
ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে আজ ভক্ত-সমর্থকদের আগ্রহের তো কোনো কমতি ছিল না। যে মারাকানায় লিওনেল মেসি দুই বছর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা উঁচিয়ে ধরেছেন, সেখানে তাঁর পায়ের জাদু দেখতে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তবে ম্যাচে কী ঘটতে চলেছে তা কেউ ঘুণাক্ষরেও টের পাননি। মারাকানা স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
মারাকানায় আজ ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় গন্ডগোল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনার সমর্থকেরা দুয়ো দিলে তাঁদের মারতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। গ্যালারিতে তখন শুরু হয় দাঙ্গা। আর দাঙ্গা থামাতে গিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করেছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের লাঠিপেটা থামাতে গিয়ে ব্যর্থ হওয়ায় ম্যাচ শুরুর আগে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
ব্রাজিল-আর্জেন্টিনা এমন সংঘাতপূর্ণ ম্যাচ দেখে হতাশা প্রকাশ করেছেন ইনফান্তিনো। এক বিবৃতিতে ফিফা সভাপতি বলেন, ‘ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই। ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যা দেখা গেছে, তার কোনো স্থান আমাদের সমাজ বা খেলায় নেই। সকল খেলোয়াড়, ভক্ত-সমর্থক, স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন ফুটবল খেলা ও উপভোগ করতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বলছি।’
অন্যদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) দাবি, এই ম্যাচে যথেষ্ট নিরাপত্তা ছিল। সিবিএফ এক বিবৃতিতে বলেছে, ‘এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা বেশ সতর্কতা ও কৌশলের সঙ্গে করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। রিও ডি জেনেইরো রাজ্য পুলিশের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ আয়োজনের জন্য সব পরিকল্পনা বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, ম্যাচ পরিচালনা করা রিও ডি জেনেইরোতে দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০৫০ জন নিরাপত্তাকর্মী ও ৭০০ মিলি রিও ডি জেনেইরো পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদিত নিরাপত্তাসহ ম্যাচ পরিচালনা সবকিছু সিবিএফ পুনরায় নিশ্চিত করেছিল। তাদের (পুলিশ) কঠোরভাবে এই কাজ করতে বলা হয়েছিল।’

ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে আজ ভক্ত-সমর্থকদের আগ্রহের তো কোনো কমতি ছিল না। যে মারাকানায় লিওনেল মেসি দুই বছর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা উঁচিয়ে ধরেছেন, সেখানে তাঁর পায়ের জাদু দেখতে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তবে ম্যাচে কী ঘটতে চলেছে তা কেউ ঘুণাক্ষরেও টের পাননি। মারাকানা স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
মারাকানায় আজ ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় গন্ডগোল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনার সমর্থকেরা দুয়ো দিলে তাঁদের মারতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। গ্যালারিতে তখন শুরু হয় দাঙ্গা। আর দাঙ্গা থামাতে গিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করেছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের লাঠিপেটা থামাতে গিয়ে ব্যর্থ হওয়ায় ম্যাচ শুরুর আগে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
ব্রাজিল-আর্জেন্টিনা এমন সংঘাতপূর্ণ ম্যাচ দেখে হতাশা প্রকাশ করেছেন ইনফান্তিনো। এক বিবৃতিতে ফিফা সভাপতি বলেন, ‘ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই। ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যা দেখা গেছে, তার কোনো স্থান আমাদের সমাজ বা খেলায় নেই। সকল খেলোয়াড়, ভক্ত-সমর্থক, স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন ফুটবল খেলা ও উপভোগ করতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বলছি।’
অন্যদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) দাবি, এই ম্যাচে যথেষ্ট নিরাপত্তা ছিল। সিবিএফ এক বিবৃতিতে বলেছে, ‘এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা বেশ সতর্কতা ও কৌশলের সঙ্গে করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। রিও ডি জেনেইরো রাজ্য পুলিশের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ আয়োজনের জন্য সব পরিকল্পনা বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, ম্যাচ পরিচালনা করা রিও ডি জেনেইরোতে দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০৫০ জন নিরাপত্তাকর্মী ও ৭০০ মিলি রিও ডি জেনেইরো পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদিত নিরাপত্তাসহ ম্যাচ পরিচালনা সবকিছু সিবিএফ পুনরায় নিশ্চিত করেছিল। তাদের (পুলিশ) কঠোরভাবে এই কাজ করতে বলা হয়েছিল।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১০ ঘণ্টা আগে