
বার্সেলোনা ছেড়ে এ মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। পিএসজির হয়ে এখনো মাঠেই নামা হয়নি মেসির। এর মধ্যে নতুন খবর, মেসিকে নিজের দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছেন ডেভিড বেকহাম! যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ক্লাবে নিতে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন বেকহাম।
বেকহাম ইন্টার মিয়ামির মালিক ও প্রেসিডেন্ট। ডেইলি মিররের এক প্রতিবেদন বলা হয়েছে, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে মেসি ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন, সেদিকে নজর রাখছেন সাবেক এই ইংলিশ ফুটবলার। এ ব্যাপারে মেসির সঙ্গে যোগাযোগও রাখছেন বেকহাম।
বার্সা থেকে বিদায়ের দিনেই মেসি জানিয়েছিলেন, তিনি আবার প্রিয় ক্লাবে ফিরবেন। ডেইলি মিরর বলছে, মেসির ইন্টার মিয়ামিতে আসা খুবই সম্ভব। যুক্তরাষ্ট্রে মেসির বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্রে মানিয়ে নেওয়াটা তাই কঠিন হবে না সাবেক এই বার্সা তারকার।
শুধু মেসির দিকে যে নজর রাখা হচ্ছে, তা নয়। ইন্টার মিয়ামির মালিক বেকহাম ও সহ-প্রতিষ্ঠাতা হোর্হে মাস পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও নিজেদের ক্লাবে আনার চেষ্টা করছেন বলে জানা গেছে। ‘মিয়ামি হেরাল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাস বলেন, ‘ডেভিড ও আমি খুবই কঠোর পরিশ্রম করছি। আমাদের ইচ্ছে আছে সেরা খেলোয়াড়দের এখানে নিয়ে আসার। মেসি একজন কিংবদন্তি, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা।’
মেসিকে ইন্টার মিয়ামিতে আনার ব্যাপারে আশাবাদী মাস আরও বলেন, ‘মেসি ইন্টার মিয়ামির জার্সিতে খেলবেন। কারণ আমার মনে হয়, আমাদের প্রজন্মের সেরা খেলোয়াড়ের পূর্ণতা পাবে তাতে। আমাদের ইন্টার মিয়ামির মালিকেরও ইচ্ছে একটি বিশ্বমানের দল তৈরি করার।’

বার্সেলোনা ছেড়ে এ মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। পিএসজির হয়ে এখনো মাঠেই নামা হয়নি মেসির। এর মধ্যে নতুন খবর, মেসিকে নিজের দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছেন ডেভিড বেকহাম! যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ক্লাবে নিতে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন বেকহাম।
বেকহাম ইন্টার মিয়ামির মালিক ও প্রেসিডেন্ট। ডেইলি মিররের এক প্রতিবেদন বলা হয়েছে, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে মেসি ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন, সেদিকে নজর রাখছেন সাবেক এই ইংলিশ ফুটবলার। এ ব্যাপারে মেসির সঙ্গে যোগাযোগও রাখছেন বেকহাম।
বার্সা থেকে বিদায়ের দিনেই মেসি জানিয়েছিলেন, তিনি আবার প্রিয় ক্লাবে ফিরবেন। ডেইলি মিরর বলছে, মেসির ইন্টার মিয়ামিতে আসা খুবই সম্ভব। যুক্তরাষ্ট্রে মেসির বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্রে মানিয়ে নেওয়াটা তাই কঠিন হবে না সাবেক এই বার্সা তারকার।
শুধু মেসির দিকে যে নজর রাখা হচ্ছে, তা নয়। ইন্টার মিয়ামির মালিক বেকহাম ও সহ-প্রতিষ্ঠাতা হোর্হে মাস পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও নিজেদের ক্লাবে আনার চেষ্টা করছেন বলে জানা গেছে। ‘মিয়ামি হেরাল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাস বলেন, ‘ডেভিড ও আমি খুবই কঠোর পরিশ্রম করছি। আমাদের ইচ্ছে আছে সেরা খেলোয়াড়দের এখানে নিয়ে আসার। মেসি একজন কিংবদন্তি, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা।’
মেসিকে ইন্টার মিয়ামিতে আনার ব্যাপারে আশাবাদী মাস আরও বলেন, ‘মেসি ইন্টার মিয়ামির জার্সিতে খেলবেন। কারণ আমার মনে হয়, আমাদের প্রজন্মের সেরা খেলোয়াড়ের পূর্ণতা পাবে তাতে। আমাদের ইন্টার মিয়ামির মালিকেরও ইচ্ছে একটি বিশ্বমানের দল তৈরি করার।’

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
১১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১২ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১৩ ঘণ্টা আগে