
জার্মানির শুরুর আক্রমণে দুর্দান্ত জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নার্দো সিলভা।
পর্তুগালের প্রথম আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পর দ্বিতীয় আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির আক্রমণে খেই হারিয়ে পর্তুগাল নিজেরাই জালে বল জড়িয়েছে দুবার। তাই রোনালদোর গোল, এসিস্ট কোনোটাই ম্যাচে কাজে আসেনি।
স্কোর শিটে দিয়েগো জোতার নাম লেখা থাকবে। তবে এই গোলেও বড় অবদান আছে রোনালদোর। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলেই ‘ট্যাপইন’ করে জালে জড়িয়েছিল জোতা।
বন্ধু যখন শত্রু! মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও তারা ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলছেন একসঙ্গে। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। ম্যাচে রোনালদো নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। আর গোল না করেও দলের জয়ে শেষ হাসি টনি ক্রুসের।
হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল পর্তুগাল। অন্যদিকে জার্মানির শুরুটা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। কাল জার্মানির বিপক্ষে ম্যাচেও বাজির দর ভারী ছিল পর্তুগালের দিকেও। তবু দলের বড় হারে চিন্তায় পড়ে গেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ইউরোর প্রথম ম্যাচে জোড়া গোল করার পর জার্মানির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন। তবে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষের গানের শুরু হলেও ফিটনেস দেখে সেটি বোঝার উপায় নেই। জার্মানির বিপক্ষে ম্যাচ হারের পর এখন তার দৃষ্টিসীমায় পরের ম্যাচ। চোখ সামনের দিকে হলেও মাথায় হয়তো এই ম্যাচেরই ছক কষছেন।

জার্মানির শুরুর আক্রমণে দুর্দান্ত জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নার্দো সিলভা।
পর্তুগালের প্রথম আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পর দ্বিতীয় আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির আক্রমণে খেই হারিয়ে পর্তুগাল নিজেরাই জালে বল জড়িয়েছে দুবার। তাই রোনালদোর গোল, এসিস্ট কোনোটাই ম্যাচে কাজে আসেনি।
স্কোর শিটে দিয়েগো জোতার নাম লেখা থাকবে। তবে এই গোলেও বড় অবদান আছে রোনালদোর। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলেই ‘ট্যাপইন’ করে জালে জড়িয়েছিল জোতা।
বন্ধু যখন শত্রু! মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও তারা ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলছেন একসঙ্গে। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। ম্যাচে রোনালদো নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। আর গোল না করেও দলের জয়ে শেষ হাসি টনি ক্রুসের।
হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল পর্তুগাল। অন্যদিকে জার্মানির শুরুটা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। কাল জার্মানির বিপক্ষে ম্যাচেও বাজির দর ভারী ছিল পর্তুগালের দিকেও। তবু দলের বড় হারে চিন্তায় পড়ে গেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ইউরোর প্রথম ম্যাচে জোড়া গোল করার পর জার্মানির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন। তবে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষের গানের শুরু হলেও ফিটনেস দেখে সেটি বোঝার উপায় নেই। জার্মানির বিপক্ষে ম্যাচ হারের পর এখন তার দৃষ্টিসীমায় পরের ম্যাচ। চোখ সামনের দিকে হলেও মাথায় হয়তো এই ম্যাচেরই ছক কষছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে