
ম্যানচেস্টার সিটি নাকি আর্সেনাল—কার হাতে উঠবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৯ মে পর্যন্ত। এই দিন শিরোপা নিষ্পত্তির আশায় রাত ৯টায় মাঠে নামবে দুই দলই। টানা চারবার শিরোপা জিতে সিটি প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়বে নাকি ২০ বছর পর প্রথম লিগ জিতবে গানাররা?
এমন ‘অলিখিত ফাইনাল’ হয়ে ওঠা ম্যাচে নিয়মিত গোলরক্ষক এদেরসনকে পাবে না সিটি। পাবে না এফএ কাপের ফাইনালেও। আজ এমনটাই জানিয়েছে বিবিসি। ব্রাজিলিয়ান গোলরক্ষকের পরিবর্তে এবারও সিটিজেনদের গোলপোস্ট সামলাতে দেখা যাবে স্তেফান ওর্তেগাকে। এই জার্মান আগের ম্যাচে টটেনহামের বিপক্ষে এদেরসনের বদলি হয়ে মাঠে নামেন। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুটি গুরুত্বপূর্ণ সেভে সিটির জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। স্পার্সদের বিপক্ষে ম্যাচে ৬৯ মিনিটে মুখে চোট পেয়ে মাঠ ছাড়েন এদেরসন। ক্রিশ্চিয়ান রোমেরোকে থামাতে গিয়ে তাঁর বুটে আঘাত পান তিনি।
মৌসুমে পেপ গার্দিওলার শিষ্যদের বাকি আর দুই ম্যাচ। লিগের শেষ রাউন্ডে ঘরের মাঠ ইতিহাদে ওয়েস্ট হামকে আতিথেয়তা দেবে সিটিজেনরা। এই ম্যাচ জিতলেই আবারও প্রিমিয়ার লিগ ধরে রেখে নতুন রেকর্ড গড়বে তারা। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। সেই ইতিহাস গড়ার সামনে গার্দিওলার দল।
২৫ মে ঐতিহাসিক ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। গত মৌসুমেও রেড ডেভিলদের হারিয়ে শিরোপা জেতে গার্দিওলার দল। গত পরশু লন্ডনে টটেনহামকে হারিয়ে লিগ জয়ের আরও কাছে চলে এসেছে সিটি। ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। লিগের শেষ দিনে গানাররা জিতলে আর সিটি ড্র বা হারলে তবেই শিরোপা খরা ঘুচতে পারে মিকেল আর্তেতার শিষ্যদের।

ম্যানচেস্টার সিটি নাকি আর্সেনাল—কার হাতে উঠবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৯ মে পর্যন্ত। এই দিন শিরোপা নিষ্পত্তির আশায় রাত ৯টায় মাঠে নামবে দুই দলই। টানা চারবার শিরোপা জিতে সিটি প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়বে নাকি ২০ বছর পর প্রথম লিগ জিতবে গানাররা?
এমন ‘অলিখিত ফাইনাল’ হয়ে ওঠা ম্যাচে নিয়মিত গোলরক্ষক এদেরসনকে পাবে না সিটি। পাবে না এফএ কাপের ফাইনালেও। আজ এমনটাই জানিয়েছে বিবিসি। ব্রাজিলিয়ান গোলরক্ষকের পরিবর্তে এবারও সিটিজেনদের গোলপোস্ট সামলাতে দেখা যাবে স্তেফান ওর্তেগাকে। এই জার্মান আগের ম্যাচে টটেনহামের বিপক্ষে এদেরসনের বদলি হয়ে মাঠে নামেন। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুটি গুরুত্বপূর্ণ সেভে সিটির জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। স্পার্সদের বিপক্ষে ম্যাচে ৬৯ মিনিটে মুখে চোট পেয়ে মাঠ ছাড়েন এদেরসন। ক্রিশ্চিয়ান রোমেরোকে থামাতে গিয়ে তাঁর বুটে আঘাত পান তিনি।
মৌসুমে পেপ গার্দিওলার শিষ্যদের বাকি আর দুই ম্যাচ। লিগের শেষ রাউন্ডে ঘরের মাঠ ইতিহাদে ওয়েস্ট হামকে আতিথেয়তা দেবে সিটিজেনরা। এই ম্যাচ জিতলেই আবারও প্রিমিয়ার লিগ ধরে রেখে নতুন রেকর্ড গড়বে তারা। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। সেই ইতিহাস গড়ার সামনে গার্দিওলার দল।
২৫ মে ঐতিহাসিক ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। গত মৌসুমেও রেড ডেভিলদের হারিয়ে শিরোপা জেতে গার্দিওলার দল। গত পরশু লন্ডনে টটেনহামকে হারিয়ে লিগ জয়ের আরও কাছে চলে এসেছে সিটি। ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। লিগের শেষ দিনে গানাররা জিতলে আর সিটি ড্র বা হারলে তবেই শিরোপা খরা ঘুচতে পারে মিকেল আর্তেতার শিষ্যদের।

সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধু টেস্টই খেলছেন নাঈম হাসান। তাও যে নিয়মিত সুযোগ পেয়েছেন, তা নয়। নামের পাশে ১৪ টেস্ট বলে দিচ্ছে অনেক কিছু। ২৫ বছর বয়সী বাংলাদেশের এই স্পিনার জানালেন, সব খেলোয়াড়ের জীবন এক হয় না।
৩২ মিনিট আগে
‘হট টপিক’ নিয়ে হাস্যরসিকতাকে যেন আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তারা মজা করতে বাদ রাখেনি।
১ ঘণ্টা আগে
বিদায়ী ইনিংসটা রাঙাতে পারলেন না উসমান খাজা। ইংলিশ পেসার জস টাঙের বলে বোল্ড হয়ে যখন ফিরেছেন, তখন খাজার নামের পাশে ৭ বলে ৬ রান। যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) খাজার ক্যারিয়ার শুরু হয়েছিল, সেখানে শেষটা রঙিন হলো না। তবে বিদায়ী ম্যাচের উপহার ঠিকই তাঁকে দিয়েছে অস্ট্রেলিয়া। এসসিজিতে আজ শেষ হওয়া পঞ্চম
২ ঘণ্টা আগে
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় আগেই ঠিক হয়ে গিয়েছিল ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়েদের অংশ নিতে হবে বাছাইপর্বে। সেই বাছাইপর্বের সূচি আজ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেপালে ১৮ জানুয়ারি শুরু হয়ে এই বাছাইপর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। শুরুর দিনই মাঠে নামবেন নি
১৩ ঘণ্টা আগে