
প্রিমিয়ার লিগ শুরু হতে আর ৩ দিন বাকি। কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই উলভসের দায়িত্ব ছাড়লেন হুলেন লোপেতেগি। দলবদলে খেলোয়াড় কেনার নীতিতে মতের অমিল হওয়ায় ইংলিশ ক্লাবের দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
লোপেতেগির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে উলভস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, উলভস ও হুলেন লোপেতেগি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে। এতে স্প্যানিশ কোচ ৯ মাসের পথচলা থামিয়ে ক্লাবের প্রধান কোচের পদ ছেড়েছেন। প্রধান কোচ ও ক্লাব কিছু ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তাই সমঝোতার ভিত্তিতে চুক্তির ইতি টানাকে সেরা সমাধান মনে করেছে দুই পক্ষ।
গত মৌসুমে যখন উলভস পয়েন্ট তালিকার তলানিতে ঠিক সে সময় দায়িত্ব নেন লোপেতেগি। দায়িত্ব নিয়ে দলকে ১৩ তম করেন ৫৬ বছর বয়সী কোচ। দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এবার ভাবা হচ্ছিল উলভসের হয়ে স্প্যানিশ কোচের পথচলাটা এবার দীর্ঘ হতে পারে। কিন্তু মৌসুম শুরুর আগে সচরাচর তাঁর সঙ্গে যা হয় তাই ঘটল। লিগ শুরুর তিন দিন আগেই কোচের পদ ছাড়লেন তিনি।
কোচ হিসেবে কোনো জায়গায় স্থায়ী না হওয়ার অভ্যাসটা অবশ্য লোপেতেগির পুরোনো। এবারই প্রথম নয়। পেশাদার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সেভিয়ার হয়ে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪ বছর ছিলেন স্বদেশি ক্লাবে। উলভসের মতো নিজে অবশ্য ছাড়েননি তাঁকে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই ইংলিশ ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি।
সেভিয়ার দায়িত্ব নেওয়ার আগে মাত্র তিন মাস রিয়াল মাদ্রিদে টিকতে পেরেছিলেন লোপেতেগি। আগস্টে তাঁকে দায়িত্ব দিয়ে অক্টোবরে ছাঁটাই করে লস ব্ল্যাঙ্কোসরা। অথচ, রিয়ালের কোচ হওয়ার জন্যই ২০১৮ বিশ্বকাপ শুরুর আগের দিন স্পেন জাতীয় দল থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস যে ক্লাবের প্রধান কোচের জন্য বরখাস্ত হয়েছিলেন সেখানেই সবচেয়ে কম সময় টিকতে পেরেছিলেন তিনি। এর বাইরে কোচ হিসেবে পোর্তো ও রায়ো ভায়েকানোর ডাগআউটেও ছিলেন তিনি।

প্রিমিয়ার লিগ শুরু হতে আর ৩ দিন বাকি। কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই উলভসের দায়িত্ব ছাড়লেন হুলেন লোপেতেগি। দলবদলে খেলোয়াড় কেনার নীতিতে মতের অমিল হওয়ায় ইংলিশ ক্লাবের দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
লোপেতেগির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে উলভস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, উলভস ও হুলেন লোপেতেগি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে। এতে স্প্যানিশ কোচ ৯ মাসের পথচলা থামিয়ে ক্লাবের প্রধান কোচের পদ ছেড়েছেন। প্রধান কোচ ও ক্লাব কিছু ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তাই সমঝোতার ভিত্তিতে চুক্তির ইতি টানাকে সেরা সমাধান মনে করেছে দুই পক্ষ।
গত মৌসুমে যখন উলভস পয়েন্ট তালিকার তলানিতে ঠিক সে সময় দায়িত্ব নেন লোপেতেগি। দায়িত্ব নিয়ে দলকে ১৩ তম করেন ৫৬ বছর বয়সী কোচ। দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এবার ভাবা হচ্ছিল উলভসের হয়ে স্প্যানিশ কোচের পথচলাটা এবার দীর্ঘ হতে পারে। কিন্তু মৌসুম শুরুর আগে সচরাচর তাঁর সঙ্গে যা হয় তাই ঘটল। লিগ শুরুর তিন দিন আগেই কোচের পদ ছাড়লেন তিনি।
কোচ হিসেবে কোনো জায়গায় স্থায়ী না হওয়ার অভ্যাসটা অবশ্য লোপেতেগির পুরোনো। এবারই প্রথম নয়। পেশাদার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সেভিয়ার হয়ে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪ বছর ছিলেন স্বদেশি ক্লাবে। উলভসের মতো নিজে অবশ্য ছাড়েননি তাঁকে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই ইংলিশ ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি।
সেভিয়ার দায়িত্ব নেওয়ার আগে মাত্র তিন মাস রিয়াল মাদ্রিদে টিকতে পেরেছিলেন লোপেতেগি। আগস্টে তাঁকে দায়িত্ব দিয়ে অক্টোবরে ছাঁটাই করে লস ব্ল্যাঙ্কোসরা। অথচ, রিয়ালের কোচ হওয়ার জন্যই ২০১৮ বিশ্বকাপ শুরুর আগের দিন স্পেন জাতীয় দল থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস যে ক্লাবের প্রধান কোচের জন্য বরখাস্ত হয়েছিলেন সেখানেই সবচেয়ে কম সময় টিকতে পেরেছিলেন তিনি। এর বাইরে কোচ হিসেবে পোর্তো ও রায়ো ভায়েকানোর ডাগআউটেও ছিলেন তিনি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৪ ঘণ্টা আগে