নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চুক্তি যে বাড়ছে সেটা অবধারিত ছিল। শেষ পর্যন্ত এল আনুষ্ঠানিক ঘোষণাও। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
আজ এক ভিডিও বার্তায় কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এই বছরের ডিসেম্বর পর্যন্ত কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে তিনি বলেছেন,‘জাতীয় দল কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল কাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানোর। আমরা তাঁকে চুক্তিপত্র পাঠিয়েছিলাম। আমরা দুই পক্ষই চুক্তিতে স্বাক্ষর করেছি। এই বছরে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। কাবরেরার সঙ্গে নতুন চুক্তি হওয়ায় আশা করি সেই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা তাঁর কাছ থেকে পরিকল্পনাও পেয়েছি। আশা করি পরিকল্পনা চলমান থাকবে। ’
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন বার্সেলোনা যুব একাডেমির কোচ কাবরেরা। তাঁর অধীনে ৮ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ৫ ম্যাচে। মলিন পারফরম্যান্সের পরও তরুণ ফুটবলার তৈরির কাছে কাবরেরার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে বাফুফে। আর সে কারণেই নতুন করে চুক্তি বাড়িয়েছে জাতীয় দল কমিটি।
ছুটি শেষে বাংলাদেশে ফিরেছেন কাবরেরা। যোগ দিয়েছেন কর্মস্থলে। চুক্তি বাড়ায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছে বলেছেন, ‘আমি খুশি। বাংলাদেশে থাকতে চেয়েছিলাম। বাফুফেকে ধন্যবাদ। উন্নতি করতে হলে সময় দরকার হয় এবং আমরা কিন্তু উন্নতি করছি। মার্চে আমরা দুটি ম্যাচ খেলব। আশা করি নতুন বছরে বাংলাদেশের ফুটবল ভক্তদের মুখে হাসি ফুটবে।’

চুক্তি যে বাড়ছে সেটা অবধারিত ছিল। শেষ পর্যন্ত এল আনুষ্ঠানিক ঘোষণাও। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
আজ এক ভিডিও বার্তায় কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এই বছরের ডিসেম্বর পর্যন্ত কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে তিনি বলেছেন,‘জাতীয় দল কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল কাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানোর। আমরা তাঁকে চুক্তিপত্র পাঠিয়েছিলাম। আমরা দুই পক্ষই চুক্তিতে স্বাক্ষর করেছি। এই বছরে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। কাবরেরার সঙ্গে নতুন চুক্তি হওয়ায় আশা করি সেই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা তাঁর কাছ থেকে পরিকল্পনাও পেয়েছি। আশা করি পরিকল্পনা চলমান থাকবে। ’
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন বার্সেলোনা যুব একাডেমির কোচ কাবরেরা। তাঁর অধীনে ৮ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ৫ ম্যাচে। মলিন পারফরম্যান্সের পরও তরুণ ফুটবলার তৈরির কাছে কাবরেরার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে বাফুফে। আর সে কারণেই নতুন করে চুক্তি বাড়িয়েছে জাতীয় দল কমিটি।
ছুটি শেষে বাংলাদেশে ফিরেছেন কাবরেরা। যোগ দিয়েছেন কর্মস্থলে। চুক্তি বাড়ায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছে বলেছেন, ‘আমি খুশি। বাংলাদেশে থাকতে চেয়েছিলাম। বাফুফেকে ধন্যবাদ। উন্নতি করতে হলে সময় দরকার হয় এবং আমরা কিন্তু উন্নতি করছি। মার্চে আমরা দুটি ম্যাচ খেলব। আশা করি নতুন বছরে বাংলাদেশের ফুটবল ভক্তদের মুখে হাসি ফুটবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৭ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৭ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৮ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৯ ঘণ্টা আগে