Ajker Patrika

পিএসজিতে মেসির প্রথম গোলটাই পেল সেরার স্বীকৃতি

পিএসজিতে মেসির প্রথম গোলটাই পেল সেরার স্বীকৃতি

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের পাট চুকিয়ে এ মৌসুমেই প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন লিওনেল মেসি। নতুন ক্লাবে ভিন্নধর্মী ফুটবল সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছিল তাঁর। তবে ‘ভালোবাসার শহর’ প্যারিসে থিতু হতেই পায়ের জাদু দেখাতে শুরু করেন আর্জেন্টাইন মহাতারকা। 

সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে প্রথম তিন ম্যাচে গোল পাননি মেসি। আক্ষেপ ঘোচে চতুর্থ ম্যাচে এসে। সেটিও উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো বৃহৎ মঞ্চে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। 

সাবেক গুরু পেপ গার্দিওলার দলের বিপক্ষে ম্যাচে ৭৪ মিনিটে নজরকাড়া গোল করেন মেসি। সতীর্থ কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো জাল কাঁপান তিনি। পিএসজির জার্সিতে মেসির ওই প্রথম গোল পেল এবারের চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে সেরার স্বীকৃতি। 

GOAL-LISTসেরা গোল বাছাই করতে গত সোমবার ১০টি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও চ্যাম্পিয়নস লিগের আয়োজক উয়েফা। গতকাল শুক্রবার ছিল ভোট দেওয়ার শেষ দিন। ভোট গণনা শেষে উয়েফা জানিয়েছে, মেসির গোলটি এবারের আসরের গ্রুপ পর্বের সেরা। 

সেরা গোল নির্বাচনে ১০ লাখ ভোট পড়েছে। যেখানে সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পেয়ে সেরা নির্বাচিত হয়েছে মেসির গোল। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ ভোট পড়েছে পোর্তোর বিপক্ষে করা লিভারপুল মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার গোলে। আর দিনামো কিয়েভের বিপক্ষে রবার্ট লেভানডফস্কির করা বাই-সাইকেল কিকের দৃষ্টিনন্দন গোলটি ১৩ শতাংশ ভোট পেয়ে হয়েছে তৃতীয়। 

মেসির গোলটি দেখতে এখানে ক্লিক করুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত