
প্যারিস অলিম্পিক শুরুর আগেই ড্রোন কাণ্ড নিয়ে সমালোচিত কানাডা নারী ফুটবল দল। দলটির কোচ বেভ প্রিস্টম্যান এরই মধ্যে বরখাস্ত হয়েছেন। এবার প্রিস্টম্যানকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক গত রাতে প্রিস্টম্যানকে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কানাডা কোচ। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। নিষিদ্ধ, জরিমানার শাস্তি দেওয়ার পাশাপাশি কানাডা অলিম্পিক দলের থেকে ৬ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) ফিফার নিয়মনীতি মানতে ব্যর্থ হয়েছে। অপরাধমূলক আচরণ ও ফেয়ার প্লের নিয়ম ভাঙার কারণে কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনা সিএসএ নারী দলের ড্রোন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত।’
সিএসএ’র প্রধান নির্বাহী কেভিন ব্লু ফিফার শাস্তি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। ব্লু এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের যে প্রভাব পড়েছে, তাতে কানাডা সকার হতাশ। আমরা আপিলের কথা ভাবছি। কানাডা নারী দলকে মাত্রাতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে। তারা কেউই এমন অনৈতিক কাজে জড়িত নয়। কানাডা সকার দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সময়ে আমাদের খেলোয়াড়দের প্রতি কানাডার ভক্ত-সমর্থকেরা যেভাবে সমর্থন দিচ্ছেন, তা প্রশংসনীয়।’
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।

প্যারিস অলিম্পিক শুরুর আগেই ড্রোন কাণ্ড নিয়ে সমালোচিত কানাডা নারী ফুটবল দল। দলটির কোচ বেভ প্রিস্টম্যান এরই মধ্যে বরখাস্ত হয়েছেন। এবার প্রিস্টম্যানকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক গত রাতে প্রিস্টম্যানকে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কানাডা কোচ। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। নিষিদ্ধ, জরিমানার শাস্তি দেওয়ার পাশাপাশি কানাডা অলিম্পিক দলের থেকে ৬ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) ফিফার নিয়মনীতি মানতে ব্যর্থ হয়েছে। অপরাধমূলক আচরণ ও ফেয়ার প্লের নিয়ম ভাঙার কারণে কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনা সিএসএ নারী দলের ড্রোন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত।’
সিএসএ’র প্রধান নির্বাহী কেভিন ব্লু ফিফার শাস্তি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। ব্লু এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের যে প্রভাব পড়েছে, তাতে কানাডা সকার হতাশ। আমরা আপিলের কথা ভাবছি। কানাডা নারী দলকে মাত্রাতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে। তারা কেউই এমন অনৈতিক কাজে জড়িত নয়। কানাডা সকার দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সময়ে আমাদের খেলোয়াড়দের প্রতি কানাডার ভক্ত-সমর্থকেরা যেভাবে সমর্থন দিচ্ছেন, তা প্রশংসনীয়।’
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে