
মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। তবে এখনো তাঁর উত্তরসূরি ঠিক হয়নি। জার্মান কোচের স্থলাভিষিক্ত হিসেবে বেয়ার লেভারকুজেনকে প্রথম বুন্দেসলিগা জেতানো কোচ জাবি আলোনসোকে চেয়েছিল লিভারপুল। এমনকি ইন্টার মিলানকে এ মৌসুমের সিরি আ জেতানো সিমোনে ইনজাঘির দিকেও চোখ ছিল অলরেডদের। তবে আপাতত তাঁদের কেউ লিভারপুলে আসছেন না।
অবশ্য এমন একজন আছেন যিনি নিজ থেকে অলরেডদের দায়িত্ব নিতে চান। ডাচ ক্লাব ফেয়েনুর্ডের কোচ আরনে স্লটের আশা, এ মৌসুম শেষে অ্যানফিল্ডে ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার। লিভারপুলও সম্ভাব্য এ নিয়োগ নিয়ে গত পরশু ফেয়েনুর্ডের সঙ্গে সরাসরি কথা বলেছে।
২০২১ থেকে ফেয়েনুর্ডের দায়িত্বে স্লট। ৪৫ বছর বয়সী ডাচ কোচের অধীনে গত মৌসুমে লিগ শিরোপা ইরেদিভিসি জিতেছিল ক্লাবটি। এ মৌসুমেও আছে দুর্দান্ত ছন্দে। ৩৪ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসভি আইন্দোফেন। গত রাতে ফেইনুর্ড লিগে গো এহেড ঈগলসকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচ জয়ের আনন্দ নিয়ে স্লট ক্রীড়া মাধ্যম ইএসপিএন’কে বলেন, ‘আমার কাছে এটা পরিষ্কার যে আমি সেখানে (অ্যানফিল্ড) কাজ করতে চাই। শুধু এটা বলতে পারি যে, ক্লাবগুলো আলোচনায় রয়েছে। আমি ওয়েটিং রুমে আছি।’
লিভারপুলের সঙ্গে ফেয়েনুর্ড চুক্তিতে পৌঁছাবে বলে আত্মবিশ্বাসী স্লট। স্বদেশি লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক থেকেও সবুজ সংকেত পেয়েছেন তিনি। গত বুধবার রাতে এভারটনের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগ দৌড় থেকে ছিটকে পড়ার পর ডাচ ডিফেন্ডার জানান, স্লটের খেলার দর্শনের সঙ্গে তাদের ক্লাবের দর্শন মিলে যায়। এমনকি স্লটকে ‘এই মুহূর্তের সেরা কোচদের একজন’ বলেও অভিহিত করেন ফন ডাইক।
তিন বছরের চুক্তিতে ফেয়েনুর্ডের সঙ্গে চুক্তি করেন স্লট। তবে ডাচ কোচ রাজি হলে লিভারপুলকে তাঁর ফি নিয়ে আলোচনা করতে হবে। কারণ, এই মৌসুমে স্লট রিলিজ ক্লজ পাবেন না। আগামী বছর পর্যন্ত সেটি সক্রিয় করা যাবে না। ফেয়েনুর্ডের সঙ্গে তাঁর চুক্তি আছে আরও এক বছর।
ফেয়েনুর্ডকে ২০২২-২৩ মৌসুমে লিগ জেতানো ছাড়াও ডাচ জিতিয়েছেন স্লট। এর আগে তাঁর প্রিমিয়ার লিগে অন্য দুই ক্লাব টটেনহাম ও লিডস ইউনাইটেডে যাওয়ারও গুঞ্জন শোনা গিয়েছিল।

মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। তবে এখনো তাঁর উত্তরসূরি ঠিক হয়নি। জার্মান কোচের স্থলাভিষিক্ত হিসেবে বেয়ার লেভারকুজেনকে প্রথম বুন্দেসলিগা জেতানো কোচ জাবি আলোনসোকে চেয়েছিল লিভারপুল। এমনকি ইন্টার মিলানকে এ মৌসুমের সিরি আ জেতানো সিমোনে ইনজাঘির দিকেও চোখ ছিল অলরেডদের। তবে আপাতত তাঁদের কেউ লিভারপুলে আসছেন না।
অবশ্য এমন একজন আছেন যিনি নিজ থেকে অলরেডদের দায়িত্ব নিতে চান। ডাচ ক্লাব ফেয়েনুর্ডের কোচ আরনে স্লটের আশা, এ মৌসুম শেষে অ্যানফিল্ডে ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার। লিভারপুলও সম্ভাব্য এ নিয়োগ নিয়ে গত পরশু ফেয়েনুর্ডের সঙ্গে সরাসরি কথা বলেছে।
২০২১ থেকে ফেয়েনুর্ডের দায়িত্বে স্লট। ৪৫ বছর বয়সী ডাচ কোচের অধীনে গত মৌসুমে লিগ শিরোপা ইরেদিভিসি জিতেছিল ক্লাবটি। এ মৌসুমেও আছে দুর্দান্ত ছন্দে। ৩৪ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসভি আইন্দোফেন। গত রাতে ফেইনুর্ড লিগে গো এহেড ঈগলসকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচ জয়ের আনন্দ নিয়ে স্লট ক্রীড়া মাধ্যম ইএসপিএন’কে বলেন, ‘আমার কাছে এটা পরিষ্কার যে আমি সেখানে (অ্যানফিল্ড) কাজ করতে চাই। শুধু এটা বলতে পারি যে, ক্লাবগুলো আলোচনায় রয়েছে। আমি ওয়েটিং রুমে আছি।’
লিভারপুলের সঙ্গে ফেয়েনুর্ড চুক্তিতে পৌঁছাবে বলে আত্মবিশ্বাসী স্লট। স্বদেশি লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক থেকেও সবুজ সংকেত পেয়েছেন তিনি। গত বুধবার রাতে এভারটনের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগ দৌড় থেকে ছিটকে পড়ার পর ডাচ ডিফেন্ডার জানান, স্লটের খেলার দর্শনের সঙ্গে তাদের ক্লাবের দর্শন মিলে যায়। এমনকি স্লটকে ‘এই মুহূর্তের সেরা কোচদের একজন’ বলেও অভিহিত করেন ফন ডাইক।
তিন বছরের চুক্তিতে ফেয়েনুর্ডের সঙ্গে চুক্তি করেন স্লট। তবে ডাচ কোচ রাজি হলে লিভারপুলকে তাঁর ফি নিয়ে আলোচনা করতে হবে। কারণ, এই মৌসুমে স্লট রিলিজ ক্লজ পাবেন না। আগামী বছর পর্যন্ত সেটি সক্রিয় করা যাবে না। ফেয়েনুর্ডের সঙ্গে তাঁর চুক্তি আছে আরও এক বছর।
ফেয়েনুর্ডকে ২০২২-২৩ মৌসুমে লিগ জেতানো ছাড়াও ডাচ জিতিয়েছেন স্লট। এর আগে তাঁর প্রিমিয়ার লিগে অন্য দুই ক্লাব টটেনহাম ও লিডস ইউনাইটেডে যাওয়ারও গুঞ্জন শোনা গিয়েছিল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৩ ঘণ্টা আগে