ক্রীড়া ডেস্ক

মুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার আনন্দে বার্নলির ফুটবলার-সমর্থকেরা উদ্যাপন শুরু করেন। রেফারির শেষ বাঁশি বাজার পর যখন এই অবস্থা, তখন হামজার ক্রোধে ফুঁসে ওঠার মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, হামজাকে সামলাতে নিরাপত্তাকর্মীরা হিমশিম খাচ্ছেন। বার্নলির খেলোয়াড় ও সমর্থকদের দিকে বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারকে তেড়ে যেতেও দেখা গেছে।
কী কারণে হামজা খেপেছেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে জানা গেছে, বার্নলির এক সমর্থক তাঁর মুখের সামনে উদ্যাপন করায় খেপে যান হামজা। অন্যদিকে স্কাই স্পোর্টসের ক্যামেরায় দেখা যায়, রাগান্বিত হামজা নিরাপত্তাকর্মীদের বাধা ভেঙে দর্শকের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। তখন এক স্টাফ বাংলাদেশি এই মিডফিল্ডারকে জোর জবরদস্তি করেই নিয়ে যান টানেলের ভেতর।
হামজার এই ঘটনাকে অবশ্য বেশি গুরুতর মনে করছেন না শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। স্কাই স্পোর্টসকে শেফিল্ড কোচ বলেছেন, ‘তেমন কিছুই ঘটেনি। এমন জয়ে (বার্নলির প্রিমিয়ার লিগে ওঠা) তারা মাঠে নেমেই উদ্যাপন শুরু করেছে। আমাদের সমর্থকেরা টানেল সংলগ্ন গ্যালারিতে বসেছিলেন। সবাই তাতে ঝামেলায় জড়িয়েছেন।’
প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে বার্নলির বিপক্ষে গত রাতে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে। কিন্তু বার্নলির কাছে ২-১ গোলে হেরে যায় বার্নলি। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলির পয়েন্ট ৯৪। ৪৪ ম্যাচ খেলে লিডসও পেয়েছে ৯৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে লিডস আর দুইয়ে বার্নলি। ৪৪ ম্যাচে শেফিল্ডের পয়েন্ট ৮৬।
২ পয়েন্ট কাটা না গেলে অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত শেফিল্ডের। এখন বাকি দুই ম্যাচ জিতলে ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই। চ্যাম্পিয়নশিপে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে মুখোমুখি হবে শেফিল্ড-স্টোক সিটি। ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে হামজারা খেলবেন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।
শেফিল্ডের অবশ্য প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ থাকছে এখনো। নকআউট প্লে-অফে দুই ম্যাচ জিততে হবে হামজাদের। সেই দুই ম্যাচে শেফিল্ডের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

মুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার আনন্দে বার্নলির ফুটবলার-সমর্থকেরা উদ্যাপন শুরু করেন। রেফারির শেষ বাঁশি বাজার পর যখন এই অবস্থা, তখন হামজার ক্রোধে ফুঁসে ওঠার মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, হামজাকে সামলাতে নিরাপত্তাকর্মীরা হিমশিম খাচ্ছেন। বার্নলির খেলোয়াড় ও সমর্থকদের দিকে বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারকে তেড়ে যেতেও দেখা গেছে।
কী কারণে হামজা খেপেছেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে জানা গেছে, বার্নলির এক সমর্থক তাঁর মুখের সামনে উদ্যাপন করায় খেপে যান হামজা। অন্যদিকে স্কাই স্পোর্টসের ক্যামেরায় দেখা যায়, রাগান্বিত হামজা নিরাপত্তাকর্মীদের বাধা ভেঙে দর্শকের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। তখন এক স্টাফ বাংলাদেশি এই মিডফিল্ডারকে জোর জবরদস্তি করেই নিয়ে যান টানেলের ভেতর।
হামজার এই ঘটনাকে অবশ্য বেশি গুরুতর মনে করছেন না শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। স্কাই স্পোর্টসকে শেফিল্ড কোচ বলেছেন, ‘তেমন কিছুই ঘটেনি। এমন জয়ে (বার্নলির প্রিমিয়ার লিগে ওঠা) তারা মাঠে নেমেই উদ্যাপন শুরু করেছে। আমাদের সমর্থকেরা টানেল সংলগ্ন গ্যালারিতে বসেছিলেন। সবাই তাতে ঝামেলায় জড়িয়েছেন।’
প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে বার্নলির বিপক্ষে গত রাতে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে। কিন্তু বার্নলির কাছে ২-১ গোলে হেরে যায় বার্নলি। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলির পয়েন্ট ৯৪। ৪৪ ম্যাচ খেলে লিডসও পেয়েছে ৯৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে লিডস আর দুইয়ে বার্নলি। ৪৪ ম্যাচে শেফিল্ডের পয়েন্ট ৮৬।
২ পয়েন্ট কাটা না গেলে অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত শেফিল্ডের। এখন বাকি দুই ম্যাচ জিতলে ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই। চ্যাম্পিয়নশিপে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে মুখোমুখি হবে শেফিল্ড-স্টোক সিটি। ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে হামজারা খেলবেন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।
শেফিল্ডের অবশ্য প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ থাকছে এখনো। নকআউট প্লে-অফে দুই ম্যাচ জিততে হবে হামজাদের। সেই দুই ম্যাচে শেফিল্ডের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে