Ajker Patrika

নথি ফাঁস হওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা পেলেন ইরানি ফুটবলার

আপডেট : ০৬ মে ২০২৩, ১৮: ২৪
নথি ফাঁস হওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা পেলেন ইরানি ফুটবলার

ভ্রমণ নিষেধাজ্ঞা পেয়েছেন আলি করিমি। ব্যক্তিগত নথি ফাঁস হওয়ায় পরিবারসহ নিষেধাজ্ঞা পেয়েছেন দেশটির ফুটবলার।

বিবিসি পারসিয়ান শোতে ফাঁস হয়ে যায় করিমির নথি। সেই নথি সম্পর্কে বলা বলা হয়েছে, আমাদের এজেন্টের থেকে এখানে (ইরান) আসতে করিমি নয়বার আমন্ত্রণ পেয়েছিলেন এবং সতর্কবার্তা পেয়েছিলন। সেখানে এক চিঠিতে লেখা ছিল ‘টপ সিক্রেট’ এবং তারিখ দেওয়া ছিল ২৪ অক্টোবর, ২০২২।

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগ তেহরানের প্রসিকিউটরকে জানিয়েছে যে করিমির সাম্প্রতিক কাজ তাঁর স্ত্রী সাহার দাভারি এবং তাঁর পরিবারের দ্বারা প্ররোচিত। নথিতে দাবি করা হয়েছে, করিমির শ্বশুরবাড়ির পরিবার তেহরানের শহরতলি লাভাসানের ম্যানশন ২০ মিলিয়ন ডলারে (বাংলাদেশি প্রায় ২১৩ কোটি টাকায়) বিক্রি করে স্থায়ীভাবে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন। নথির ওপর ভিত্তি করে করিমি, দাভারি, তাঁর মা, সৎবাবা, ভাই ও বোনের ওপর রেভল্যুশনারি গার্ড ভ্রমণ নিষেধাজ্ঞা দাবি করেছে। তাতে করিমি ও তাঁর পরিবার দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞায় পড়ে গেছে। 

গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে ইরানি নারীর মৃত্যুর পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে যায় দেশটি। আন্দোলন শুরুর পর থেকে ৫৩০ বিক্ষোভকারী মারা গেছে; যার মধ্যে ছিল ৭০ শিশু। করিমি শুরু থেকেই এ ঘটনার প্রতিবাদ করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত