Ajker Patrika

কিউবাকে কবে দলে চান, জানালেন বাংলাদেশ কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ মে ২০২৫, ১৮: ৫৯
বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় কিউবা মিচেল। ছবি: সংগৃহীত
বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামে আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী পরশু থেকে শুরু হবে তাদের অনুশীলন ক্যাম্প। তার আগে আজ এ ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

বাফুফে ভবনে কাবরেরার দল ঘোষণার সংবাদ সম্মেলনে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের প্রসঙ্গও আসে। বাংলাদেশের হয়ে খেলতে এরই মধ্যে লন্ডনের বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদন সম্পন্ন করেছেন এই মিডফিল্ডার। বায়োমেট্রিক সম্পন্ন করেছেন বার্মিংহামে। সবকিছু ঠিক থাকলে হামজা-শমিতদের পর কিউবাকেও বাংলাদেশ দলের জার্সিতে দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ দলের কোচ কাবরেরা উপলব্ধি, তরুণ ফুটবলারদের নিয়ে একটু সময় নিয়ে এগোতে চান তাঁরা। হামজার পর বেশ দ্রুতই শমিত শোমের প্রক্রিয়া শেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার সবুজ সংকেত পাওয়ার পর আজ প্রথমবারের মতো বাংলাদেশ দলেও সুযোগ পেয়েছেন কানাডা প্রবাসী এই ফুটবলার।

ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের ফুটবলার কিউবাকেও দলে রাখার কোনো সম্ভাবনা ছিল কি না? কাবরেরা অবশ্য এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি, ‘এটা নিয়ে হয়তো আগামীকাল জাতীয় দল কমিটির সঙ্গে আলোচনা করলে তার কাগজপত্র এবং প্রক্রিয়া সম্পর্কে আরও ভালোভাবে বোঝা যাবে।’

কিউবাকে দলে চেয়েছেন কি না, এমন প্রশ্নে কাবরেরার বিচক্ষণ জবাব, ‘সে অবশ্যই প্রতিভাবান একজন খেলোয়াড়। তবে সব তরুণ ও সম্ভাবনাময় খেলোয়াড়দের ক্ষেত্রেই আমাদের ধৈর্য ধরতে হয় এবং ধীরে ধীরে এগোতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত