
সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পথচলা শুরু হয়েছে ২০২৩ সালেই। নতুন ক্লাবে এসে ছন্দ ফিরে পেতেও তাঁর বেশ সময় লেগেছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছেন রোনালদো। দলকে জেতাতে অবদান রেখেছেন অসংখ্য ম্যাচে।
রোনালদোর বছরটাও শেষ হয়েছে দারুণভাবে। সৌদি প্রো লিগে গত রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল তায়ুন। আল তায়ুনকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচে অতিরিক্ত সময়ের ২ মিনিটে আল নাসরের চতুর্থ গোলটি করেন রোনালদো। ম্যাচে এটা তাঁর প্রথম গোল। তাতে এ বছরে সব মিলে সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো। ৫২ গোল করে এ তালিকায় যৌথভাবে দ্বিতীয় হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে (পিএসজি) এবং বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন হ্যারি কেইন।
কেইন, এমবাপ্পের চেয়ে ২০২৪ ইউরো বাছাই টুর্নামেন্টেও বেশি গোল রোনালদোর। রোনালদো, এমবাপ্পে ও কেইন টুর্নামেন্টে করেন ১০, ৯ ও ৮ গোল, যার মধ্যে রোনালদো এ বছর আল নাসরের হয়ে জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। নতুন বছরেও ধারাবাহিক পারফরম্যান্স করে যেতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। গতকাল ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। আমার ও দলের জন্য বছরটা দারুণ গেছে। অনেক গোল করেছি। আল নাসর ও জাতীয় দলে গোল করে অবদান রেখেছি। ভালোই লাগছে। আশা করি, আগামী বছর এর পুনরাবৃত্তি দেখাব।’
রোনালদোর মতো ২০২৩-২৪ মৌসুমেও দারুণ ছন্দে আল নাসর। ৪৬ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে দলটি। ১৯ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১৫ ম্যাচে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। শীর্ষে থাকা আল হিলাল সমান ১৯ ম্যাচ খেলে পেয়েছে ৫৩ পয়েন্ট।

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পথচলা শুরু হয়েছে ২০২৩ সালেই। নতুন ক্লাবে এসে ছন্দ ফিরে পেতেও তাঁর বেশ সময় লেগেছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছেন রোনালদো। দলকে জেতাতে অবদান রেখেছেন অসংখ্য ম্যাচে।
রোনালদোর বছরটাও শেষ হয়েছে দারুণভাবে। সৌদি প্রো লিগে গত রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল তায়ুন। আল তায়ুনকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচে অতিরিক্ত সময়ের ২ মিনিটে আল নাসরের চতুর্থ গোলটি করেন রোনালদো। ম্যাচে এটা তাঁর প্রথম গোল। তাতে এ বছরে সব মিলে সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো। ৫২ গোল করে এ তালিকায় যৌথভাবে দ্বিতীয় হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে (পিএসজি) এবং বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন হ্যারি কেইন।
কেইন, এমবাপ্পের চেয়ে ২০২৪ ইউরো বাছাই টুর্নামেন্টেও বেশি গোল রোনালদোর। রোনালদো, এমবাপ্পে ও কেইন টুর্নামেন্টে করেন ১০, ৯ ও ৮ গোল, যার মধ্যে রোনালদো এ বছর আল নাসরের হয়ে জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। নতুন বছরেও ধারাবাহিক পারফরম্যান্স করে যেতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। গতকাল ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। আমার ও দলের জন্য বছরটা দারুণ গেছে। অনেক গোল করেছি। আল নাসর ও জাতীয় দলে গোল করে অবদান রেখেছি। ভালোই লাগছে। আশা করি, আগামী বছর এর পুনরাবৃত্তি দেখাব।’
রোনালদোর মতো ২০২৩-২৪ মৌসুমেও দারুণ ছন্দে আল নাসর। ৪৬ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে দলটি। ১৯ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১৫ ম্যাচে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। শীর্ষে থাকা আল হিলাল সমান ১৯ ম্যাচ খেলে পেয়েছে ৫৩ পয়েন্ট।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে