
ম্যাচের শুরু থেকে বাংলাদেশ-বাংলাদেশ প্রতিধ্বনি আর ভুভুজেলায় মুখরিত মালে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। গ্যালারিতে থাকা বাংলাদেশ সমর্থকদের হতাশ করেনি বাংলাদেশ দল। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফের শুভসূচনা করেছে জামাল ভূঁইয়ার দল।
দেশে থাকতেই সাফে বাংলাদেশকে ৪-৩-৩ ছকে খেলানোর কথা বলেছিলেন কোচ অস্কার ব্রুজোন। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ফরমেশন ঠিক রেখে চার ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও তিন ফরোয়ার্ডকে নিয়ে দল সাজান অস্কার। তপু বর্মণ, ইয়াসিন আরাফাত, তারিক কাজী রায়হান ও বিশ্বনাথ ঘোষ ছিলেন বাংলাদেশের রক্ষণে। মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে বিপলু আহমেদ ও মোহাম্মদ ইব্রাহিম। স্ট্রাইকার হিসেবে সুমন রেজার দুই পাশে রাকিব হোসেন ও জুয়েল রানা।
প্রথমার্ধে লঙ্কানদের চেয়ে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে বারবার খেই হারিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। ৬৪ শতাংশ বলের দখল থাকা সত্ত্বেও প্রতিপক্ষের কড়া রক্ষণে গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন সুমন রেজা-জুয়েল রানারা। বাঁ প্রান্ত ধরে কয়েকবার আক্রমণে ওঠেছেন রাকিব হোসেন, দিয়েছেন বলের জোগানও। তবে বাকি সতীর্থরা সুযোগটা কাজে লাগাতে পারেননি প্রথম ৪৫ মিনিটে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ইয়াসিন আরাফাতের লম্বা ক্রসে দারুণ এক হেড নিয়েছিলেন তপু। তবে লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার দৃঢ়তায় গোল বঞ্চিত হন ব্রুজোন শিষ্যরা।
প্রথমার্ধে গোল না পেলেও তবু মাঝমাঠে দারুণ আধিপত্য দেখিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুটা যেন একটু ছন্নছাড়া। জামাল ভুঁইয়া-জুয়েল রানারা যখন নিজেদের গুছিয়ে আক্রমণের ওঠার চেষ্টা করেছেন তখনই নিজেদের বিপদ ডেকে আনে শ্রীলঙ্কা।
৫৪ মিনিটে ডি-বক্সে ইব্রাহিমকে ঠেকাতে হ্যান্ডবল করেন লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাস। এর আগেও হলুদ কার্ড দেখা ডাকসন এই হ্যান্ডবলে পান দ্বিতীয় হলুদ কার্ড। এতে তিনি পান লাল কার্ড আর বাংলাদেশ পায় পেনাল্টি।
স্পট কিকে কোনো ভুল করলেন না তপু। লক্ষ্যভেদ করে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন এই বাংলাদেশ ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে এটি তপুর পঞ্চম গোল। ১-০ গোলে পিছিয়ে পড়া শ্রীলঙ্কা ১০ জনের দল নিয়েই গোল শোধে মরিয়া হয়ে ওঠে। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও ভালো ফিনিসিংয়ের অভাবে সফল হতে পারেনি লঙ্কানরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশ-বাংলাদেশ প্রতিধ্বনি আর ভুভুজেলায় মুখরিত মালে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। গ্যালারিতে থাকা বাংলাদেশ সমর্থকদের হতাশ করেনি বাংলাদেশ দল। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফের শুভসূচনা করেছে জামাল ভূঁইয়ার দল।
দেশে থাকতেই সাফে বাংলাদেশকে ৪-৩-৩ ছকে খেলানোর কথা বলেছিলেন কোচ অস্কার ব্রুজোন। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ফরমেশন ঠিক রেখে চার ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও তিন ফরোয়ার্ডকে নিয়ে দল সাজান অস্কার। তপু বর্মণ, ইয়াসিন আরাফাত, তারিক কাজী রায়হান ও বিশ্বনাথ ঘোষ ছিলেন বাংলাদেশের রক্ষণে। মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে বিপলু আহমেদ ও মোহাম্মদ ইব্রাহিম। স্ট্রাইকার হিসেবে সুমন রেজার দুই পাশে রাকিব হোসেন ও জুয়েল রানা।
প্রথমার্ধে লঙ্কানদের চেয়ে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে বারবার খেই হারিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। ৬৪ শতাংশ বলের দখল থাকা সত্ত্বেও প্রতিপক্ষের কড়া রক্ষণে গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন সুমন রেজা-জুয়েল রানারা। বাঁ প্রান্ত ধরে কয়েকবার আক্রমণে ওঠেছেন রাকিব হোসেন, দিয়েছেন বলের জোগানও। তবে বাকি সতীর্থরা সুযোগটা কাজে লাগাতে পারেননি প্রথম ৪৫ মিনিটে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ইয়াসিন আরাফাতের লম্বা ক্রসে দারুণ এক হেড নিয়েছিলেন তপু। তবে লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার দৃঢ়তায় গোল বঞ্চিত হন ব্রুজোন শিষ্যরা।
প্রথমার্ধে গোল না পেলেও তবু মাঝমাঠে দারুণ আধিপত্য দেখিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুটা যেন একটু ছন্নছাড়া। জামাল ভুঁইয়া-জুয়েল রানারা যখন নিজেদের গুছিয়ে আক্রমণের ওঠার চেষ্টা করেছেন তখনই নিজেদের বিপদ ডেকে আনে শ্রীলঙ্কা।
৫৪ মিনিটে ডি-বক্সে ইব্রাহিমকে ঠেকাতে হ্যান্ডবল করেন লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাস। এর আগেও হলুদ কার্ড দেখা ডাকসন এই হ্যান্ডবলে পান দ্বিতীয় হলুদ কার্ড। এতে তিনি পান লাল কার্ড আর বাংলাদেশ পায় পেনাল্টি।
স্পট কিকে কোনো ভুল করলেন না তপু। লক্ষ্যভেদ করে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন এই বাংলাদেশ ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে এটি তপুর পঞ্চম গোল। ১-০ গোলে পিছিয়ে পড়া শ্রীলঙ্কা ১০ জনের দল নিয়েই গোল শোধে মরিয়া হয়ে ওঠে। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও ভালো ফিনিসিংয়ের অভাবে সফল হতে পারেনি লঙ্কানরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১৩ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১৫ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪৪ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে