
জয়ের ধারা বজায় রেখ নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। আজ পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে সাঈদ খোদারাহমির দল। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল আসে কৃষ্ণা রানী ও নওশন জাহানের কাছ থেকে।
বড় জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। শিরোপা নিশ্চিত হতে পারে আজই। যদি ভারত ও ভুটানের মধ্যকার ম্যাচ ড্র হয়। আজকের ম্যাচের আগে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ভারত। এক পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে ভুটান। ড্র হলে ভারতের ১০ ও ভুটানের ৯ পয়েন্ট। সে ক্ষেত্রে বাংলাদেশ যদি হেরে যায় শেষ ম্যাচে তবু চ্যাম্পিয়ন হবে। শেষ ম্যাচে ভারত জিতলে বাংলাদেশের সমান ১৩ পয়েন্ট হবে। সাফের বাইলজ অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড লড়াইয়ে যে এগিয়ে থাকবে সেই দল চ্যাম্পিয়ন হবে। ভারতকে আগেই হারানোর ফলে পয়েন্ট সমান থাকলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
থাইল্যান্ডের ননথাবুরি হলে ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে কোনো সুযোগ দেননি সাবিনা-কৃষ্ণারা। প্রথমার্ধেই ছয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন। গোল উৎসবের সূচনা করেন অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচের সপ্তম মিনিটে মাতসুশিমা সুমাইয়ার পাস থেকে নিখুঁত ট্যাপে লক্ষ্যভেদ করেন তিনি। এর ঠিক পরেই সাবিনার পাসে ব্যবধান দ্বিগুণ করেন নিলুফা ইয়াসমিন নীলা। ১০ ও ১২ মিনিটে নওশন জাহান পরপর দুই গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। বিরতির আগে কৃষ্ণা ও সাবিনা আরও একটি করে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৬-০।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খেলার গতি কিছুটা কমিয়ে দিলেও গোল করা থামায়নি। ৩২ মিনিটে কৃষ্ণা তার দ্বিতীয় গোলটি করেন। পাকিস্তানের হয়ে আনমোল হিরা একটি গোল শোধ দিলেও তা ব্যবধান কমানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে সাবিনা খাতুন আরও দুই গোল করে নিজের ‘হালি’ পূর্ণ করেন এবং দলের ৯-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।
এখন পর্যন্ত অপরাজিত থাকা বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ মালদ্বীপ। আগামী রোববার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন।

চ্যাম্পিয়ন হয়নি দল, তাই খানিকটা মন খারাপ হওয়া স্বাভাবিক। তবু পুরস্কার বিতরণী মঞ্চে শরীফুল ইসলামের মুখে ছিল হাস্যোজ্জ্বল ছবি। বিপিএলে এবারের আসরের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। তাও প্রথম পেসার হিসেবে। চট্টগ্রাম রয়্যালসের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট।
৬ ঘণ্টা আগে
কদিন আগে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছিল এম নাজমুল ইসলামকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিসিবির আরেক পরিচালক স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
৭ ঘণ্টা আগে
সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা মহানগরের ক্রিকেট কমিটি (সিসিডিএম) আট দল নিয়ে আয়োজন করবে এই টুর্নামেন্ট। ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে আট দল অংশ নেয়নি, তাদের নিয়েই হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।
৮ ঘণ্টা আগে
রাজশাহী ওয়ারিয়র্সের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপেক্ষায় ছিলেন, কখন শুরু করবেন উদ্যাপন। অবশেষে ১৮তম ওভারের পঞ্চম বলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডিপ মিড উইকেটে এস এম মেহেরব ক্যাচ ধরতেই শুরু হয় উদ্যাপন। চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে ২০২৬ বিপিএল চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স।
৮ ঘণ্টা আগে