
তিনি নিজে একজন কিংবদন্তি। বার্সেলোনার সেরা সময়ের এক সেনানী। তাঁর সময়টায় ন্যু ক্যাম্প ঝলমল করত তারকার আলোয়। রোনালদিনহো থেকে শুরু করে স্যামুয়েল ইতো, লিওনেল মেসিদের সতীর্থ হিসেবে পেয়েছেন। সময়টা যদি পিছিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে এই কিংবদন্তিদের কোচ হতে চাইতেন জাভি হার্নান্দেজ।
ভালোবাসার বার্সার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ভেঙে ২০১৫ সালে কাতারের আল সাদে নাম লিখিয়েছিলেন জাভি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আজ আবারও প্রিয় ন্যু ক্যাম্পে ফিরলেন, এবার প্রধান কোচ হয়ে।
খেলোয়াড়ি জীবনের শুরুতে যেমন বার্সার দুঃসময় দেখেছেন, আবার দেখেছেন এক ঝাঁক কিংবদন্তির ছটায় কীভাবে খারাপ সময় কাটিয়ে বিশ্বের অন্যতম ক্লাবে পরিণত হয়েছিল কাতালান ক্লাবটি। আর্থিক দুরবস্থা, মাঠে-বাইরে নানা বিতর্কে এখন ধুঁকছে বার্সা। চলমান দুরবস্থা কাটিয়ে উঠতে তাই অতীতের পরীক্ষিত সেনার ওপরেই ভরসা রাখছেন বার্সা হুয়ান লাপোর্ত্তা।
বার্সার প্রধান কোচ হিসেবে আজ ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জাভিকে। যে মাঠ খেলে বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়েছেন সেই ন্যু ক্যাম্পে ফিরে স্মরণ করলেন সোনালি অতীতকে। কোচ হয়ে অতীতের মতো শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলার আশ্বাস জাভির, ‘আমি এখানে এসেছি তরুণদের মধ্যে থেকে সেরাটা বের করতে। তাদের হাসিখুশি রাখতে। আমি সবাইকেই চাই। দলে অনেক তরুণ ফুটবলার আছে। নিকো, গাভির মতো ফুটবলাররা অল্প বয়সে যেভাবে পারফর্ম করছে তা বোঝা বেশ কঠিন। আমি চাই সবাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিক। প্রতিটি ম্যাচ একেকটা ফাইনাল।’
মেসি তাকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানিয়েছেন জাভি, ‘অবশ্যই আমি মেসি, ইতো, রোনালদিনহোদের কোচ হতে চাইব। মেসি এরই মধ্যে আমাকে শুভ কামনা জানিয়েছে। তবে এই খেলোয়াড়দের নিয়ে আমাদের ভাবা উচিত নয়। এখন আমাদের পুরো প্রক্রিয়াটাকেই পাল্টে ফেলতে হবে। জিততে হলে আমাদের আগ্রাসী হতে হবে, প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে হবে।’
বার্সার কোচ হিসেবে ২১ নভেম্বর এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হবে জাভির। জয় দিয়েই নতুন পথচলা শুরু করতে চান চার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডার, ‘আমাদের প্রথম অভিযান কাতালান ডার্ভি। ম্যাচটা জিততে চাই। আমাদের সব ম্যাচই জিততে হবে। এটা সত্যি যে আমরা ইতিহাসের সেরা সময়ের বাইরে। সেরা সময়ে ফিরতে মাঝারি থেকে দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নিতে হবে।’

তিনি নিজে একজন কিংবদন্তি। বার্সেলোনার সেরা সময়ের এক সেনানী। তাঁর সময়টায় ন্যু ক্যাম্প ঝলমল করত তারকার আলোয়। রোনালদিনহো থেকে শুরু করে স্যামুয়েল ইতো, লিওনেল মেসিদের সতীর্থ হিসেবে পেয়েছেন। সময়টা যদি পিছিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে এই কিংবদন্তিদের কোচ হতে চাইতেন জাভি হার্নান্দেজ।
ভালোবাসার বার্সার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ভেঙে ২০১৫ সালে কাতারের আল সাদে নাম লিখিয়েছিলেন জাভি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আজ আবারও প্রিয় ন্যু ক্যাম্পে ফিরলেন, এবার প্রধান কোচ হয়ে।
খেলোয়াড়ি জীবনের শুরুতে যেমন বার্সার দুঃসময় দেখেছেন, আবার দেখেছেন এক ঝাঁক কিংবদন্তির ছটায় কীভাবে খারাপ সময় কাটিয়ে বিশ্বের অন্যতম ক্লাবে পরিণত হয়েছিল কাতালান ক্লাবটি। আর্থিক দুরবস্থা, মাঠে-বাইরে নানা বিতর্কে এখন ধুঁকছে বার্সা। চলমান দুরবস্থা কাটিয়ে উঠতে তাই অতীতের পরীক্ষিত সেনার ওপরেই ভরসা রাখছেন বার্সা হুয়ান লাপোর্ত্তা।
বার্সার প্রধান কোচ হিসেবে আজ ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জাভিকে। যে মাঠ খেলে বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়েছেন সেই ন্যু ক্যাম্পে ফিরে স্মরণ করলেন সোনালি অতীতকে। কোচ হয়ে অতীতের মতো শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলার আশ্বাস জাভির, ‘আমি এখানে এসেছি তরুণদের মধ্যে থেকে সেরাটা বের করতে। তাদের হাসিখুশি রাখতে। আমি সবাইকেই চাই। দলে অনেক তরুণ ফুটবলার আছে। নিকো, গাভির মতো ফুটবলাররা অল্প বয়সে যেভাবে পারফর্ম করছে তা বোঝা বেশ কঠিন। আমি চাই সবাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিক। প্রতিটি ম্যাচ একেকটা ফাইনাল।’
মেসি তাকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানিয়েছেন জাভি, ‘অবশ্যই আমি মেসি, ইতো, রোনালদিনহোদের কোচ হতে চাইব। মেসি এরই মধ্যে আমাকে শুভ কামনা জানিয়েছে। তবে এই খেলোয়াড়দের নিয়ে আমাদের ভাবা উচিত নয়। এখন আমাদের পুরো প্রক্রিয়াটাকেই পাল্টে ফেলতে হবে। জিততে হলে আমাদের আগ্রাসী হতে হবে, প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে হবে।’
বার্সার কোচ হিসেবে ২১ নভেম্বর এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হবে জাভির। জয় দিয়েই নতুন পথচলা শুরু করতে চান চার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডার, ‘আমাদের প্রথম অভিযান কাতালান ডার্ভি। ম্যাচটা জিততে চাই। আমাদের সব ম্যাচই জিততে হবে। এটা সত্যি যে আমরা ইতিহাসের সেরা সময়ের বাইরে। সেরা সময়ে ফিরতে মাঝারি থেকে দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নিতে হবে।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
২ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে