
এক যুগ পর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেন। এর মধ্যে ৫ কোপা আমেরিকায় চতুর্থবারের মতো ফাইনাল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১২ ইউরো জয়ের পর স্পেনও যেন সোনালি সময়টা হারাতে শুরু করে। মাঝে তিনটি ফুটবল বিশ্বকাপ ও দুটো ইউরোয় সুবিধা করতে পারেনি তারা।
২০২৪ ইউরোয় তারুণ্য নির্ভর স্পেন আবারও ফিরেছে টিকিটাকার পসরা নিয়ে। গতবার অবশ্য সেমিফাইনাল খেলেছিল তারা। এবার লামিনে ইয়ামাল, দানি ওলমো, রদ্রিগো হার্নান্দেজদের তারুণ্য শক্তিতে ভর করে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আজ অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিনে ইংল্যান্ডকে হারাতে পারলে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে লা রোজা।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার পর ইউরো-কোপাজয়ীদের মধ্যে আছে আরেক ফাইনাল। যে ফাইনালে খেলতে মুখিয়ে আছেন স্প্যানিশ ফুটবলার ইয়ামাল। তাঁর চাওয়া ইউরোর চ্যাম্পিয়ন হোক স্পেন আর কোপায় আর্জেন্টিনা। তাহলেই মিলবে ২০২৫ ফিনিলিসামায় লিওনেল মেসির সঙ্গে তাঁর খেলার স্বপ্নটা।
মেসির সঙ্গে খেলা প্রসঙ্গে এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফিনালিসিমাতে খেলতে পারব।’
ইউরো চলাকালীন মেসির কোলে ইয়ামালের শিশুবেলার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৬ মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি। এত দিন কেন ওই ছবি প্রকাশ করেননি তাঁরা এ প্রসঙ্গেও কথা বলেছেন ইয়ামাল, ‘অবশ্যই, ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কী হচ্ছে; আমার বয়স কম ছিল। বাবা ছবিটা রেখে দিয়েছিলেন, কখনো সামনে আনেননি। কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক। এমনিতে পৃথিবীর ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই বিরক্ত হবে না। কিন্তু এটা এমন কিছু, যা আমাদের বিপক্ষে কাজ করতে পারত। কারণ আপনি কখনোই তার মতো হতে পারবেন না।’
২০০৭ সালে ইউনিসেফের আয়োজনে লটারিতে জিতে বার্সার খেলোয়াড়দের সঙ্গে ইয়ামালের ফটোশুটের সুযোগ পায় তার বাবা-মা। সেখানেই কাকতালীয়ভাবে মেসির সান্নিধ্য পেয়ে যায় শিশুটি। খ্রিষ্টানদের ব্যাপ্টিজমের মতোই মেসি তাকে গোসল করিয়ে দেন। পরবর্তীতে সে মেসির মতোই বার্সার একাডেমিতে বেড়ে ওঠার পর সিনিয়র দলে ও পরে স্পেন দলেও ডাক পান তিনি।

এক যুগ পর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেন। এর মধ্যে ৫ কোপা আমেরিকায় চতুর্থবারের মতো ফাইনাল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১২ ইউরো জয়ের পর স্পেনও যেন সোনালি সময়টা হারাতে শুরু করে। মাঝে তিনটি ফুটবল বিশ্বকাপ ও দুটো ইউরোয় সুবিধা করতে পারেনি তারা।
২০২৪ ইউরোয় তারুণ্য নির্ভর স্পেন আবারও ফিরেছে টিকিটাকার পসরা নিয়ে। গতবার অবশ্য সেমিফাইনাল খেলেছিল তারা। এবার লামিনে ইয়ামাল, দানি ওলমো, রদ্রিগো হার্নান্দেজদের তারুণ্য শক্তিতে ভর করে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আজ অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিনে ইংল্যান্ডকে হারাতে পারলে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে লা রোজা।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার পর ইউরো-কোপাজয়ীদের মধ্যে আছে আরেক ফাইনাল। যে ফাইনালে খেলতে মুখিয়ে আছেন স্প্যানিশ ফুটবলার ইয়ামাল। তাঁর চাওয়া ইউরোর চ্যাম্পিয়ন হোক স্পেন আর কোপায় আর্জেন্টিনা। তাহলেই মিলবে ২০২৫ ফিনিলিসামায় লিওনেল মেসির সঙ্গে তাঁর খেলার স্বপ্নটা।
মেসির সঙ্গে খেলা প্রসঙ্গে এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফিনালিসিমাতে খেলতে পারব।’
ইউরো চলাকালীন মেসির কোলে ইয়ামালের শিশুবেলার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৬ মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি। এত দিন কেন ওই ছবি প্রকাশ করেননি তাঁরা এ প্রসঙ্গেও কথা বলেছেন ইয়ামাল, ‘অবশ্যই, ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কী হচ্ছে; আমার বয়স কম ছিল। বাবা ছবিটা রেখে দিয়েছিলেন, কখনো সামনে আনেননি। কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক। এমনিতে পৃথিবীর ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই বিরক্ত হবে না। কিন্তু এটা এমন কিছু, যা আমাদের বিপক্ষে কাজ করতে পারত। কারণ আপনি কখনোই তার মতো হতে পারবেন না।’
২০০৭ সালে ইউনিসেফের আয়োজনে লটারিতে জিতে বার্সার খেলোয়াড়দের সঙ্গে ইয়ামালের ফটোশুটের সুযোগ পায় তার বাবা-মা। সেখানেই কাকতালীয়ভাবে মেসির সান্নিধ্য পেয়ে যায় শিশুটি। খ্রিষ্টানদের ব্যাপ্টিজমের মতোই মেসি তাকে গোসল করিয়ে দেন। পরবর্তীতে সে মেসির মতোই বার্সার একাডেমিতে বেড়ে ওঠার পর সিনিয়র দলে ও পরে স্পেন দলেও ডাক পান তিনি।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৭ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে