
চলতি কোপা আমেরিকায় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কলম্বিয়া। ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১৪ বার। এবারের টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা দলও দ্য ট্রিকালার। আগামী পরশু সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে লড়বে তারা। হাতছানি দিচ্ছে ২৩ বছর পর কোপার ফাইনালও। ছন্দে থাকা কলম্বিয়া মূলত উজ্জীবিত হামেস রদ্রিগেজের মহিমায়।
২০২৪ কোপা আমেরিকায় সেরা ফুটবলারের হওয়ার দৌড়েও আছেন রদ্রিগেজ। সেমিফাইনালে তাঁর সামনে সুযোগ আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির রেকর্ড নিজের নামে লেখানোর। মহাদেশীয় টুর্নামেন্টে এবার ১ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫ গোল করিয়েছেন রদ্রিগেজ।
২০২১ কোপা আমেরিকা জয়ী মেসি করেছিলেন ৫ অ্যাসিস্ট। কোপার এক টুর্নামেন্টে সেটি ছিল সতীর্থদের দিয়ে গোলে সর্বোচ্চ সহায়তার রেকর্ড। এরই মধ্যে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন এই কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।
রদ্রিগেজের লক্ষ্য ছন্দে ধরে রেখে টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে তোলার। টুর্নামেন্ট সেরা হতে চাওয়ার প্রসঙ্গে রদ্রিগেজ বলেছেন, ‘হ্যাঁ! আমি খুব ভালো একটি টুর্নামেন্ট কাটাতে চেয়েছি, সতীর্থদের অনেক দূর যেতে সাহায্য করতে চেয়েছি। শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব।’
রদ্রিগেজের খেলায় উচ্ছ্বসিত কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো। শিষ্যের প্রশংসায় বললেন, ‘সে দুর্দান্ত ফুটবলার। তার ব্যাপারে ব্যাখ্যা করার কিছু নেই। মাঠে দারুণ খুশি থাকা একজন ফুটবলার সে।’
কোপা আমেরিকার ইতিহাসে একবারই শিরোপা জিতেছে কলম্বিয়া। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে হলে অধিনায়ক রদ্রিগেজকে পানামা ম্যাচের ছন্দ টেনে আনতে হবে উরুগুয়ে ম্যাচে। কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে দিয়েছিল তারা ৫-০ গোল ব্যবধানে। সেমিফাইনালে উরুগুয়ে বাধা টপকাতে পারলে ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা প্রথমবারের মতো কোপা খেলতে আসা কানাডাকে পাবে তারা।

চলতি কোপা আমেরিকায় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কলম্বিয়া। ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১৪ বার। এবারের টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা দলও দ্য ট্রিকালার। আগামী পরশু সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে লড়বে তারা। হাতছানি দিচ্ছে ২৩ বছর পর কোপার ফাইনালও। ছন্দে থাকা কলম্বিয়া মূলত উজ্জীবিত হামেস রদ্রিগেজের মহিমায়।
২০২৪ কোপা আমেরিকায় সেরা ফুটবলারের হওয়ার দৌড়েও আছেন রদ্রিগেজ। সেমিফাইনালে তাঁর সামনে সুযোগ আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির রেকর্ড নিজের নামে লেখানোর। মহাদেশীয় টুর্নামেন্টে এবার ১ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫ গোল করিয়েছেন রদ্রিগেজ।
২০২১ কোপা আমেরিকা জয়ী মেসি করেছিলেন ৫ অ্যাসিস্ট। কোপার এক টুর্নামেন্টে সেটি ছিল সতীর্থদের দিয়ে গোলে সর্বোচ্চ সহায়তার রেকর্ড। এরই মধ্যে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন এই কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।
রদ্রিগেজের লক্ষ্য ছন্দে ধরে রেখে টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে তোলার। টুর্নামেন্ট সেরা হতে চাওয়ার প্রসঙ্গে রদ্রিগেজ বলেছেন, ‘হ্যাঁ! আমি খুব ভালো একটি টুর্নামেন্ট কাটাতে চেয়েছি, সতীর্থদের অনেক দূর যেতে সাহায্য করতে চেয়েছি। শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব।’
রদ্রিগেজের খেলায় উচ্ছ্বসিত কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো। শিষ্যের প্রশংসায় বললেন, ‘সে দুর্দান্ত ফুটবলার। তার ব্যাপারে ব্যাখ্যা করার কিছু নেই। মাঠে দারুণ খুশি থাকা একজন ফুটবলার সে।’
কোপা আমেরিকার ইতিহাসে একবারই শিরোপা জিতেছে কলম্বিয়া। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে হলে অধিনায়ক রদ্রিগেজকে পানামা ম্যাচের ছন্দ টেনে আনতে হবে উরুগুয়ে ম্যাচে। কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে দিয়েছিল তারা ৫-০ গোল ব্যবধানে। সেমিফাইনালে উরুগুয়ে বাধা টপকাতে পারলে ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা প্রথমবারের মতো কোপা খেলতে আসা কানাডাকে পাবে তারা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে