Ajker Patrika

ফিফার বর্ষসেরা কোচের তালিকায় মানচিনি-টুখেল-গার্দিওলা, জায়গা হয়নি স্কালোনির 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ৩৬
ফিফার বর্ষসেরা কোচের তালিকায় মানচিনি-টুখেল-গার্দিওলা, জায়গা হয়নি স্কালোনির 

ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন রবের্তো মানচিনি, থমাস টুখেল আর পেপ গার্দিওলা। তালিকায় জায়গা হয়নি লিওনেল স্কালোনির। এই স্কালোনির অধীনেই ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা।

গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর শিরোপা জিতেছিল ইতালি। শুধু তাই নয়, মানচিনির অধীনে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এমন পারফরম্যান্সে ফিফার বর্ষসেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

এদিকে ফ্রাঙ্ক ল্যাম্পাড চেলসির দায়িত্ব ছাড়ার পর ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান টুখেল। আর গার্দিওলার অধীনে ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় তাই আছেন গার্দিওলাও।

আগামী ১৭ জানুয়ারি জুরিখে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে তিন জনের মধ্য থেকে সেরা কোচের নাম ঘোষণা করা হবে। আগামী শুক্রবার জানা যাবে পুরুষ ও নারী ফুটবলে বর্ষসেরার লড়াইয়ে কারা জায়গা করে নিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত