ক্রীড়া ডেস্ক

বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে ২০২২ সালে এসেছেন আর্লিং হালান্ড। সিটির জার্সিতে শুরু থেকেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘গোলমেশিন’ হালান্ড এবার সিটির সঙ্গে করলেন প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তি।
ম্যান সিটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২০৩৪ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিটা বাড়িয়ে নিলেন হালান্ড। ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদে যাওয়ার যে একটা গুঞ্জন চলছিল, সব থেমে গেল সিটির সঙ্গে নতুন চুক্তিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানতে পেরেছে, সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা। নতুন চুক্তির পর তারকা এই ফরোয়ার্ড বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সত্যিই আমি খুব খুশি। এই ক্লাবের সঙ্গে আরও অনেক সময় কাটাতে চাই।’
ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গেও হালান্ডের রসায়নটা বেশ জমে উঠেছে গত ৩ বছরে। অফফর্মের সময়ও হালান্ডের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়ান গার্দিওলা। এমনকি সিটির কোনো শিরোপা উদযাপনের সময় সতীর্থদের সঙ্গেও বেশ মজা করেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘ম্যানচেস্টার সিটি বিশেষ এক ক্লাব। পেপ ও তাঁর কোচিং স্টাফ, সতীর্থ ও ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত দুই বছরে ক্লাবে তাঁরা আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁদের কারণেই এই জায়গাটা আমার কাছে বিশেষ।’
ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন হালান্ড। করেছেন ১১১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৫ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ—২০২২-২৩ মৌসুমে সিটিতে তাঁর প্রথম মৌসুমেই জেতেন ট্রেবল। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগও জেতেন সিটির এই গোলমেশিন।

বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে ২০২২ সালে এসেছেন আর্লিং হালান্ড। সিটির জার্সিতে শুরু থেকেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘গোলমেশিন’ হালান্ড এবার সিটির সঙ্গে করলেন প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তি।
ম্যান সিটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২০৩৪ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিটা বাড়িয়ে নিলেন হালান্ড। ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদে যাওয়ার যে একটা গুঞ্জন চলছিল, সব থেমে গেল সিটির সঙ্গে নতুন চুক্তিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানতে পেরেছে, সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা। নতুন চুক্তির পর তারকা এই ফরোয়ার্ড বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সত্যিই আমি খুব খুশি। এই ক্লাবের সঙ্গে আরও অনেক সময় কাটাতে চাই।’
ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গেও হালান্ডের রসায়নটা বেশ জমে উঠেছে গত ৩ বছরে। অফফর্মের সময়ও হালান্ডের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়ান গার্দিওলা। এমনকি সিটির কোনো শিরোপা উদযাপনের সময় সতীর্থদের সঙ্গেও বেশ মজা করেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘ম্যানচেস্টার সিটি বিশেষ এক ক্লাব। পেপ ও তাঁর কোচিং স্টাফ, সতীর্থ ও ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত দুই বছরে ক্লাবে তাঁরা আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁদের কারণেই এই জায়গাটা আমার কাছে বিশেষ।’
ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন হালান্ড। করেছেন ১১১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৫ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ—২০২২-২৩ মৌসুমে সিটিতে তাঁর প্রথম মৌসুমেই জেতেন ট্রেবল। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগও জেতেন সিটির এই গোলমেশিন।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৭ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে