
রিয়াল মাদ্রিদে এসে দুর্দান্ত পারফরম্যান্স করছেন জুড বেলিংহাম। প্রতি ম্যাচেই গোল করছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর পুরোনো এক রেকর্ডেও ভাগ বসালেন বেলিংহাম।
লা লিগার ম্যাচ দিয়ে রিয়ালের জার্সিতে অভিষেক হয়েছে বেলিংহামের। সান মিমিজে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১ গোল করেন তিনি। রিয়াল ম্যাচ জিতেছিল ২-০ গোলে। এরপর মেডিটারেনো স্টেডিয়ামে আলমেরিয়ার বিপক্ষে বেলিংহাম ছিলেন আরও দুর্দান্ত। জোড়া গোল করেছেন এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। আলমেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল। আর গতকাল বালাইদোস স্টেডিয়ামে সেলতা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। ৮১ মিনিটে একমাত্র গোল করেন বেলিংহাম। লা লিগায় প্রথম ৩ ম্যাচে ৪ গোল করেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।
বেলিংহামের আগে এমন দুর্দান্ত রেকর্ড গড়েছিলেন রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে আসেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড। ডেপোর্টিভো দি করুণার বিপক্ষে লা লিগায় অভিষেক ম্যাচে গোল করেন তিনি। ৩-২ গোলে সেই ম্যাচ জিতেছিল রিয়াল। এরপর এসপানিওলের বিপক্ষে রোনালদো করেন ১ গোল। আর হেরেজ সিডির বিপক্ষে জোড়া গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড। হেরেজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। লা লিগায় নিজের প্রথম ৩ ম্যাচে ৪ গোল করেন রোনালদো।
বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ২৭ ম্যাচে করেছেন ২৩ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। গতকাল আল ফতেহর বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতে সৌদি ক্লাবটির হয়ে প্রথম শিরোপা জিতলেন তিনি।

রিয়াল মাদ্রিদে এসে দুর্দান্ত পারফরম্যান্স করছেন জুড বেলিংহাম। প্রতি ম্যাচেই গোল করছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর পুরোনো এক রেকর্ডেও ভাগ বসালেন বেলিংহাম।
লা লিগার ম্যাচ দিয়ে রিয়ালের জার্সিতে অভিষেক হয়েছে বেলিংহামের। সান মিমিজে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১ গোল করেন তিনি। রিয়াল ম্যাচ জিতেছিল ২-০ গোলে। এরপর মেডিটারেনো স্টেডিয়ামে আলমেরিয়ার বিপক্ষে বেলিংহাম ছিলেন আরও দুর্দান্ত। জোড়া গোল করেছেন এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। আলমেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল। আর গতকাল বালাইদোস স্টেডিয়ামে সেলতা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। ৮১ মিনিটে একমাত্র গোল করেন বেলিংহাম। লা লিগায় প্রথম ৩ ম্যাচে ৪ গোল করেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।
বেলিংহামের আগে এমন দুর্দান্ত রেকর্ড গড়েছিলেন রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে আসেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড। ডেপোর্টিভো দি করুণার বিপক্ষে লা লিগায় অভিষেক ম্যাচে গোল করেন তিনি। ৩-২ গোলে সেই ম্যাচ জিতেছিল রিয়াল। এরপর এসপানিওলের বিপক্ষে রোনালদো করেন ১ গোল। আর হেরেজ সিডির বিপক্ষে জোড়া গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড। হেরেজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। লা লিগায় নিজের প্রথম ৩ ম্যাচে ৪ গোল করেন রোনালদো।
বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ২৭ ম্যাচে করেছেন ২৩ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। গতকাল আল ফতেহর বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতে সৌদি ক্লাবটির হয়ে প্রথম শিরোপা জিতলেন তিনি।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে