
কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে এখন হাতছোঁয়া দূরত্বে আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। এই ম্যাচ পরিচালনায় দেখা যাবে একাধিক ব্রাজিলিয়ানকে।
দক্ষিণ আমেরিকার ফুটবল পরিচালনাকারী সংস্থা (কনমেবল) গত রাতে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের ম্যাচ পরিচালকদের নাম ঘোষণা করেছে। রেফারি-ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিসহ (ভিএআর) সাত জন থাকছেন কোপা আমেরিকার শিরোপা নির্ধারণকারী ম্যাচে। যার মধ্যে পাঁচ জনই ব্রাজিলিয়ান এবং বাকি দুজন প্যারাগুয়ের। মূল রেফারির দায়িত্বে থাকছেন ব্রাজিলের রাফায়েল ক্লস। সহকারী দুই রেফারি ব্রুনো পিরেস এবং রদ্রিগো কোরেয়া—দুজনই ক্লসের স্বদেশী। চতুর্থ ও পঞ্চম পরিচালকের দায়িত্বে থাকছেন হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজো। তাঁরা দুজন প্যারাগুয়ের। ভিএআর ও সহকারী ভিএআরের দায়িত্বে থাকা দুই ব্রাজিলিয়ান হচ্ছেন রোদোলফো তোসকি এবং দানিলো মানিস।
ম্যাচ পরিচালক হিসেবে দক্ষিণ আমেরিকানদের মধ্যে দারুণ অভিজ্ঞতা রয়েছে ক্লসের। এটা নিয়ে কোপা আমেরিকায় ষষ্ঠ ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। ২০২৪ কোপা আমেরিকায় যা হতে যাচ্ছে দ্বিতীয়। গ্রুপ পর্বে ভেনেজুয়েলা-মেক্সিকো ম্যাচের রেফারি ছিলেন ক্লস। ব্রাজিলিয়ান এই রেফারি দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০—দক্ষিণ আমেরিকার বয়সভিত্তিক দুটি চ্যাম্পিয়নশিপ, কোপা লিবার্তোদোরেস, কোপা সুদামেরিকানা এসব টুর্নামেন্টে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
কলম্বিয়ার তিনটি ম্যাচে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেছেন ক্লস। এই তিন ম্যাচে কলম্বিয়া একটি করে ম্যাচ জিতেছে, হেরেছে ও ড্র করেছে। সব মিলিয়ে কলম্বিয়ার খেলোয়াড়দের ৯টি হলুদ কার্ড দেখিয়েছেন ব্রাজিলিয়ান এই রেফারি। যার মধ্যে আর্জেন্টিনার বিপক্ষেও কলম্বিয়ার একটি ম্যাচ রয়েছে।২০২১ কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী কলম্বিয়া-পেরু ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন এই ব্রাজিলিয়ান। সেই ম্যাচ কলম্বিয়া জিতেছিল ৩-২ গোলে। একই বছর বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া-প্যারাগুয়ে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে রেফারি ছিলেন ক্লস।
ক্লসের অধীনে কলম্বিয়া-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি। এই ম্যাচের পাশাপাশি আর্জেন্টিনার আরও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ব্রাজিলিয়ান এই রেফারি। আর্জেন্টিনার চার ম্যাচে ৮টি হলুদ কার্ড দেখেছে দলটি। তবে কোনো লাল কার্ড আর্জেন্টাইন ফুটবলারদের দেখাননি ক্লস। কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলিয়ান এই রেফারি।

কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে এখন হাতছোঁয়া দূরত্বে আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। এই ম্যাচ পরিচালনায় দেখা যাবে একাধিক ব্রাজিলিয়ানকে।
দক্ষিণ আমেরিকার ফুটবল পরিচালনাকারী সংস্থা (কনমেবল) গত রাতে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের ম্যাচ পরিচালকদের নাম ঘোষণা করেছে। রেফারি-ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিসহ (ভিএআর) সাত জন থাকছেন কোপা আমেরিকার শিরোপা নির্ধারণকারী ম্যাচে। যার মধ্যে পাঁচ জনই ব্রাজিলিয়ান এবং বাকি দুজন প্যারাগুয়ের। মূল রেফারির দায়িত্বে থাকছেন ব্রাজিলের রাফায়েল ক্লস। সহকারী দুই রেফারি ব্রুনো পিরেস এবং রদ্রিগো কোরেয়া—দুজনই ক্লসের স্বদেশী। চতুর্থ ও পঞ্চম পরিচালকের দায়িত্বে থাকছেন হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজো। তাঁরা দুজন প্যারাগুয়ের। ভিএআর ও সহকারী ভিএআরের দায়িত্বে থাকা দুই ব্রাজিলিয়ান হচ্ছেন রোদোলফো তোসকি এবং দানিলো মানিস।
ম্যাচ পরিচালক হিসেবে দক্ষিণ আমেরিকানদের মধ্যে দারুণ অভিজ্ঞতা রয়েছে ক্লসের। এটা নিয়ে কোপা আমেরিকায় ষষ্ঠ ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। ২০২৪ কোপা আমেরিকায় যা হতে যাচ্ছে দ্বিতীয়। গ্রুপ পর্বে ভেনেজুয়েলা-মেক্সিকো ম্যাচের রেফারি ছিলেন ক্লস। ব্রাজিলিয়ান এই রেফারি দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০—দক্ষিণ আমেরিকার বয়সভিত্তিক দুটি চ্যাম্পিয়নশিপ, কোপা লিবার্তোদোরেস, কোপা সুদামেরিকানা এসব টুর্নামেন্টে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
কলম্বিয়ার তিনটি ম্যাচে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেছেন ক্লস। এই তিন ম্যাচে কলম্বিয়া একটি করে ম্যাচ জিতেছে, হেরেছে ও ড্র করেছে। সব মিলিয়ে কলম্বিয়ার খেলোয়াড়দের ৯টি হলুদ কার্ড দেখিয়েছেন ব্রাজিলিয়ান এই রেফারি। যার মধ্যে আর্জেন্টিনার বিপক্ষেও কলম্বিয়ার একটি ম্যাচ রয়েছে।২০২১ কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী কলম্বিয়া-পেরু ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন এই ব্রাজিলিয়ান। সেই ম্যাচ কলম্বিয়া জিতেছিল ৩-২ গোলে। একই বছর বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া-প্যারাগুয়ে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে রেফারি ছিলেন ক্লস।
ক্লসের অধীনে কলম্বিয়া-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি। এই ম্যাচের পাশাপাশি আর্জেন্টিনার আরও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ব্রাজিলিয়ান এই রেফারি। আর্জেন্টিনার চার ম্যাচে ৮টি হলুদ কার্ড দেখেছে দলটি। তবে কোনো লাল কার্ড আর্জেন্টাইন ফুটবলারদের দেখাননি ক্লস। কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলিয়ান এই রেফারি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৩ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে