নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত কয়েক দিন ধরে এমন একটা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েও তুলে নিলেন তরফদার রুহুল আমিন। তাতে এবারের নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ইমরুল হাসান। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেল।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা চিঠিতে মনোনয়ন প্রত্যাহারের কয়েকটি কারণও তুলে ধরেন তরফদার। যদিও নিয়ম অনুযায়ী মনোনয়ন ফরম প্রত্যাহারের চিঠি নির্বাচন কমিশনের বরাবর লিখতে হয়। কিন্তু তরফদার রুহুল আমিন লেখেন বাফুফের সাধারণ সম্পাদকের বরাবর। তাতে আইনের ব্যত্যয় হবে কি না,সেটা এখনো স্পষ্ট নয়। যদিও চিঠিটি সময়ের মধ্যে নির্বাচন কমিশনের হাতেই পৌঁছায়। আর সেটি গ্রহণও করে কমিশন।
কাজী সালাহউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সভাপতি প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন তরফদার। এরপর নানা নাটকীয়তা শেষে জানান, সভাপতি নয় সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করবেন। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ ঘণ্টায় সেই পদ থেকেও নিজের নাম কেটে নিলেন তরফদার।
আজ দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। আর ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ।
এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।

গত কয়েক দিন ধরে এমন একটা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েও তুলে নিলেন তরফদার রুহুল আমিন। তাতে এবারের নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ইমরুল হাসান। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেল।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা চিঠিতে মনোনয়ন প্রত্যাহারের কয়েকটি কারণও তুলে ধরেন তরফদার। যদিও নিয়ম অনুযায়ী মনোনয়ন ফরম প্রত্যাহারের চিঠি নির্বাচন কমিশনের বরাবর লিখতে হয়। কিন্তু তরফদার রুহুল আমিন লেখেন বাফুফের সাধারণ সম্পাদকের বরাবর। তাতে আইনের ব্যত্যয় হবে কি না,সেটা এখনো স্পষ্ট নয়। যদিও চিঠিটি সময়ের মধ্যে নির্বাচন কমিশনের হাতেই পৌঁছায়। আর সেটি গ্রহণও করে কমিশন।
কাজী সালাহউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সভাপতি প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন তরফদার। এরপর নানা নাটকীয়তা শেষে জানান, সভাপতি নয় সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করবেন। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ ঘণ্টায় সেই পদ থেকেও নিজের নাম কেটে নিলেন তরফদার।
আজ দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। আর ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ।
এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
১৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে