
হতাশাজনক এক মৌসুমই যেন কাটছে চেলসির। জয় এক রকম ‘সোনার হরিণ’ হয়ে গিয়েছে ইংলিশ এই ক্লাবটির কাছে। তার ওপর গতকাল প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে লাল কার্ড দেখেছেন হোয়াও ফেলিক্স। এই লাল কার্ড চেলসিকে বিশাল এক ধাক্কা দিয়েছে বলে মনে করেন কোচ গ্রাহাম পটার।
ক্রেভেন কটেজ স্টেডিয়ামে গতকাল ফুলহাম-চেলসি প্রিমিয়ার লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধের ঘটনা। ম্যাচের ৫৮ মিনিটে ফুলহাম ডিফেন্ডার কেনি তেতেকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন ফেলিক্স। তাতে ২২ তম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে মাঠ ছাড়ার লজ্জার রেকর্ডে নাম লেখালেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। আর ১০ জনের চেলসি ম্যাচ হেরেছে ২-১ গোলে।
ফেলিক্সের লাল কার্ড চেলসির জন্য হতাশাজনক ছিল বলে মনে করেন পটার। ম্যাচ শেষে ব্লুজদের কোচ বলেন, ‘এটা ফরোয়ার্ড ট্যাকল ছিল। এ ব্যাপারে রাগ হওয়ার কিছু নেই। আমি বুঝতে পেরেছি কেন এটা লাল কার্ড ছিল। এটা বিশাল এক ধাক্বা ছিল। সে (ফেলিক্স) দারুণ খেলছিল। আপনারা তার পারফরম্যান্স দেখেছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য হতাশাজনক ব্যাপার।’
পটার আরও বলেন, ‘আমি মনে করি শুরুতে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করছিলাম। অনেক সুযোগ তৈরি করেছিলাম। আমাদের ভুলেই তাদের গোল দুটো হয়েছে। কাজ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচ খেলেছে চেলসি। ৭ জয়, ৪ ড্র ও ৭ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে আছে ব্লুজরা। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৭ ম্যাচে ১৪ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৪ পয়েন্ট পেয়েছে গানার্সরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯। আর্সেনালের সমান ১৭টি ম্যাচ খেলেছে সিটিজেনরাও।

হতাশাজনক এক মৌসুমই যেন কাটছে চেলসির। জয় এক রকম ‘সোনার হরিণ’ হয়ে গিয়েছে ইংলিশ এই ক্লাবটির কাছে। তার ওপর গতকাল প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে লাল কার্ড দেখেছেন হোয়াও ফেলিক্স। এই লাল কার্ড চেলসিকে বিশাল এক ধাক্কা দিয়েছে বলে মনে করেন কোচ গ্রাহাম পটার।
ক্রেভেন কটেজ স্টেডিয়ামে গতকাল ফুলহাম-চেলসি প্রিমিয়ার লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধের ঘটনা। ম্যাচের ৫৮ মিনিটে ফুলহাম ডিফেন্ডার কেনি তেতেকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন ফেলিক্স। তাতে ২২ তম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে মাঠ ছাড়ার লজ্জার রেকর্ডে নাম লেখালেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। আর ১০ জনের চেলসি ম্যাচ হেরেছে ২-১ গোলে।
ফেলিক্সের লাল কার্ড চেলসির জন্য হতাশাজনক ছিল বলে মনে করেন পটার। ম্যাচ শেষে ব্লুজদের কোচ বলেন, ‘এটা ফরোয়ার্ড ট্যাকল ছিল। এ ব্যাপারে রাগ হওয়ার কিছু নেই। আমি বুঝতে পেরেছি কেন এটা লাল কার্ড ছিল। এটা বিশাল এক ধাক্বা ছিল। সে (ফেলিক্স) দারুণ খেলছিল। আপনারা তার পারফরম্যান্স দেখেছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য হতাশাজনক ব্যাপার।’
পটার আরও বলেন, ‘আমি মনে করি শুরুতে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করছিলাম। অনেক সুযোগ তৈরি করেছিলাম। আমাদের ভুলেই তাদের গোল দুটো হয়েছে। কাজ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচ খেলেছে চেলসি। ৭ জয়, ৪ ড্র ও ৭ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে আছে ব্লুজরা। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৭ ম্যাচে ১৪ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৪ পয়েন্ট পেয়েছে গানার্সরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯। আর্সেনালের সমান ১৭টি ম্যাচ খেলেছে সিটিজেনরাও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২৬ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩৪ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে