ক্রীড়া ডেস্ক

ডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
🚨🇦🇷 WHAT A FREE KICK FROM JULIAN ALVAREZ WITH ATLETICO MADRID! 🤯pic.twitter.com/SEIlAj1ByV
— Tekkers Foot (@tekkersfoot) August 17, 2025
আরসিডিই স্টেডিয়ামে গত রাতে আলভারেজ গোল পেয়েছেন ৩৭ মিনিটে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের গোলে আতলেতিকো প্রথমার্ধ ১-০ গোলে শেষ করে। কিন্তু শেষে ১১ মিনিটের ঝলকে এসপানিওল লা লিগার ম্যাচটি জিতেছে ২-১ ব্যবধানে। ম্যাচে সে অর্থে সুযোগও তৈরি করতে পারেনি আতলেতিকো। এগিয়ে থেকেও ম্যাচ হারের পর হতাশা প্রকাশ করেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। ম্যাচ শেষে সিমিওনে বলেন, ‘এটা যাত্রারই একটা অংশ। এই ফলে খুবই হতাশ আমরা। তবে এটার থেকে বুঝলাম আমাদের কোথায় কোথায় উন্নতি করতে হবে। দল যা ভালো করেছে, সেখানে আমাদের ফোকাস করতে হবে। আমাদের যে ভুলত্রুটি ধরা পড়েছে, সেগুলো কমানোর চেষ্টা করব।’
ম্যাচে ৬১ শতাংশ বল দখলে নিয়ে আতলেতিকো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৪ শট। এদিকে এসপানিওলের দখলে বল ছিল ৩৯ শতাংশ।আতলেতিকোর লক্ষ্য বরাবর এসপানিওল করে ৫ শট। ৭৩ মিনিটে ডিফেন্ডার মিগুয়েল রুবিওর গোলে সমতায় ফেরে এসপানিওল। দলের দ্বিতীয় গোল ৮৪ মিনিটে করেন পেদ্রো মিল্লা। রুবিও, মিল্লা দুজনের কেউই শুরুর একাদশে ছিলেন না। ৬৬ মিনিটে ফার্নান্দো ক্যালেরোর বদলি হিসেবে নামেন রুবিও। মিল্লা ৭৪ মিনিটে নামেন রবার্তো ফার্নান্দেজের পরিবর্তে।
এসপানিওল শেষ মুহূর্তে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে তাদের প্রশংসায় ভাসিয়েছেন আতলেতিকো কোচ সিমিওনে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এসপানিওল সুযোগের সর্বোচ্চটা কাজে লাগিয়েছে। সেট পিস থেকে রুবিওর গোল তাদের ম্যাচে ফিরিয়েছে। আমাদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল। আর দ্বিতীয় গোলটাই আমাদের ভুগিয়েছে।’
আতলেতিকো গতকাল শুরুর একাদশে পাঁচ নতুনকে খেলিয়েছে। অ্যালেক্স বায়েনা, থিয়াগো আলমাদা, ডেভিড হ্যাঙ্কো, মাত্তেও রুগেরি, জনি কার্দোসো—তাঁদের এবারই নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ৬৮ মিনিটে আলমাদার পরিবর্তে নামেন জিয়াকোমো রাসপাডোরি। আতলেতিকোতে এবার প্রথম এসেছেন রাসপাডোরিও। আতলেতিকো মাদ্রিদের পরের ম্যাচ ২৩ আগস্ট। রিয়াদ এয়ার মেত্রোপলিতানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সেদিন রাত সাড়ে ১১টায় শুরু হবে লা লিগার আতলেতিকো-এলচে ম্যাচ।

ডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
🚨🇦🇷 WHAT A FREE KICK FROM JULIAN ALVAREZ WITH ATLETICO MADRID! 🤯pic.twitter.com/SEIlAj1ByV
— Tekkers Foot (@tekkersfoot) August 17, 2025
আরসিডিই স্টেডিয়ামে গত রাতে আলভারেজ গোল পেয়েছেন ৩৭ মিনিটে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের গোলে আতলেতিকো প্রথমার্ধ ১-০ গোলে শেষ করে। কিন্তু শেষে ১১ মিনিটের ঝলকে এসপানিওল লা লিগার ম্যাচটি জিতেছে ২-১ ব্যবধানে। ম্যাচে সে অর্থে সুযোগও তৈরি করতে পারেনি আতলেতিকো। এগিয়ে থেকেও ম্যাচ হারের পর হতাশা প্রকাশ করেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। ম্যাচ শেষে সিমিওনে বলেন, ‘এটা যাত্রারই একটা অংশ। এই ফলে খুবই হতাশ আমরা। তবে এটার থেকে বুঝলাম আমাদের কোথায় কোথায় উন্নতি করতে হবে। দল যা ভালো করেছে, সেখানে আমাদের ফোকাস করতে হবে। আমাদের যে ভুলত্রুটি ধরা পড়েছে, সেগুলো কমানোর চেষ্টা করব।’
ম্যাচে ৬১ শতাংশ বল দখলে নিয়ে আতলেতিকো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৪ শট। এদিকে এসপানিওলের দখলে বল ছিল ৩৯ শতাংশ।আতলেতিকোর লক্ষ্য বরাবর এসপানিওল করে ৫ শট। ৭৩ মিনিটে ডিফেন্ডার মিগুয়েল রুবিওর গোলে সমতায় ফেরে এসপানিওল। দলের দ্বিতীয় গোল ৮৪ মিনিটে করেন পেদ্রো মিল্লা। রুবিও, মিল্লা দুজনের কেউই শুরুর একাদশে ছিলেন না। ৬৬ মিনিটে ফার্নান্দো ক্যালেরোর বদলি হিসেবে নামেন রুবিও। মিল্লা ৭৪ মিনিটে নামেন রবার্তো ফার্নান্দেজের পরিবর্তে।
এসপানিওল শেষ মুহূর্তে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে তাদের প্রশংসায় ভাসিয়েছেন আতলেতিকো কোচ সিমিওনে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এসপানিওল সুযোগের সর্বোচ্চটা কাজে লাগিয়েছে। সেট পিস থেকে রুবিওর গোল তাদের ম্যাচে ফিরিয়েছে। আমাদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল। আর দ্বিতীয় গোলটাই আমাদের ভুগিয়েছে।’
আতলেতিকো গতকাল শুরুর একাদশে পাঁচ নতুনকে খেলিয়েছে। অ্যালেক্স বায়েনা, থিয়াগো আলমাদা, ডেভিড হ্যাঙ্কো, মাত্তেও রুগেরি, জনি কার্দোসো—তাঁদের এবারই নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ৬৮ মিনিটে আলমাদার পরিবর্তে নামেন জিয়াকোমো রাসপাডোরি। আতলেতিকোতে এবার প্রথম এসেছেন রাসপাডোরিও। আতলেতিকো মাদ্রিদের পরের ম্যাচ ২৩ আগস্ট। রিয়াদ এয়ার মেত্রোপলিতানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সেদিন রাত সাড়ে ১১টায় শুরু হবে লা লিগার আতলেতিকো-এলচে ম্যাচ।

ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
১০ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
১ ঘণ্টা আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে