
মার্শেইয়ের বিপক্ষে গত পরশু ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। টুর্নামেন্ট থেকে বিদায়ে দলের হতাশা যতটা দেখা দিয়েছে, তার চেয়ে ঢের বেশি দুশ্চিন্তা ছিল লিওনেল মেসিকে নিয়ে। সেই ম্যাচে চোটে পড়ায় তাঁর চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে একটা শঙ্কা জেগেছিল।
তবে গতকাল সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন ক্রিস্টোফ গালতিয়ের। মেসিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পাওয়া যাবে এমনটি জানিয়েছেন পিএসজির কোচ। তাঁর কথায় স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন দলের সঙ্গে সমর্থকেরাও। কেননা, ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচটি হচ্ছে বুন্দেসলিগার পরাশক্তি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। বায়ার্নের বিপক্ষে আর্জেন্টাইন তারকাকে পেলেও মোনাকোর বিপক্ষে তাঁকে পাবে না পিএসজি। লিগ-১-এর ম্যাচটি আজ রাতে হবে।
গালতিয়ের বলেছেন, ‘আগামীকাল (আজ) মোনাকোর বিপক্ষে লিওকে পাওয়া যাবে না। বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলার আগের দিন অর্থাৎ সোমবার সে অনুশীলনে আসবে। তাই তার খেলা নিয়ে আপনারা ‘শঙ্কা’ শব্দটি ফেলে দিতে পারেন।’
মেসির গুরুত্ব এবং মোনাকোর ম্যাচ সম্পর্কে গালতিয়ের বলেছেন, ‘খেলায় লিওর গুরুত্ব সম্পর্কে আমরা জানি। তার না থাকা মানে ম্যাচে আরো শক্ত ও দলগতভাবে খেলা এবং ভিন্ন কোনো উপায়ে খেলতে হবে।’
বায়ার্নের বিপক্ষে মেসিকে পেলেও কিলিয়ান এমবাপ্পেকে পাবে না পিএসজি। গত ১ ফেব্রুয়ারি মঁপেলিয়ের বিপক্ষে চোট পান ফরাসি তারকা। ওই ম্যাচে ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় তাঁকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে হবে।

মার্শেইয়ের বিপক্ষে গত পরশু ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। টুর্নামেন্ট থেকে বিদায়ে দলের হতাশা যতটা দেখা দিয়েছে, তার চেয়ে ঢের বেশি দুশ্চিন্তা ছিল লিওনেল মেসিকে নিয়ে। সেই ম্যাচে চোটে পড়ায় তাঁর চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে একটা শঙ্কা জেগেছিল।
তবে গতকাল সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন ক্রিস্টোফ গালতিয়ের। মেসিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পাওয়া যাবে এমনটি জানিয়েছেন পিএসজির কোচ। তাঁর কথায় স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন দলের সঙ্গে সমর্থকেরাও। কেননা, ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচটি হচ্ছে বুন্দেসলিগার পরাশক্তি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। বায়ার্নের বিপক্ষে আর্জেন্টাইন তারকাকে পেলেও মোনাকোর বিপক্ষে তাঁকে পাবে না পিএসজি। লিগ-১-এর ম্যাচটি আজ রাতে হবে।
গালতিয়ের বলেছেন, ‘আগামীকাল (আজ) মোনাকোর বিপক্ষে লিওকে পাওয়া যাবে না। বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলার আগের দিন অর্থাৎ সোমবার সে অনুশীলনে আসবে। তাই তার খেলা নিয়ে আপনারা ‘শঙ্কা’ শব্দটি ফেলে দিতে পারেন।’
মেসির গুরুত্ব এবং মোনাকোর ম্যাচ সম্পর্কে গালতিয়ের বলেছেন, ‘খেলায় লিওর গুরুত্ব সম্পর্কে আমরা জানি। তার না থাকা মানে ম্যাচে আরো শক্ত ও দলগতভাবে খেলা এবং ভিন্ন কোনো উপায়ে খেলতে হবে।’
বায়ার্নের বিপক্ষে মেসিকে পেলেও কিলিয়ান এমবাপ্পেকে পাবে না পিএসজি। গত ১ ফেব্রুয়ারি মঁপেলিয়ের বিপক্ষে চোট পান ফরাসি তারকা। ওই ম্যাচে ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় তাঁকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে হবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে