Ajker Patrika

ছবিতে দেখে নিন রোনালদোরা যেভাবে বিধ্বস্ত

আপডেট : ২২ জুন ২০২১, ১৬: ০৩
ছবিতে দেখে নিন রোনালদোরা যেভাবে বিধ্বস্ত

জার্মানির শুরুর আক্রমণে দুর্দান্ত জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নার্দো সিলভা।

সতীর্থের পায়ে লেগে নিজেদের জালে বল, রোনালদোও খানিকটা থমকে গেলেনপর্তুগালের প্রথম আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পর দ্বিতীয় আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির আক্রমণে খেই হারিয়ে পর্তুগাল নিজেরাই জালে বল জড়িয়েছে দুবার। তাই রোনালদোর গোল, এসিস্ট কোনোটাই ম্যাচে কাজে আসেনি।

৪-১ গোলে ছিটকে পড়ার পর জোতার এই গোল শুধু ব্যবধান কমিয়েছেস্কোর শিটে দিয়েগো জোতার নাম লেখা থাকবে। তবে এই গোলেও বড় অবদান আছে রোনালদোর। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলেই ‘ট্যাপইন’ করে জালে জড়িয়েছিল জোতা।

ম্যাচ শেষে বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদোকে সান্ত্বনা দিচ্ছেন টনি ক্রুসবন্ধু যখন শত্রু! মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও তারা ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলছেন একসঙ্গে। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। ম্যাচে রোনালদো নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। আর গোল না করেও দলের জয়ে শেষ হাসি টনি ক্রুসের।

জার্মানির বিপক্ষে এমন হারের কারণ খুঁজতে চিন্তায় মাথায় হাত ফার্নান্দো সান্তোসেরহাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল পর্তুগাল। অন্যদিকে জার্মানির শুরুটা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। কাল জার্মানির বিপক্ষে ম্যাচেও বাজির দর ভারী ছিল পর্তুগালের দিকেও। তবু দলের বড় হারে চিন্তায় পড়ে গেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।

ম্যাচ হারের পর ক্রিস্টিয়ানো রোনালদোর কপালেও চিন্তার ভাঁজইউরোর প্রথম ম্যাচে জোড়া গোল করার পর জার্মানির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন। তবে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষের গানের শুরু হলেও ফিটনেস দেখে সেটি বোঝার উপায় নেই। জার্মানির বিপক্ষে ম্যাচ হারের পর এখন তার দৃষ্টিসীমায় পরের ম্যাচ। চোখ সামনের দিকে হলেও মাথায় হয়তো এই ম্যাচেরই ছক কষছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত