Ajker Patrika

কেন নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছিল নাইকি

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০: ৪৪
কেন নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছিল নাইকি

ঢাকা: গত বছর নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। তখন জানা গিয়েছিল, নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় আলাদা হয়ে গেছে দুই পক্ষ। কিন্তু কাল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ নতুন খবর জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের ভাষ্য মতে, ‘নেইমারের বিরুদ্ধে নাইকির একজন কর্মীকে যৌন হয়রানির অভিযোগ ছিল। এ বিষয়ে তার সহযোগিতা চেয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু তা করতে রাজি হননি ব্রাজিলিয়ান তারকা। ফলে বাধ্য হয়ে তার (নেইমারের) সঙ্গে চুক্তির ইতি টানে নাইকি।’

নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি ২০১৬ সালের।  ২০১৮  সালে অভিযোগের তদন্ত শুরু হয়। এ ঘটনায় নেইমার সহায়তা না করায় পরে চুক্তি বাতিল করে নাইকি। তখন অবশ্য এ নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি।

কাল এক বিবৃতিতে নাইকি জানায়, ‘এটা ঠিক হবে না যদি আমরা চুক্তি বাতিলের ব্যাপারে মানুষকে কিছু না জানাই। নেইমারের বিরুদ্ধে আমাদের এক কর্মীকে হয়রানির অভিযোগ ছিল। কিন্তু এ ঘটনায় সে আমাদের কোনো সহযোগিতা করেনি।’

নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নতুন নয়। ২০১৯ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে। নেইমার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত