
প্রিমিয়ার লিগ শুরু হতে আর ৩ দিন বাকি। কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই উলভসের দায়িত্ব ছাড়লেন হুলেন লোপেতেগি। দলবদলে খেলোয়াড় কেনার নীতিতে মতের অমিল হওয়ায় ইংলিশ ক্লাবের দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
লোপেতেগির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে উলভস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, উলভস ও হুলেন লোপেতেগি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে। এতে স্প্যানিশ কোচ ৯ মাসের পথচলা থামিয়ে ক্লাবের প্রধান কোচের পদ ছেড়েছেন। প্রধান কোচ ও ক্লাব কিছু ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তাই সমঝোতার ভিত্তিতে চুক্তির ইতি টানাকে সেরা সমাধান মনে করেছে দুই পক্ষ।
গত মৌসুমে যখন উলভস পয়েন্ট তালিকার তলানিতে ঠিক সে সময় দায়িত্ব নেন লোপেতেগি। দায়িত্ব নিয়ে দলকে ১৩ তম করেন ৫৬ বছর বয়সী কোচ। দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এবার ভাবা হচ্ছিল উলভসের হয়ে স্প্যানিশ কোচের পথচলাটা এবার দীর্ঘ হতে পারে। কিন্তু মৌসুম শুরুর আগে সচরাচর তাঁর সঙ্গে যা হয় তাই ঘটল। লিগ শুরুর তিন দিন আগেই কোচের পদ ছাড়লেন তিনি।
কোচ হিসেবে কোনো জায়গায় স্থায়ী না হওয়ার অভ্যাসটা অবশ্য লোপেতেগির পুরোনো। এবারই প্রথম নয়। পেশাদার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সেভিয়ার হয়ে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪ বছর ছিলেন স্বদেশি ক্লাবে। উলভসের মতো নিজে অবশ্য ছাড়েননি তাঁকে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই ইংলিশ ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি।
সেভিয়ার দায়িত্ব নেওয়ার আগে মাত্র তিন মাস রিয়াল মাদ্রিদে টিকতে পেরেছিলেন লোপেতেগি। আগস্টে তাঁকে দায়িত্ব দিয়ে অক্টোবরে ছাঁটাই করে লস ব্ল্যাঙ্কোসরা। অথচ, রিয়ালের কোচ হওয়ার জন্যই ২০১৮ বিশ্বকাপ শুরুর আগের দিন স্পেন জাতীয় দল থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস যে ক্লাবের প্রধান কোচের জন্য বরখাস্ত হয়েছিলেন সেখানেই সবচেয়ে কম সময় টিকতে পেরেছিলেন তিনি। এর বাইরে কোচ হিসেবে পোর্তো ও রায়ো ভায়েকানোর ডাগআউটেও ছিলেন তিনি।

প্রিমিয়ার লিগ শুরু হতে আর ৩ দিন বাকি। কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই উলভসের দায়িত্ব ছাড়লেন হুলেন লোপেতেগি। দলবদলে খেলোয়াড় কেনার নীতিতে মতের অমিল হওয়ায় ইংলিশ ক্লাবের দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
লোপেতেগির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে উলভস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, উলভস ও হুলেন লোপেতেগি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে। এতে স্প্যানিশ কোচ ৯ মাসের পথচলা থামিয়ে ক্লাবের প্রধান কোচের পদ ছেড়েছেন। প্রধান কোচ ও ক্লাব কিছু ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তাই সমঝোতার ভিত্তিতে চুক্তির ইতি টানাকে সেরা সমাধান মনে করেছে দুই পক্ষ।
গত মৌসুমে যখন উলভস পয়েন্ট তালিকার তলানিতে ঠিক সে সময় দায়িত্ব নেন লোপেতেগি। দায়িত্ব নিয়ে দলকে ১৩ তম করেন ৫৬ বছর বয়সী কোচ। দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এবার ভাবা হচ্ছিল উলভসের হয়ে স্প্যানিশ কোচের পথচলাটা এবার দীর্ঘ হতে পারে। কিন্তু মৌসুম শুরুর আগে সচরাচর তাঁর সঙ্গে যা হয় তাই ঘটল। লিগ শুরুর তিন দিন আগেই কোচের পদ ছাড়লেন তিনি।
কোচ হিসেবে কোনো জায়গায় স্থায়ী না হওয়ার অভ্যাসটা অবশ্য লোপেতেগির পুরোনো। এবারই প্রথম নয়। পেশাদার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সেভিয়ার হয়ে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪ বছর ছিলেন স্বদেশি ক্লাবে। উলভসের মতো নিজে অবশ্য ছাড়েননি তাঁকে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই ইংলিশ ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি।
সেভিয়ার দায়িত্ব নেওয়ার আগে মাত্র তিন মাস রিয়াল মাদ্রিদে টিকতে পেরেছিলেন লোপেতেগি। আগস্টে তাঁকে দায়িত্ব দিয়ে অক্টোবরে ছাঁটাই করে লস ব্ল্যাঙ্কোসরা। অথচ, রিয়ালের কোচ হওয়ার জন্যই ২০১৮ বিশ্বকাপ শুরুর আগের দিন স্পেন জাতীয় দল থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস যে ক্লাবের প্রধান কোচের জন্য বরখাস্ত হয়েছিলেন সেখানেই সবচেয়ে কম সময় টিকতে পেরেছিলেন তিনি। এর বাইরে কোচ হিসেবে পোর্তো ও রায়ো ভায়েকানোর ডাগআউটেও ছিলেন তিনি।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে