
একুশ শতকের প্রথম দশকে বার্সেলোনার তারকায় ঠাসা দলের গর্বিত সদস্য ছিলেন স্যামুয়েল ইতো। বার্সায় পাঁচটি সোনালি মৌসুম কাটানো ইতো ক্লাবটির হয়ে জিতেছেন আটটি শিরোপা।
তবে বার্সায় খেলার সময় ইমেজ স্বত্ব হিসেবে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমার কাছ থেকে যে অর্থ পেয়েছিলেন, সেখান থেকে ৩৮ লাখ ইউরো (৩৭ কোটি টাকারও বেশি) কর ফাঁকি দেন ইতো। কর ফাঁকির মামলা প্রমাণিত হওয়ায় তাঁকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।
যদিও মামলায় বাদীপক্ষ ইতোকে সাড়ে চার বছর কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু ইতো শুধু বার্সার কিংবদন্তিই নন; বর্তমানে নিজ দেশ ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতিও। সমাজে তাঁর অবস্থান বিবেচনায় বিচারক সেই দাবি নাকচ করে দেন।
আদালতে অবশ্য অপরাধ স্বীকার করেছেন লিওনেল মেসি-রোনালদিনহোদের একসময়কার সতীর্থ ইতো। তা ছাড়া স্পেনের আইন অনুযায়ী, সাজার মেয়াদ দুই বছরের কম হওয়ায় এবং আগে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত না থাকায় কারাগারে যেতে হচ্ছে না তাঁকে। তবে মোটা অঙ্কের জরিমানা ঠিকই দিতে হচ্ছে।
ফাঁকি দেওয়া ওই ৩৭ কোটির সঙ্গে আরও ১৭ কোটি টাকা জরিমানা গুনতে হচ্ছে তাঁকে।
আদালতে গতকাল কর ফাঁকির কথা স্বীকার করে ৪১ বছর বয়সী ইতো দায় চাপিয়েছেন তাঁর ওই সময়ের এজেন্ট হোসে মারিয়া মেসায়েসের ওপর, ‘আমি দোষ স্বীকার করে নিচ্ছি। যা দেনা আছে, শোধ করতে আমি প্রস্তুত। তবে এটাও জানাতে চাই, তখন আমি বাচ্চা ছিলাম। সে কারণে আমার এজেন্টকে বাবার মতো সম্মান করতাম। তিনি যা বলতেন, সেটাই করতাম।’
কর ফাঁকির ওই সময়টায় ইতোর বয়স ছিল ২৫ থেকে ২৯ বছর। মামলায় এজেন্টকে দেওয়া হয়েছে এক বছরের কারাদণ্ড। তাঁকেও জেলে যেতে হচ্ছে না।

একুশ শতকের প্রথম দশকে বার্সেলোনার তারকায় ঠাসা দলের গর্বিত সদস্য ছিলেন স্যামুয়েল ইতো। বার্সায় পাঁচটি সোনালি মৌসুম কাটানো ইতো ক্লাবটির হয়ে জিতেছেন আটটি শিরোপা।
তবে বার্সায় খেলার সময় ইমেজ স্বত্ব হিসেবে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমার কাছ থেকে যে অর্থ পেয়েছিলেন, সেখান থেকে ৩৮ লাখ ইউরো (৩৭ কোটি টাকারও বেশি) কর ফাঁকি দেন ইতো। কর ফাঁকির মামলা প্রমাণিত হওয়ায় তাঁকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।
যদিও মামলায় বাদীপক্ষ ইতোকে সাড়ে চার বছর কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু ইতো শুধু বার্সার কিংবদন্তিই নন; বর্তমানে নিজ দেশ ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতিও। সমাজে তাঁর অবস্থান বিবেচনায় বিচারক সেই দাবি নাকচ করে দেন।
আদালতে অবশ্য অপরাধ স্বীকার করেছেন লিওনেল মেসি-রোনালদিনহোদের একসময়কার সতীর্থ ইতো। তা ছাড়া স্পেনের আইন অনুযায়ী, সাজার মেয়াদ দুই বছরের কম হওয়ায় এবং আগে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত না থাকায় কারাগারে যেতে হচ্ছে না তাঁকে। তবে মোটা অঙ্কের জরিমানা ঠিকই দিতে হচ্ছে।
ফাঁকি দেওয়া ওই ৩৭ কোটির সঙ্গে আরও ১৭ কোটি টাকা জরিমানা গুনতে হচ্ছে তাঁকে।
আদালতে গতকাল কর ফাঁকির কথা স্বীকার করে ৪১ বছর বয়সী ইতো দায় চাপিয়েছেন তাঁর ওই সময়ের এজেন্ট হোসে মারিয়া মেসায়েসের ওপর, ‘আমি দোষ স্বীকার করে নিচ্ছি। যা দেনা আছে, শোধ করতে আমি প্রস্তুত। তবে এটাও জানাতে চাই, তখন আমি বাচ্চা ছিলাম। সে কারণে আমার এজেন্টকে বাবার মতো সম্মান করতাম। তিনি যা বলতেন, সেটাই করতাম।’
কর ফাঁকির ওই সময়টায় ইতোর বয়স ছিল ২৫ থেকে ২৯ বছর। মামলায় এজেন্টকে দেওয়া হয়েছে এক বছরের কারাদণ্ড। তাঁকেও জেলে যেতে হচ্ছে না।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে