালতে। আজ ধর্ষণের অভিযোগে স্পেনের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
এতে শাস্তি হিসেবে সাড়ে ৪ বছর কারাবাসে থাকতে হবে আলভেসকে। বার্সেলোনার আদালত রায়ে বলেছেন, ‘ধর্ষণের শিকার হওয়া নারীর কোনো সম্মতি পাওয়া যায়নি। বাদীর করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’
এর আগে আদালতের কাছে আলভেসের বিরুদ্ধে ৯ বছরের শাস্তির আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটররা। গত বছরের ডিসেম্বরে বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন বলে আলভেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে সেই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তিন সপ্তাহ পর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আটক করে পুলিশ এরপর থেকেই কারাগারে আছেন তিনি।
রায় ঘোষণার আগে চূড়ান্ত বিচারের শেষ দিনে বার্সেলোনার কাতালোনিয়ান হাইকোর্টে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছিলেন আলভেস। ৪০ বছর বয়সী ডিফেন্ডার বলেছিলেন, ‘যদি সে চলে যেতে চাইত তাহলে সে চলে যেতে পারত। সেখানে থাকতে বাধ্যগত ছিল না।’ আদালতে ২০ মিনিট কথা বলার সময় শুধু ধর্ষণই নয়, সেই তরুণীকে আঘাত করা, চুল টেনে ধরাসহ আরও অনেক শারীরিক নির্যাতন অস্বীকার করেছিলেন সাবেক বার্সেলোনা ও জুভেন্টাসের ডিফেন্ডার।
ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা আলভেসকে বিশ্ব ফুটবলের অন্যতম ডিফেন্ডার মনে করা হয়। ক্যারিয়ারে সব মিলিয়ে ৪৩টি ট্রফি জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এর মধ্যে লিওনেল মেসি-জাভি হার্নান্দেজ-ইনিয়েস্তাদের সঙ্গে ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বার্সেলোনায় খেলে ২৩টি ট্রফি জিতেছেন। নেইমারের সাবেক ক্লাব ও জাতীয় দলের সতীর্থের শুধু কারাদণ্ডই হয়নি, সঙ্গে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৮ লাখ টাকাও জরিমানা করা হয়েছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৪ ঘণ্টা আগে