Ajker Patrika

এক ছবিতেই বিয়ে ভাঙছে এই ইংলিশ ফুটবলারের

আপডেট : ০৩ জুন ২০২২, ১৭: ২৮
এক ছবিতেই বিয়ে ভাঙছে এই ইংলিশ ফুটবলারের

বিয়ের সব প্রস্তুতি সেরেই রেখে ছিলেন ইংল্যান্ড ও লিভারপুল ফুটবলার অ্যান্ডি ক্যারোল। বিয়ের আগে দুবাই গিয়েছিলেন স্ট্যাগ (বিয়ের আগে দূরে কোথাও গিয়ে উদ্‌যাপন করা। যেখানে মূলত ছেলেরাই উপস্থিত থাকে) পালন করতে। কিন্তু কে জানত, সেই উদ্‌যাপনই বিপদ ডেকে আনবে ক্যারোলের জীবনে। এখন বিয়ে ভাঙার পথে সাবেক এই ফুটবলারের।

কদিন আগে দুবাইয়ে ঘুরতে যাওয়া ক্যারোলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়ে। যেখানে হোটেল কক্ষে অন্য এক নারীর সঙ্গে বিছানায় দেখা যায় ক্যারোলকে। মুহূর্তের মধ্যে এই ছবিকে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। হুমকিতে পড়ে দীর্ঘ দিনের প্রেমিকা বিলি মোকলোর সঙ্গে তাঁর বিয়েও। 

এই ছবিই বদলে দিয়েছে ক্যারোলের জীবনপরিস্থিতি ঘোলাটে হতে থাকলে হোটেল কক্ষে দেখা যাওয়া টেলর জান উইলকিয়ে নামের নারীটি প্রকাশ্যে এসে দাবি করেন, একই বিছানায় দেখা গেলেও ক্যারোলের সঙ্গে তাঁর কোনো ধরনের যৌন সম্পর্ক হয়নি। বরং টানা ১৭ ঘণ্টা মদ্য পান করায় স্বাভাবিক অবস্থায় ছিলেন না ক্যারোল। টেইলর বলেন, ‘সত্যি কথা হচ্ছে, সে কোনো কিছু করার মতো অবস্থায় সে ছিল না। যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সে জন্য আমি দুঃখিত।’

সম্প্রতি বাগদানের আংটি ছাড়াই দেখা গেছে মোকলোকেএদিকে শুরুতে বাগ্‌দত্তা ক্যারোলকে ‘আহাম্মক’ দাবি করে বিয়ে না ভাঙার কথা বলেছিলেন মোকলো। তবে পরিস্থিতি এখন বদলে যাওয়ার পথে। ইতিমধ্যে ক্যারোলের ঘর ছেড়ে নিজের বাবা-মার সঙ্গে থাকতে শুরু করেছেন। সম্প্রতি বাগদানের সময় ক্যারোলের দেওয়া আংটি ছাড়া দেখা গেছে মোকলোকে। 

প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ক্যারোল-মোকলো। তাঁদের তিনটি সন্তানও আছে। গত মাসের ২ তারিখ একটি ছবি পোস্টে করে বিলি জানান, ‘আর ৫ সপ্তাহ বাকি আছে! আমরা বিয়ে করতে যাচ্ছি’। এই মাসেই বিয়ে করার কথা ছিল তাঁদের। তবে মুহূর্তের এক ঝড়ে এলোমেলো হয়ে গেল সব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত