
গত বছর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কোচ তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয় সেলেসাওরা। ছেলেরা না পারলেও মেয়েদের কোপায় ব্রাজিলের ধারেকাছে নেই কেউ।
ফের লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ব্রাজিলের মেয়েদের মাথায়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলে জিতেছে ‘ক্যানারিনহাসরা’। ৩৯তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে বল জালে পাঠাতে ভুল করেননি দেবিনহা। এই ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে পিয়া সুনদাঘের দল।
এ নিয়ে টানা চতুর্থবার এবং সর্বমোট আটবার মেয়েদের কোপা জিতল ব্রাজিল। এর আগেও টানা চারবার শিরোপা গেছে তাদের ঘরে। মেয়েদের কোপার আনুষ্ঠানিক নাম 'কোপা আমেরিকা ফেমিনিনা'। ১৯৯১ সালে এই আসরের যাত্রা শুরু। প্রথম চার আসরের শিরোপা গেছে ব্রাজিলের হাতে। শেষ চার আসরেও চ্যাম্পিয়ন তারা। ৯ আসরের মধ্যে কেবল একবার ২০০৬ সালে ব্রাজিলের মেয়েদের রানার্সআপ-আপের স্বাদ দিতে পেরেছিল আর্জেন্টিনা।
এবারের কোপার লড়াইয়ে ব্রাজিল ১ গোলও হজম করেনি। বিপরীতে দিয়েছে ২০ গোল। তবে ফাইনালে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে। কলম্বিয়ার ২১ শটের বিপরীতে ব্রাজিলের শট ১৫টি। তবে শেষ হাসি হেসেছে ক্যানারিনহাসরা।
ব্রাজিল শিরোপা জিতলেও আসরের গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ঘরে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ। আর সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো। ব্রাজিলের ফাইনাল জয়ের নায়ক দেবিনহা ও তার সতীর্থ আদ্রিয়ানা মাগা সমান ৫ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের দ্বিতীয় স্থানে।
কোপাজয়ী ব্রাজিলের মেয়েরা এবার ‘ফিনালিসিমা’ খেলবে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নের বিপক্ষে। অবশ্য এই ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। আজ রাতে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।

গত বছর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কোচ তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয় সেলেসাওরা। ছেলেরা না পারলেও মেয়েদের কোপায় ব্রাজিলের ধারেকাছে নেই কেউ।
ফের লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ব্রাজিলের মেয়েদের মাথায়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলে জিতেছে ‘ক্যানারিনহাসরা’। ৩৯তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে বল জালে পাঠাতে ভুল করেননি দেবিনহা। এই ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে পিয়া সুনদাঘের দল।
এ নিয়ে টানা চতুর্থবার এবং সর্বমোট আটবার মেয়েদের কোপা জিতল ব্রাজিল। এর আগেও টানা চারবার শিরোপা গেছে তাদের ঘরে। মেয়েদের কোপার আনুষ্ঠানিক নাম 'কোপা আমেরিকা ফেমিনিনা'। ১৯৯১ সালে এই আসরের যাত্রা শুরু। প্রথম চার আসরের শিরোপা গেছে ব্রাজিলের হাতে। শেষ চার আসরেও চ্যাম্পিয়ন তারা। ৯ আসরের মধ্যে কেবল একবার ২০০৬ সালে ব্রাজিলের মেয়েদের রানার্সআপ-আপের স্বাদ দিতে পেরেছিল আর্জেন্টিনা।
এবারের কোপার লড়াইয়ে ব্রাজিল ১ গোলও হজম করেনি। বিপরীতে দিয়েছে ২০ গোল। তবে ফাইনালে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে। কলম্বিয়ার ২১ শটের বিপরীতে ব্রাজিলের শট ১৫টি। তবে শেষ হাসি হেসেছে ক্যানারিনহাসরা।
ব্রাজিল শিরোপা জিতলেও আসরের গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ঘরে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ। আর সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো। ব্রাজিলের ফাইনাল জয়ের নায়ক দেবিনহা ও তার সতীর্থ আদ্রিয়ানা মাগা সমান ৫ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের দ্বিতীয় স্থানে।
কোপাজয়ী ব্রাজিলের মেয়েরা এবার ‘ফিনালিসিমা’ খেলবে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নের বিপক্ষে। অবশ্য এই ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। আজ রাতে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে