
বিশ্বকাপ জয়ের সতেজ স্মৃতি নিয়ে আরেকটি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করছে আর্জেন্টিনা ফুটবল দল। ২০২৬ ফুটবল বিশ্বকাপের লাতিন আমেরিকার বাছাই শুরু হচ্ছে আগামীকাল। প্রথম দিনই মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনাসহ ছয় দল।
ভোর সাড়ে ৪টায় প্যারাগুয়ে নিজেদের মাঠ এস্তাদিও এন্তেনিও আরান্দায় আতিথেয়তা দেবে পেরুকে। ভোর ৫টায় রবের্তো মেলেন্দেস মেট্রোপলিটান স্টেডিয়ামে কলম্বিয়া বিপক্ষে লড়বে ভেনেজুয়েলা। এস্তাদিও মনুমেন্তালে ভোর ৬টায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়বে ইকুয়েডরের বিপক্ষে।
নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে কোন ফরমেশনে খেলবে, তার একটা ধারণাও দিয়েছে টেলিভিশন টিএনটি স্পোর্টস ও আর্জেন্টিনার জনপ্রিয় ব্রডকাস্টার টিওয়াইসি স্পোর্টস। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ছকে দলকে খেলাতে পারেন প্রতিপক্ষের বিপক্ষে।
এমিলিয়ানো মার্তিনেজকে রাখা হয়েছে গোলরক্ষক হিসেবে। রক্ষণে নাহুয়েল মলিনা এবং নিকোলাস তাগলিয়াফিকো সঙ্গ দেবেন সেন্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি। মধ্যমাঠে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
রাইট উইঙ্গার লিওনেল মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজের মধ্যে থেকে শুরুর একাদশে থাকবেন একজন। লেফট উইঙ্গারে নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে যারে প্রথম একাদশে। দ্বিতীয়ার্ধে আনহেল দি মারিয়াকে খেলাতে পারেন স্কালোনি।
তবে এই ম্যাচে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে স্কালোনি মাঠে নামাবেন কি না, তা নিয়ে সংশয় থাকছে। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সবাই জানে, লিসান্দ্রো তার পায়ের সমস্যায় ভুগছিল। তার অস্ত্রোপচার হয়েছিল। শেষ ম্যাচে সে অস্বস্তি অনুভব করেছিল। সতর্কতা হিসাবে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। তার ওপর পর্যালোচনা চলছে, তবে সে ভালো আছে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ—
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক) , নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ/ লওতারো মার্টিনেজ।

বিশ্বকাপ জয়ের সতেজ স্মৃতি নিয়ে আরেকটি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করছে আর্জেন্টিনা ফুটবল দল। ২০২৬ ফুটবল বিশ্বকাপের লাতিন আমেরিকার বাছাই শুরু হচ্ছে আগামীকাল। প্রথম দিনই মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনাসহ ছয় দল।
ভোর সাড়ে ৪টায় প্যারাগুয়ে নিজেদের মাঠ এস্তাদিও এন্তেনিও আরান্দায় আতিথেয়তা দেবে পেরুকে। ভোর ৫টায় রবের্তো মেলেন্দেস মেট্রোপলিটান স্টেডিয়ামে কলম্বিয়া বিপক্ষে লড়বে ভেনেজুয়েলা। এস্তাদিও মনুমেন্তালে ভোর ৬টায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়বে ইকুয়েডরের বিপক্ষে।
নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে কোন ফরমেশনে খেলবে, তার একটা ধারণাও দিয়েছে টেলিভিশন টিএনটি স্পোর্টস ও আর্জেন্টিনার জনপ্রিয় ব্রডকাস্টার টিওয়াইসি স্পোর্টস। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ছকে দলকে খেলাতে পারেন প্রতিপক্ষের বিপক্ষে।
এমিলিয়ানো মার্তিনেজকে রাখা হয়েছে গোলরক্ষক হিসেবে। রক্ষণে নাহুয়েল মলিনা এবং নিকোলাস তাগলিয়াফিকো সঙ্গ দেবেন সেন্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি। মধ্যমাঠে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
রাইট উইঙ্গার লিওনেল মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজের মধ্যে থেকে শুরুর একাদশে থাকবেন একজন। লেফট উইঙ্গারে নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে যারে প্রথম একাদশে। দ্বিতীয়ার্ধে আনহেল দি মারিয়াকে খেলাতে পারেন স্কালোনি।
তবে এই ম্যাচে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে স্কালোনি মাঠে নামাবেন কি না, তা নিয়ে সংশয় থাকছে। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সবাই জানে, লিসান্দ্রো তার পায়ের সমস্যায় ভুগছিল। তার অস্ত্রোপচার হয়েছিল। শেষ ম্যাচে সে অস্বস্তি অনুভব করেছিল। সতর্কতা হিসাবে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। তার ওপর পর্যালোচনা চলছে, তবে সে ভালো আছে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ—
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক) , নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ/ লওতারো মার্টিনেজ।

ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১৫ মিনিট আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে