
লিওনেল মেসির জাদুতেই গত বছর লিগস কাপ জেতে ইন্টার মায়ামি। মায়ামির ইতিহাসে এটা প্রথম কোনো মেজর শিরোপা। তবে শিরোপা রক্ষার অভিযানটা মেসিকে এবার দেখতে হয়েছে গ্যালারিতে বসে।
চোটে পড়ায় মেসি ছিটকে গেছেন অনির্দিষ্টকালের জন্য। ইন্টার মায়ামির জার্সিতে খেলতে না পারলেও সতীর্থদের খেলা দেখতে ঠিকই মাঠে চলে এসেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। চেজ স্টেডিয়ামের গ্যালারিতে জীবনসঙ্গিনী আন্তোনেলা রোকুজ্জোসহ মেসি ক্যামেরাবন্দী হয়েছেন। দলের জয় নিয়ে হাসিমুখে মাঠ ছাড়তে পেরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বাংলাদেশ সময় আজ সকালে লিগস কাপে গ্রুপ পর্বের ম্যাচে পিউবলাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকান ক্লাব পিউবেলার ওপর দাপট দেখিয়ে খেলেছে ইন্টার মায়ামি। ৫৯ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি নেয় ৯ শট। পিউবেলা বল দখলে রাখে ৪১ শতাংশ। মাত্র ২টি শট প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিতে পারে মেক্সিকান ক্লাব। বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি পিউবলা।
ম্যাচ শুরুর পর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৯ মিনিটে রবার্ট টেলরের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মাতিয়াস রোহা। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও অবশ্য লক্ষ্যভেদ করতে পারেনি মায়ামি। কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় হয়নি মায়ামির গোল।
১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করা মায়ামির দ্বিতীয় গোল পেতে একটু দেরি হয়ে যায়। ৭২ মিনিটে এই গোল হয়েছে বার্সেলোনার দুই সাবেক ফুটবলারের যৌথ প্রযোজনায়। জর্দি আলবার অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত মায়ামির ২-০ গোলের জয় দেখে মাঠ থেকে বিদায় নিয়েছেন মেসি। লিগস কাপে মায়ামির পরবর্তী প্রতিপক্ষ টাইগার ইউএএনএল। বাংলাদেশ সময় ৪ আগস্ট সকাল ৬টায় শুরু হবে ইন্টার মায়ামি-টাইগার ইউএএনএল ম্যাচ।

লিওনেল মেসির জাদুতেই গত বছর লিগস কাপ জেতে ইন্টার মায়ামি। মায়ামির ইতিহাসে এটা প্রথম কোনো মেজর শিরোপা। তবে শিরোপা রক্ষার অভিযানটা মেসিকে এবার দেখতে হয়েছে গ্যালারিতে বসে।
চোটে পড়ায় মেসি ছিটকে গেছেন অনির্দিষ্টকালের জন্য। ইন্টার মায়ামির জার্সিতে খেলতে না পারলেও সতীর্থদের খেলা দেখতে ঠিকই মাঠে চলে এসেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। চেজ স্টেডিয়ামের গ্যালারিতে জীবনসঙ্গিনী আন্তোনেলা রোকুজ্জোসহ মেসি ক্যামেরাবন্দী হয়েছেন। দলের জয় নিয়ে হাসিমুখে মাঠ ছাড়তে পেরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বাংলাদেশ সময় আজ সকালে লিগস কাপে গ্রুপ পর্বের ম্যাচে পিউবলাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকান ক্লাব পিউবেলার ওপর দাপট দেখিয়ে খেলেছে ইন্টার মায়ামি। ৫৯ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি নেয় ৯ শট। পিউবেলা বল দখলে রাখে ৪১ শতাংশ। মাত্র ২টি শট প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিতে পারে মেক্সিকান ক্লাব। বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি পিউবলা।
ম্যাচ শুরুর পর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৯ মিনিটে রবার্ট টেলরের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মাতিয়াস রোহা। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও অবশ্য লক্ষ্যভেদ করতে পারেনি মায়ামি। কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় হয়নি মায়ামির গোল।
১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করা মায়ামির দ্বিতীয় গোল পেতে একটু দেরি হয়ে যায়। ৭২ মিনিটে এই গোল হয়েছে বার্সেলোনার দুই সাবেক ফুটবলারের যৌথ প্রযোজনায়। জর্দি আলবার অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত মায়ামির ২-০ গোলের জয় দেখে মাঠ থেকে বিদায় নিয়েছেন মেসি। লিগস কাপে মায়ামির পরবর্তী প্রতিপক্ষ টাইগার ইউএএনএল। বাংলাদেশ সময় ৪ আগস্ট সকাল ৬টায় শুরু হবে ইন্টার মায়ামি-টাইগার ইউএএনএল ম্যাচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৪১ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে