
জার্মানির শুরুর আক্রমণে দুর্দান্ত জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নার্দো সিলভা।
পর্তুগালের প্রথম আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পর দ্বিতীয় আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির আক্রমণে খেই হারিয়ে পর্তুগাল নিজেরাই জালে বল জড়িয়েছে দুবার। তাই রোনালদোর গোল, এসিস্ট কোনোটাই ম্যাচে কাজে আসেনি।
স্কোর শিটে দিয়েগো জোতার নাম লেখা থাকবে। তবে এই গোলেও বড় অবদান আছে রোনালদোর। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলেই ‘ট্যাপইন’ করে জালে জড়িয়েছিল জোতা।
বন্ধু যখন শত্রু! মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও তারা ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলছেন একসঙ্গে। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। ম্যাচে রোনালদো নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। আর গোল না করেও দলের জয়ে শেষ হাসি টনি ক্রুসের।
হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল পর্তুগাল। অন্যদিকে জার্মানির শুরুটা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। কাল জার্মানির বিপক্ষে ম্যাচেও বাজির দর ভারী ছিল পর্তুগালের দিকেও। তবু দলের বড় হারে চিন্তায় পড়ে গেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ইউরোর প্রথম ম্যাচে জোড়া গোল করার পর জার্মানির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন। তবে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষের গানের শুরু হলেও ফিটনেস দেখে সেটি বোঝার উপায় নেই। জার্মানির বিপক্ষে ম্যাচ হারের পর এখন তার দৃষ্টিসীমায় পরের ম্যাচ। চোখ সামনের দিকে হলেও মাথায় হয়তো এই ম্যাচেরই ছক কষছেন।

জার্মানির শুরুর আক্রমণে দুর্দান্ত জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নার্দো সিলভা।
পর্তুগালের প্রথম আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পর দ্বিতীয় আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির আক্রমণে খেই হারিয়ে পর্তুগাল নিজেরাই জালে বল জড়িয়েছে দুবার। তাই রোনালদোর গোল, এসিস্ট কোনোটাই ম্যাচে কাজে আসেনি।
স্কোর শিটে দিয়েগো জোতার নাম লেখা থাকবে। তবে এই গোলেও বড় অবদান আছে রোনালদোর। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলেই ‘ট্যাপইন’ করে জালে জড়িয়েছিল জোতা।
বন্ধু যখন শত্রু! মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও তারা ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলছেন একসঙ্গে। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। ম্যাচে রোনালদো নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। আর গোল না করেও দলের জয়ে শেষ হাসি টনি ক্রুসের।
হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল পর্তুগাল। অন্যদিকে জার্মানির শুরুটা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। কাল জার্মানির বিপক্ষে ম্যাচেও বাজির দর ভারী ছিল পর্তুগালের দিকেও। তবু দলের বড় হারে চিন্তায় পড়ে গেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ইউরোর প্রথম ম্যাচে জোড়া গোল করার পর জার্মানির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন। তবে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষের গানের শুরু হলেও ফিটনেস দেখে সেটি বোঝার উপায় নেই। জার্মানির বিপক্ষে ম্যাচ হারের পর এখন তার দৃষ্টিসীমায় পরের ম্যাচ। চোখ সামনের দিকে হলেও মাথায় হয়তো এই ম্যাচেরই ছক কষছেন।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৫ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে