ক্রীড়া ডেস্ক

লামিনে ইয়ামালকে রেখে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের দল দিয়েছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্ত। যদিও দল ঘোষণার কয়েক ঘণ্টা পর তাদের দুঃসংবাদ দিল বার্সেলোনা।
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর ফের কুঁচকির চোটে পড়েছেন ইয়ামাল। এজন্য দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিবৃতিতে এমনটাই জানিয়েছে লা লিগার শীর্ষ ক্লাবটি। অর্থাৎ দলে রাখলেও ইয়ামালকে ছাড়াই জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে খেলতে হবে স্পেনকে।
গত মাসে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে স্পেন। কুঁচকির চোট থাকার পরও সে ম্যাচ দুটির জন্য ইয়ামালকে দলে রেখেছিলেন ফুয়েন্তে। দুটি ম্যাচেই খেলিয়েছেন লম্বা সময় ধরে। তাতে চোট সমস্যা বেড়ে যায় ১৮ বছর বয়সী ফুটবলারের। এজন্য বার্সার হয়ে চারটি ম্যাচে মাঠে নামতে পারেননি।
বিষয়টি নিয়ে বার্সা কোচ ফ্লিকের দাবি ছিল, চোটাক্রান্ত ইয়ামালের যত্ন করেনি স্পেন। উল্টো মাঠে নামিয়ে ভুল করেছে তারা। যেটা ইয়ামালের মাঠে ফেরার অপেক্ষা বাড়িয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দেন ফুয়েন্তে। এক মাসের ব্যবধানে ফের ইয়ামালকে দলে ডাকলেও কোনো লাভ হলো না এই কোচের।
আগের স্কোয়াডের অধিনায়ক আলভারো মোরাতাকে বাদ দিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন ফুয়েন্তে। চোট না থাকার পরও মোরাতা দলে না থাকায় কিছুটা সমালোচনার মুখেও পড়েছেন স্পেনের ক্লাসের প্রধান শিক্ষক। চোটের কারণে দলে রাখা হয়নি গাভি, ফেরমিন লোপেজ, দানি কারভাহাল ও নিকো উইলিয়ামসকে।
আগামী ১২ অক্টোবর জর্জিয়ার বিপক্ষে খেলবে স্পেন। ১৫ অক্টোবর তাদের প্রতিপক্ষ বুলগেরিয়া। দুটি ম্যাচই নিজেদের মাঠে খেলবে একবারের চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। দুই ম্যাচে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ৩ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে জর্জিয়া ও তুর্কি। এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বুলগেরিয়া। টেবিলের তলানীতে অবস্থান তাদের।
জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য স্পেনের স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: পেদ্রো পোরো, মার্কোস লোরেন্তে, দিন হাউসেন, লে নর্মান্দ, কুবারসি, ভিভিয়ান, কুকুরেয়া, গ্রিমান্দো।
মিডফিল্ডার: জুবিমেন্দি, রদ্রিগো, পেদ্রি, মিকেল মেরিনো, অ্যালেক্স গার্সিয়া, বেনা, দানি ওলমো, ব্যারিওস।
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, ওয়ারজাবাল, ফেররান তরেস, দি ফ্রুটোস, সামু, ইয়েরেমি পিনো, জেসুস রদ্রিগেজ।

লামিনে ইয়ামালকে রেখে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের দল দিয়েছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্ত। যদিও দল ঘোষণার কয়েক ঘণ্টা পর তাদের দুঃসংবাদ দিল বার্সেলোনা।
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর ফের কুঁচকির চোটে পড়েছেন ইয়ামাল। এজন্য দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিবৃতিতে এমনটাই জানিয়েছে লা লিগার শীর্ষ ক্লাবটি। অর্থাৎ দলে রাখলেও ইয়ামালকে ছাড়াই জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে খেলতে হবে স্পেনকে।
গত মাসে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে স্পেন। কুঁচকির চোট থাকার পরও সে ম্যাচ দুটির জন্য ইয়ামালকে দলে রেখেছিলেন ফুয়েন্তে। দুটি ম্যাচেই খেলিয়েছেন লম্বা সময় ধরে। তাতে চোট সমস্যা বেড়ে যায় ১৮ বছর বয়সী ফুটবলারের। এজন্য বার্সার হয়ে চারটি ম্যাচে মাঠে নামতে পারেননি।
বিষয়টি নিয়ে বার্সা কোচ ফ্লিকের দাবি ছিল, চোটাক্রান্ত ইয়ামালের যত্ন করেনি স্পেন। উল্টো মাঠে নামিয়ে ভুল করেছে তারা। যেটা ইয়ামালের মাঠে ফেরার অপেক্ষা বাড়িয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দেন ফুয়েন্তে। এক মাসের ব্যবধানে ফের ইয়ামালকে দলে ডাকলেও কোনো লাভ হলো না এই কোচের।
আগের স্কোয়াডের অধিনায়ক আলভারো মোরাতাকে বাদ দিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন ফুয়েন্তে। চোট না থাকার পরও মোরাতা দলে না থাকায় কিছুটা সমালোচনার মুখেও পড়েছেন স্পেনের ক্লাসের প্রধান শিক্ষক। চোটের কারণে দলে রাখা হয়নি গাভি, ফেরমিন লোপেজ, দানি কারভাহাল ও নিকো উইলিয়ামসকে।
আগামী ১২ অক্টোবর জর্জিয়ার বিপক্ষে খেলবে স্পেন। ১৫ অক্টোবর তাদের প্রতিপক্ষ বুলগেরিয়া। দুটি ম্যাচই নিজেদের মাঠে খেলবে একবারের চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। দুই ম্যাচে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ৩ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে জর্জিয়া ও তুর্কি। এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বুলগেরিয়া। টেবিলের তলানীতে অবস্থান তাদের।
জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য স্পেনের স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: পেদ্রো পোরো, মার্কোস লোরেন্তে, দিন হাউসেন, লে নর্মান্দ, কুবারসি, ভিভিয়ান, কুকুরেয়া, গ্রিমান্দো।
মিডফিল্ডার: জুবিমেন্দি, রদ্রিগো, পেদ্রি, মিকেল মেরিনো, অ্যালেক্স গার্সিয়া, বেনা, দানি ওলমো, ব্যারিওস।
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, ওয়ারজাবাল, ফেররান তরেস, দি ফ্রুটোস, সামু, ইয়েরেমি পিনো, জেসুস রদ্রিগেজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
১ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা বয়কটের কারণে ২০২৬ বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্বের ম্যাচই নয়, পরিবর্তন করতে হয়েছে প্লে-অফের সূচিও। তবে ফাইনাল হবে নির্ধারিত দিনেই।
২ ঘণ্টা আগে
দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
৩ ঘণ্টা আগে