
ম্যানচেস্টার ডার্বিতে ইতিহাদে আক্রমণাত্মক ফুটবলের পসরা বসিয়েছিলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের নাকানি-চুবানি খাইয়েছে চ্যাম্পিয়নরা। সিটির হয়ে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকের মাধ্যমে আর্লিং হালান্ড জানান দিলেন সব ধরনের রেকর্ডেই দখল করতে চান তিনি। একই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন ঘরের ছেলে ফিল ফোডেনও।
শক্তির পার্থক্যে ইউনাইটেডের চেয়ে সিটিই এগিয়ে থাকায় ফেভারিটও ছিল তারাই। ম্যাচের শুরুটাও করে ফেভারিটের মতোন। আট মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ফোডেন। পরে ম্যাচের চতুর্থ গোলের মাধ্যমে সিটির হয়ে ৫০ তম গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
চার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সিটিকে দ্বিতীয়ার্ধে যেন কিছুটা আলস্য পেয়ে বসেছিলো। তারই ফল ভোগ করে পেপ গার্দিওলার দল। ক্রিশ্চিয়ান এরিকসেনের কাছ থেকে পাওয়া বলে ইউনাইটেডের হয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা অ্যান্থনি। কিন্তু সব আলো আদতে কেড়ে নিয়েছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। চলতি মৌসুমে ক্লাবে যোগ দেওয়া এই তারকা করেছেন মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক। যার মাধ্যমে ১১ ম্যাচে ১৬ গোল করলেন এই গোলমেশিন। সিটির হয়ে লিগ গোলের অর্ধশতক পূরণ করা ফোডেনও পেয়েছেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
২০১১ সালের ২৩ অক্টোবরে ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে ৬-১ এ বিধ্বস্ত করেছিল সিটি। সেই স্মৃতি মনে করাচ্ছিল আজও। কিন্তু ম্যাচের শেষ দিকে এসে বদলি হিসেবে নাম অ্যান্থনি মার্শালের জোড়া গোলে কিছুটা ভদ্রস্থতা পায় চূড়ান্ত ফল। মৌসুমের প্রথম ডার্বিতে ইউনাইটেড হারল ৬-৩ গোলে। তবে এমন হাইভোল্টেজ ম্যাচে বেঞ্চ গরম করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগের প্রথম ইতিহাদ সফরও হলো দুঃস্বপ্নের মতো।

ম্যানচেস্টার ডার্বিতে ইতিহাদে আক্রমণাত্মক ফুটবলের পসরা বসিয়েছিলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের নাকানি-চুবানি খাইয়েছে চ্যাম্পিয়নরা। সিটির হয়ে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকের মাধ্যমে আর্লিং হালান্ড জানান দিলেন সব ধরনের রেকর্ডেই দখল করতে চান তিনি। একই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন ঘরের ছেলে ফিল ফোডেনও।
শক্তির পার্থক্যে ইউনাইটেডের চেয়ে সিটিই এগিয়ে থাকায় ফেভারিটও ছিল তারাই। ম্যাচের শুরুটাও করে ফেভারিটের মতোন। আট মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ফোডেন। পরে ম্যাচের চতুর্থ গোলের মাধ্যমে সিটির হয়ে ৫০ তম গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
চার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সিটিকে দ্বিতীয়ার্ধে যেন কিছুটা আলস্য পেয়ে বসেছিলো। তারই ফল ভোগ করে পেপ গার্দিওলার দল। ক্রিশ্চিয়ান এরিকসেনের কাছ থেকে পাওয়া বলে ইউনাইটেডের হয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা অ্যান্থনি। কিন্তু সব আলো আদতে কেড়ে নিয়েছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। চলতি মৌসুমে ক্লাবে যোগ দেওয়া এই তারকা করেছেন মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক। যার মাধ্যমে ১১ ম্যাচে ১৬ গোল করলেন এই গোলমেশিন। সিটির হয়ে লিগ গোলের অর্ধশতক পূরণ করা ফোডেনও পেয়েছেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
২০১১ সালের ২৩ অক্টোবরে ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে ৬-১ এ বিধ্বস্ত করেছিল সিটি। সেই স্মৃতি মনে করাচ্ছিল আজও। কিন্তু ম্যাচের শেষ দিকে এসে বদলি হিসেবে নাম অ্যান্থনি মার্শালের জোড়া গোলে কিছুটা ভদ্রস্থতা পায় চূড়ান্ত ফল। মৌসুমের প্রথম ডার্বিতে ইউনাইটেড হারল ৬-৩ গোলে। তবে এমন হাইভোল্টেজ ম্যাচে বেঞ্চ গরম করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগের প্রথম ইতিহাদ সফরও হলো দুঃস্বপ্নের মতো।

বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
২৬ মিনিট আগে
হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
৪ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৫ ঘণ্টা আগে