
প্রথম মৌসুমে এসে ক্লাবকে মেজর শিরোপা এনে দেওয়া যেকোনো কোচের কাছেই বিশেষ কিছু। টমাস টুখেল তো তাঁদেরই একজন। বায়ার্ন মিউনিখের কোচ হওয়ার পরই পেলেন ক্যারিয়ারের প্রথম বুন্দেসলিগা জয়ের স্বাদ। গতকাল টুখেল যেন পেপ গার্দিওলার পুরোনো এক স্মৃতিই রোমন্থন করালেন।
টুখেলের প্রথম বুন্দেসলিগা জয়ের গল্প রূপকথার চেয়ে কোনো অংশে কম নয়। এ বছরের মার্চ মাসে বায়ার্নের কোচের পদ থেকে বরখাস্ত করা হয় হুলিয়ান নাগলসমানকে। এরপর টমাস টুখেলকে কোচ করে ক্লাব কর্তৃপক্ষ। তবে টুখেলের অধীনে খেই হারানো শুরু করে জার্মান এই ক্লাব। তিনি আসার পর সব প্রতিযোগতা মিলে ১১ ম্যাচ খেলে বায়ার্ন জিতেছে ৫ ম্যাচ, ড্র করেছে ২ ম্যাচ এবং ৪ ম্যাচ হেরেছে, যার মধ্যে বুন্দেসলিগায় হেরেছে দুই ম্যাচ ও এক ম্যাচ ড্র করেছে। মেইঞ্জ ও লাইপজিগ—এ দুই দলের বিপক্ষেই বায়ার্ন হেরেছে ৩-১ গোলে এবং বায়ার্ন-হফেনহেইম ম্যাচ ড্র হয় ১-১ গোলে। নিয়মিত পয়েন্ট হারাতে থাকায় সহজে জিততে যাওয়া বুন্দেসলিগা হাতের নাগাল থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে।
বুন্দেসলিগার সব রোমাঞ্চ যেন জমে ছিল গতকাল চলতি মৌসুমের শেষ দিনে। ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটি দলই যার যার নিজেদের খেলায় ড্র করত, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্রতে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়। শেষ পর্যন্ত বায়ার্ন ২-১ গোলে হারায় কোলনকে। আর ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড-মেইঞ্জ। তাতে টানা ১১ বার বুন্দেসলিগা জয়ের স্বাদ পায় বায়ার্ন।
গার্দিওলার গল্প টুখেলেরও প্রায় ১০ বছরের পুরোনো। ২০১৩-এর ১ জুলাই বায়ার্নের কোচের দায়িত্ব পেয়েছিলেন গার্দিওলা। প্রথম মৌসুমেই বায়ার্নের বুন্দেসলিগা জয়ী দলের অংশ হয়ে যান তিনি। ২০১৩-১৪ মৌসুমে একচ্ছত্র আধিপত্যে বুন্দেসলিগা জিতে যায় মিউনিখ। ৩৪ ম্যাচে ৯০ পয়েন্ট পায় তারা। দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ছিল ৭১। বায়ার্নের সর্বশেষ টানা ১১ বুন্দেসলিগা জয়ের মধ্যে তা ছিল দ্বিতীয়।
জার্মানির ক্লাবে টুখেলের কোচের দায়িত্ব অবশ্য এবারই প্রথম নয়। এর আগে তিনটি জার্মান ক্লাবের কোচিং করিয়েছেন তিনি। এফসি অফসবুর্গ টু, মেইঞ্জ, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন-এই নিয়ে চতুর্থ জার্মান ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ডর্টমুন্ডের হয়ে ২০১৬-১৭ পোকাল কাপ জিতেছেন তিনি।

প্রথম মৌসুমে এসে ক্লাবকে মেজর শিরোপা এনে দেওয়া যেকোনো কোচের কাছেই বিশেষ কিছু। টমাস টুখেল তো তাঁদেরই একজন। বায়ার্ন মিউনিখের কোচ হওয়ার পরই পেলেন ক্যারিয়ারের প্রথম বুন্দেসলিগা জয়ের স্বাদ। গতকাল টুখেল যেন পেপ গার্দিওলার পুরোনো এক স্মৃতিই রোমন্থন করালেন।
টুখেলের প্রথম বুন্দেসলিগা জয়ের গল্প রূপকথার চেয়ে কোনো অংশে কম নয়। এ বছরের মার্চ মাসে বায়ার্নের কোচের পদ থেকে বরখাস্ত করা হয় হুলিয়ান নাগলসমানকে। এরপর টমাস টুখেলকে কোচ করে ক্লাব কর্তৃপক্ষ। তবে টুখেলের অধীনে খেই হারানো শুরু করে জার্মান এই ক্লাব। তিনি আসার পর সব প্রতিযোগতা মিলে ১১ ম্যাচ খেলে বায়ার্ন জিতেছে ৫ ম্যাচ, ড্র করেছে ২ ম্যাচ এবং ৪ ম্যাচ হেরেছে, যার মধ্যে বুন্দেসলিগায় হেরেছে দুই ম্যাচ ও এক ম্যাচ ড্র করেছে। মেইঞ্জ ও লাইপজিগ—এ দুই দলের বিপক্ষেই বায়ার্ন হেরেছে ৩-১ গোলে এবং বায়ার্ন-হফেনহেইম ম্যাচ ড্র হয় ১-১ গোলে। নিয়মিত পয়েন্ট হারাতে থাকায় সহজে জিততে যাওয়া বুন্দেসলিগা হাতের নাগাল থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে।
বুন্দেসলিগার সব রোমাঞ্চ যেন জমে ছিল গতকাল চলতি মৌসুমের শেষ দিনে। ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটি দলই যার যার নিজেদের খেলায় ড্র করত, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্রতে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়। শেষ পর্যন্ত বায়ার্ন ২-১ গোলে হারায় কোলনকে। আর ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড-মেইঞ্জ। তাতে টানা ১১ বার বুন্দেসলিগা জয়ের স্বাদ পায় বায়ার্ন।
গার্দিওলার গল্প টুখেলেরও প্রায় ১০ বছরের পুরোনো। ২০১৩-এর ১ জুলাই বায়ার্নের কোচের দায়িত্ব পেয়েছিলেন গার্দিওলা। প্রথম মৌসুমেই বায়ার্নের বুন্দেসলিগা জয়ী দলের অংশ হয়ে যান তিনি। ২০১৩-১৪ মৌসুমে একচ্ছত্র আধিপত্যে বুন্দেসলিগা জিতে যায় মিউনিখ। ৩৪ ম্যাচে ৯০ পয়েন্ট পায় তারা। দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ছিল ৭১। বায়ার্নের সর্বশেষ টানা ১১ বুন্দেসলিগা জয়ের মধ্যে তা ছিল দ্বিতীয়।
জার্মানির ক্লাবে টুখেলের কোচের দায়িত্ব অবশ্য এবারই প্রথম নয়। এর আগে তিনটি জার্মান ক্লাবের কোচিং করিয়েছেন তিনি। এফসি অফসবুর্গ টু, মেইঞ্জ, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন-এই নিয়ে চতুর্থ জার্মান ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ডর্টমুন্ডের হয়ে ২০১৬-১৭ পোকাল কাপ জিতেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৫ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে