Ajker Patrika

মেসি-নেইমার দুজনই কোপার সেরা, কনমেবলের ঘোষণা

আপডেট : ১১ জুলাই ২০২১, ০০: ৪৫
মেসি-নেইমার দুজনই কোপার সেরা, কনমেবলের ঘোষণা

শিরোপা ভাগাভাগি করার সুযোগ নেই। তবে কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারটি ঠিকই ভাগাভাগি করে নিলেন মেসি-নেইমার। কনমেবল এই দুজনকে যৌথভাবে সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে কনমেবল বলেছে, একজন সেরা বেছে নেওয়া যাচ্ছে না, তাই দুজনকেই যৌথভাবে সেরা ঘোষণা করা হলো। 

সেরা খেলোয়াড় নির্বাচনের দায়িত্বে থাকা বিশ্লেষকেরা বলছেন, যখন দুজন খেলোয়াড়ই পুরস্কারের দাবিদার হন, তখন একজনের হাতে পুরস্কার তুলে দেওয়ার সুযোগ নেই। মেসি-নেইমার দুজনই দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিবৃতিতে বলা হয়, কনমেবল  ট্যাকনিকাল ও ট্যাকটিকাল দিক বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। 

কোপার ফাইনালে ওঠার পথে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই অপরাজিত থেকে ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে ও একটি ড্র করেছে। আর্জেন্টিনার হয়ে মেসি চার গোলের পাশাপাশি পাঁচটিতে সহায়তা করেছেন। আর্জেন্টিনার করা ১১ গোলের নয়টিতেই কোনো না কোনোভাবে অবদান ছিল তাঁর। অন্যদিকে নেইমার গোল করেছেন দুটি, সহায়তা করেছেন তিনটিতে।

ফাইনালের আগ মুহূর্তে এই প্রাপ্তি দুজনকেই নিশ্চয়ই আরও ভালো কিছু করতে তাতিয়ে দেবে। দিন শেষে শিরোপা জিততে না পারলে ব্যক্তিগত সেরার পুরস্কার যে নিছকই সান্ত্বনা হয়ে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত