
বয়স ছাড়িয়ে গেছে পঁয়ত্রিশের গণ্ডি। শরীরটা আগের মতো সায় দিচ্ছে না। কমে গেছে গতি; বেড়েছে ইনজুরির প্রকোপ, যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) একাদশেও তাই নিয়মিত জায়গা হচ্ছে না। জাতীয় দল স্পেনেও তিনি এখন আর আগের মতো অপরিহার্য কেউ নন।
নিয়মিত ফুটবলের খোঁজ-খবর রাখাদের বুঝতে বেগ পাওয়ার কথা নয়, কার কথা বলা হচ্ছে। রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসের দুর্দশার কথাই বর্ণনা করা হচ্ছে। বয়সের ভারে তিনি অনেকটাই নুয়ে পড়েছেন। এই মৌসুমে কয়েকবার পড়েছেন চোটের কবলে; পিএসজির হয়ে খেলেছেন মোটে ৭ ম্যাচ।
অনেকের মতে, রামোসের ক্যারিয়ারটা এখন শেষের শুরু। কেউ কেউ তো তাঁকে অবসরে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। যদিও আপাতত তেমন ভাবনা নেই পিএসজির স্প্যানিশ ডিফেন্ডারের। মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে অছেন তিনি। খেলে যেতে চান আরো চার-পাঁচ বছর। ‘বুড়ো’ বয়সেও স্বপ্ন দেখছেন সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করার।
এনিয়ে সোমবার অ্যামাজন প্রাইমকে তিনি বলেছেন, ‘আমি আরো চার-পাঁচ বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চাই এবং তারপর অন্য অভিজ্ঞতা নেওয়া যাবে। পিএসজিতে আমার চুক্তি দুই বছরের। চেষ্টা করব তিন বা চার বছর থাকতে। দেখা যাক কী হয়। যতক্ষণ আমার শরীর সায় দেবে, আমি অমার মনকে স্থির রাখব।’
রামোস আরো বলেছেন, ‘আমি বিশ্বের সেরা দলে সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। কারণ দিন শেষে ফুটবল একটি সম্মিলিত খেলা। একটা দল হিসেবে (খেলে) জিততে হয়। বিশ্বসেরা হতে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগে খেলতে পছন্দ করি। এসব কিছুর জন্য সব সময় আপনাকে দলের জন্য কাজ করতে হবে।’

বয়স ছাড়িয়ে গেছে পঁয়ত্রিশের গণ্ডি। শরীরটা আগের মতো সায় দিচ্ছে না। কমে গেছে গতি; বেড়েছে ইনজুরির প্রকোপ, যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) একাদশেও তাই নিয়মিত জায়গা হচ্ছে না। জাতীয় দল স্পেনেও তিনি এখন আর আগের মতো অপরিহার্য কেউ নন।
নিয়মিত ফুটবলের খোঁজ-খবর রাখাদের বুঝতে বেগ পাওয়ার কথা নয়, কার কথা বলা হচ্ছে। রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসের দুর্দশার কথাই বর্ণনা করা হচ্ছে। বয়সের ভারে তিনি অনেকটাই নুয়ে পড়েছেন। এই মৌসুমে কয়েকবার পড়েছেন চোটের কবলে; পিএসজির হয়ে খেলেছেন মোটে ৭ ম্যাচ।
অনেকের মতে, রামোসের ক্যারিয়ারটা এখন শেষের শুরু। কেউ কেউ তো তাঁকে অবসরে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। যদিও আপাতত তেমন ভাবনা নেই পিএসজির স্প্যানিশ ডিফেন্ডারের। মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে অছেন তিনি। খেলে যেতে চান আরো চার-পাঁচ বছর। ‘বুড়ো’ বয়সেও স্বপ্ন দেখছেন সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করার।
এনিয়ে সোমবার অ্যামাজন প্রাইমকে তিনি বলেছেন, ‘আমি আরো চার-পাঁচ বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চাই এবং তারপর অন্য অভিজ্ঞতা নেওয়া যাবে। পিএসজিতে আমার চুক্তি দুই বছরের। চেষ্টা করব তিন বা চার বছর থাকতে। দেখা যাক কী হয়। যতক্ষণ আমার শরীর সায় দেবে, আমি অমার মনকে স্থির রাখব।’
রামোস আরো বলেছেন, ‘আমি বিশ্বের সেরা দলে সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। কারণ দিন শেষে ফুটবল একটি সম্মিলিত খেলা। একটা দল হিসেবে (খেলে) জিততে হয়। বিশ্বসেরা হতে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগে খেলতে পছন্দ করি। এসব কিছুর জন্য সব সময় আপনাকে দলের জন্য কাজ করতে হবে।’

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে