
চোটের থাবা থেকে যেন মুক্ত হতেই পারছেন না নেইমার। একবার চোট থেকে সেরে ওঠেন তো দ্রুতই আবার আক্রান্ত হচ্ছেন। নতুন ক্লাব আল হিলালে এসে ম্যাচ খেলারই সুযোগ পাচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি খেলতে না পারলেও দারুণ ছন্দে আছে আল হিলাল।
বিশ্বকাপ বাছাইপর্বে গত মাসে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে গোড়ালির চোটে পড়ে অর্ধেক সময় খেলার পরই উঠে যেতে হয় নেইমারকে। এরপর এক মাসেরও বেশি সময় ধরে তিনি ব্রাজিল, আল হিলাল-কোথাও খেলার সুযোগ পাচ্ছেন না। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। এই ম্যাচে বেশ দাপটের সঙ্গে খেলেছে আল হিলাল। আল হাজমকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে আল হিলাল। হ্যাটট্রিক করেছেন ম্যালকম। ৫২,৫৫ ও ৮৫ মিনিটে এসেছে তাঁর তিনটি গোল। ১টি করে গোল করেছেন আলেক্সান্ডার মিত্রোভিচ, মোহাম্মদ কান্নো, মোহাম্মদ আল-কাহতানি, সালেহ আলসেহরি, মোহাম্মদ আলবুরাইক ও সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ। যার মধ্যে ১৪ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মিত্রোভিচ ও ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেন মিলিনকোভিচ স্যাভিচ।
৯-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল হিলাল। ১৪ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৩৪। শুক্রবার কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। অন্যদিকে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র ৫ ম্যাচ। করেছেন ১ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। একমাত্র গোলটি করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে এফসি নাসাজি মাজান্দারানের বিপক্ষে। সৌদি প্রো লিগে করেছেন ৩ অ্যাসিস্ট।

চোটের থাবা থেকে যেন মুক্ত হতেই পারছেন না নেইমার। একবার চোট থেকে সেরে ওঠেন তো দ্রুতই আবার আক্রান্ত হচ্ছেন। নতুন ক্লাব আল হিলালে এসে ম্যাচ খেলারই সুযোগ পাচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি খেলতে না পারলেও দারুণ ছন্দে আছে আল হিলাল।
বিশ্বকাপ বাছাইপর্বে গত মাসে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে গোড়ালির চোটে পড়ে অর্ধেক সময় খেলার পরই উঠে যেতে হয় নেইমারকে। এরপর এক মাসেরও বেশি সময় ধরে তিনি ব্রাজিল, আল হিলাল-কোথাও খেলার সুযোগ পাচ্ছেন না। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। এই ম্যাচে বেশ দাপটের সঙ্গে খেলেছে আল হিলাল। আল হাজমকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে আল হিলাল। হ্যাটট্রিক করেছেন ম্যালকম। ৫২,৫৫ ও ৮৫ মিনিটে এসেছে তাঁর তিনটি গোল। ১টি করে গোল করেছেন আলেক্সান্ডার মিত্রোভিচ, মোহাম্মদ কান্নো, মোহাম্মদ আল-কাহতানি, সালেহ আলসেহরি, মোহাম্মদ আলবুরাইক ও সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ। যার মধ্যে ১৪ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মিত্রোভিচ ও ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেন মিলিনকোভিচ স্যাভিচ।
৯-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল হিলাল। ১৪ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৩৪। শুক্রবার কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। অন্যদিকে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র ৫ ম্যাচ। করেছেন ১ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। একমাত্র গোলটি করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে এফসি নাসাজি মাজান্দারানের বিপক্ষে। সৌদি প্রো লিগে করেছেন ৩ অ্যাসিস্ট।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৮ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে