
২০২৬ বিশ্বকাপ নেইমার খেলবেন কি না তা নিয়ে এখনো নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এই ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি। তবে নতুন এক কোচের অধীনে আগামী বিশ্বকাপে খেলার আশার কথা শুনিয়েছেন নেইমার।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। দলের ব্যর্থতার দায়ে কোচের চাকরি ছাড়েন তিতে। তাতে কোচ শূন্য হয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ র্যামন মেনেজেসকে আছেন দলটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে। মেনেজেসের অধীনেও দলের পারফরম্যান্স তেমন একটা ভালো না। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছে। আর আনচেলত্তি জানিয়েছেন, ২০২৪ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চান।
নেইমার যেন পরিসংখ্যানেই বিশ্বাস করেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আনচেলত্তি খেলেছেন পাঁচবার, যার মধ্যে চারবার হয়েছেন চ্যাম্পিয়ন। এসি মিলান ও রিয়াল মাদ্রিদকে দুইবার করে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি। এছাড়া এসি মিলানের ২০০৩-০৪ মৌসুমের সিরি ‘আ’, চেলসির ২০০৯-১০ প্রিমিয়ার লিগ ও ২০২১-২২ এ রিয়াল মাদ্রিদের লা লিগা-এসব শিরোপা জয়েও রয়েছে আনচেলত্তির অবদান। শিরোপার শোকেসে ভরপুর এই ইতালিয়ানকেই ব্রাজিলের কোচ হিসেবে দেখতে চান নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যম টিভি ব্যান্ডকে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘আনচেলত্তি? প্রথমবারের মতো ব্রাজিলের বিদেশি কোচ নেওয়ার সুযোগ থাকছে। আনচেলত্তি এমনই একজন যিনি সব জিতেছেন। তার থেকে আমরা অবশ্যই অনেক কিছু শিখব।’
বয়স এখন ৩১ নেইমার। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে হতে ৩৬ বছর হয়ে যাবে তাঁর। ৩৫ পেরোনো বয়সে ফিটনেস ধরে রাখতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা তো রয়েছেই। কেননা চোটে পড়ে প্রায়ই ম্যাচ মিস করেন তিনি। তবু আগামী বিশ্বকাপে খেলতে আশাবাদী ব্রাজিলের এই ফরোয়ার্ড, ‘সৃষ্টিকর্তা চাইলে খেলব (২০২৬ বিশ্বকাপ)।’

২০২৬ বিশ্বকাপ নেইমার খেলবেন কি না তা নিয়ে এখনো নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এই ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি। তবে নতুন এক কোচের অধীনে আগামী বিশ্বকাপে খেলার আশার কথা শুনিয়েছেন নেইমার।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। দলের ব্যর্থতার দায়ে কোচের চাকরি ছাড়েন তিতে। তাতে কোচ শূন্য হয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ র্যামন মেনেজেসকে আছেন দলটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে। মেনেজেসের অধীনেও দলের পারফরম্যান্স তেমন একটা ভালো না। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছে। আর আনচেলত্তি জানিয়েছেন, ২০২৪ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চান।
নেইমার যেন পরিসংখ্যানেই বিশ্বাস করেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আনচেলত্তি খেলেছেন পাঁচবার, যার মধ্যে চারবার হয়েছেন চ্যাম্পিয়ন। এসি মিলান ও রিয়াল মাদ্রিদকে দুইবার করে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি। এছাড়া এসি মিলানের ২০০৩-০৪ মৌসুমের সিরি ‘আ’, চেলসির ২০০৯-১০ প্রিমিয়ার লিগ ও ২০২১-২২ এ রিয়াল মাদ্রিদের লা লিগা-এসব শিরোপা জয়েও রয়েছে আনচেলত্তির অবদান। শিরোপার শোকেসে ভরপুর এই ইতালিয়ানকেই ব্রাজিলের কোচ হিসেবে দেখতে চান নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যম টিভি ব্যান্ডকে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘আনচেলত্তি? প্রথমবারের মতো ব্রাজিলের বিদেশি কোচ নেওয়ার সুযোগ থাকছে। আনচেলত্তি এমনই একজন যিনি সব জিতেছেন। তার থেকে আমরা অবশ্যই অনেক কিছু শিখব।’
বয়স এখন ৩১ নেইমার। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে হতে ৩৬ বছর হয়ে যাবে তাঁর। ৩৫ পেরোনো বয়সে ফিটনেস ধরে রাখতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা তো রয়েছেই। কেননা চোটে পড়ে প্রায়ই ম্যাচ মিস করেন তিনি। তবু আগামী বিশ্বকাপে খেলতে আশাবাদী ব্রাজিলের এই ফরোয়ার্ড, ‘সৃষ্টিকর্তা চাইলে খেলব (২০২৬ বিশ্বকাপ)।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে