ক্রীড়া ডেস্ক

রুবেন আমোরিম চলে এসেছেন ওল্ড ট্রাফোর্ডে। এবার কি পুরোনো রূপে ফিরতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড? ক্লাবটি ইউনাইটেড বলেই শুরুতে প্রশ্নটি উঠছে। গত সপ্তাহে লিসবনে আমোরিমের অধীনে স্পোর্টিং সিপি চ্যাম্পিয়নস লিগে যেভাবে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে, সেটি দেখে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে রেড ডেভিল সমর্থকেরাও।
এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হয়েছেন আমোরিম। গত সোমবার স্পোর্টিং সিপি ছেড়ে ম্যানচেস্টারে এসেছেন পর্তুগিজ কোচ। তাঁর আগমনে ওল্ড ট্রাফোর্ডকে বিদায় বলেছেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়। ডাচ কিংবদন্তির অধীনে চার ম্যাচে ৩ জয় ও ১ ড্র করেছে রেড ডেভিলরা। আমোরিমের কোচিং দলে জায়গা না হওয়ায় ২ বছরের চুক্তি শেষের আগেই বিদায় নিলেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার।
ইউরোপের আলোচনায় থাকা তরুণ কোচদের একজন আমোরিম। পর্তুগাল জাতীয় দলে সাবেক এই মিডফিল্ডার ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ। কোচিংয়ে ইন্টার্নশিপ করেছেন ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে। তাঁর আরেক পরিচয় ‘কবি’। নামটি দিয়েছেন রোনালদোই। এবার কি ওল্ড ট্রাফোর্ডে কবির মতো ছন্দ বাঁধতে পারবেন আমোরিম?
কেমন হবে ৩৯ বছর বয়সী কোচের কৌশল? বিবিসি জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের প্রধান অস্ত্র হতে যাচ্ছেন তাঁরই স্বদেশি ব্রুনো ফার্নান্দেস। এই অ্যাটাকিং মিডফিল্ডারের হাতেই ইউনাইটেডের নেতৃত্ব। দুই পর্তুগিজ জুটি কী করবেন—এখন সেটিই দেখার। তিন ব্যাক, দুই উইং ব্যাক, দুই মিডফিল্ডার, দুই ইনসাইড ফরোয়ার্ড ও এক স্ট্রাইকার—এভাবেই রেড ডেভিলদের খেলানোর প্রস্তুতি নিচ্ছেন আমোরিম।
এই ৩-৪-৩ ফরমেশনে ব্রুনো কোথায় খেলবেন? জার্সি নম্বর ‘৮’ গায়েই তাঁকে দেখা যেতে পারে ‘ফলস নাইন’ বা ‘অর্থোডক্স মিডফিল্ডার’ হিসেবে। এমনকি দেখা যেতে পারে ইনসাইড ফরোয়ার্ডের ভূমিকায়ও। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর ২৪ নভেম্বর প্রিমিয়ার লিগে অভিষেক হবে আমোরিমের। ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ ইপসউইচ টাউন। শুরুটা কেমন করবেন এ নিয়ে আমোরিমের কথা, ‘আমি জানি শুরুটা কেমন করতে যাচ্ছি। কারণ, আপনাকে একটা কাঠামো দিয়ে শুরু করতে হবে এবং খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে হবে।’
আমোরিমের চ্যালেঞ্জটা বিশাল। লিগে ইউনাইটেডের বর্তমান অবস্থান ১৩তম স্থানে। কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ২০১৩ সালে অবসর নেওয়ার পর আর লিগ জিততে পারেননি ক্লাবটি। সেই পুরোনো স্ক্রিপ্ট থেকে বেরিয়ে আসতে গত ১১ বছরে ষষ্ঠ স্থায়ী কোচ নিয়োগ দিল ইউইনাইটেড। ডেভিড ময়েস, লুই ফন গাল, মরিনহো, ওলে গানার সুলশার ও টেন হাগ যা করতে পারেননি, আমোরিম কি সেটি পারবেন? স্যার ফার্গুসনের ২৭ বছরের কোচিং অধ্যায়ের সাফল্যের কিছু ছিটেফোঁটা যদি দেখাতে পারেন, সেটিও হবে অনেক কিছু। অবশ্য দায়িত্ব নেওয়ার আগেই তিনি ইউনাইটেডে দিন বদলানো নিয়ে বলেছেন, ‘এখন না হলে কখনো নয়।’ সাফল্যের জন্য শিষ্যদের মধ্যে আত্মবিশ্বাস তো বটে, সমর্থকদের মনেও বিশ্বাস ফেরাতে হবে আমোরিমকে। এত বড় চ্যালেঞ্জের সামনে তরুণ কোচ কেমন করেন, সেটিই এখন দেখার।

রুবেন আমোরিম চলে এসেছেন ওল্ড ট্রাফোর্ডে। এবার কি পুরোনো রূপে ফিরতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড? ক্লাবটি ইউনাইটেড বলেই শুরুতে প্রশ্নটি উঠছে। গত সপ্তাহে লিসবনে আমোরিমের অধীনে স্পোর্টিং সিপি চ্যাম্পিয়নস লিগে যেভাবে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে, সেটি দেখে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে রেড ডেভিল সমর্থকেরাও।
এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হয়েছেন আমোরিম। গত সোমবার স্পোর্টিং সিপি ছেড়ে ম্যানচেস্টারে এসেছেন পর্তুগিজ কোচ। তাঁর আগমনে ওল্ড ট্রাফোর্ডকে বিদায় বলেছেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়। ডাচ কিংবদন্তির অধীনে চার ম্যাচে ৩ জয় ও ১ ড্র করেছে রেড ডেভিলরা। আমোরিমের কোচিং দলে জায়গা না হওয়ায় ২ বছরের চুক্তি শেষের আগেই বিদায় নিলেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার।
ইউরোপের আলোচনায় থাকা তরুণ কোচদের একজন আমোরিম। পর্তুগাল জাতীয় দলে সাবেক এই মিডফিল্ডার ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ। কোচিংয়ে ইন্টার্নশিপ করেছেন ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে। তাঁর আরেক পরিচয় ‘কবি’। নামটি দিয়েছেন রোনালদোই। এবার কি ওল্ড ট্রাফোর্ডে কবির মতো ছন্দ বাঁধতে পারবেন আমোরিম?
কেমন হবে ৩৯ বছর বয়সী কোচের কৌশল? বিবিসি জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের প্রধান অস্ত্র হতে যাচ্ছেন তাঁরই স্বদেশি ব্রুনো ফার্নান্দেস। এই অ্যাটাকিং মিডফিল্ডারের হাতেই ইউনাইটেডের নেতৃত্ব। দুই পর্তুগিজ জুটি কী করবেন—এখন সেটিই দেখার। তিন ব্যাক, দুই উইং ব্যাক, দুই মিডফিল্ডার, দুই ইনসাইড ফরোয়ার্ড ও এক স্ট্রাইকার—এভাবেই রেড ডেভিলদের খেলানোর প্রস্তুতি নিচ্ছেন আমোরিম।
এই ৩-৪-৩ ফরমেশনে ব্রুনো কোথায় খেলবেন? জার্সি নম্বর ‘৮’ গায়েই তাঁকে দেখা যেতে পারে ‘ফলস নাইন’ বা ‘অর্থোডক্স মিডফিল্ডার’ হিসেবে। এমনকি দেখা যেতে পারে ইনসাইড ফরোয়ার্ডের ভূমিকায়ও। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর ২৪ নভেম্বর প্রিমিয়ার লিগে অভিষেক হবে আমোরিমের। ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ ইপসউইচ টাউন। শুরুটা কেমন করবেন এ নিয়ে আমোরিমের কথা, ‘আমি জানি শুরুটা কেমন করতে যাচ্ছি। কারণ, আপনাকে একটা কাঠামো দিয়ে শুরু করতে হবে এবং খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে হবে।’
আমোরিমের চ্যালেঞ্জটা বিশাল। লিগে ইউনাইটেডের বর্তমান অবস্থান ১৩তম স্থানে। কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ২০১৩ সালে অবসর নেওয়ার পর আর লিগ জিততে পারেননি ক্লাবটি। সেই পুরোনো স্ক্রিপ্ট থেকে বেরিয়ে আসতে গত ১১ বছরে ষষ্ঠ স্থায়ী কোচ নিয়োগ দিল ইউইনাইটেড। ডেভিড ময়েস, লুই ফন গাল, মরিনহো, ওলে গানার সুলশার ও টেন হাগ যা করতে পারেননি, আমোরিম কি সেটি পারবেন? স্যার ফার্গুসনের ২৭ বছরের কোচিং অধ্যায়ের সাফল্যের কিছু ছিটেফোঁটা যদি দেখাতে পারেন, সেটিও হবে অনেক কিছু। অবশ্য দায়িত্ব নেওয়ার আগেই তিনি ইউনাইটেডে দিন বদলানো নিয়ে বলেছেন, ‘এখন না হলে কখনো নয়।’ সাফল্যের জন্য শিষ্যদের মধ্যে আত্মবিশ্বাস তো বটে, সমর্থকদের মনেও বিশ্বাস ফেরাতে হবে আমোরিমকে। এত বড় চ্যালেঞ্জের সামনে তরুণ কোচ কেমন করেন, সেটিই এখন দেখার।

করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
১৫ মিনিট আগে
মোহাম্মদ সাইফউদ্দিন টিকে থাকলেন শেষ পর্যন্ত। তবে তাঁর অপরাজিত ফিফটি ঢাকা ক্যাপিটালসের কোনো কাজেই আসলো না। বাঁচা মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরেছে তারা। এই হারে বিপিএল থেকে বিদায় নিল ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল রংপুর।
১৯ মিনিট আগে
২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
২ ঘণ্টা আগে
ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ ঘণ্টা আগে