
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে এসে যেন ঘোড়ার মতো ছুটছেন হ্যারি কেইন। মাঠে নামলে গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। গোলের বন্যায় রেকর্ড গড়ে ফেলেছেন ইংলিশ এই স্ট্রাইকার।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগায় কোলনকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ২০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন কেইন। যে গোলটা ইংলিশ এই স্ট্রাইকারের না হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কোলন গোলরক্ষককে ফাঁকি দিয়ে শট করেছিলেন এরিক ম্যাক্সিম ছুপো মোটিং। কোলন ডিফেন্ডার হুলিয়ান শ্যাবট সেই বল জালে জড়ানোর আগেই তা প্রতিহত করেছেন। এরপর ফিরতি শটে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন কেইন।
কোলনের বিপক্ষে গোল করে বেশ কিছু রেকর্ড গড়েছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে ১২ ম্যাচে করেছেন ১৮ গোল, যা বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল। এর আগে এই ২০২০-২১ মৌসুমে বায়ার্নের হয়ে প্রথম ১২ ম্যাচে রবার্ট লেভানডফস্কি করেন ১৫ গোল। একই সঙ্গে বুন্দেসলিগার কোনো নির্দিষ্ট মৌসুমে ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হলেন কেইন। এর আগে ২০১৯-২০ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৭ গোল করেন জ্যাডন সানচো। সানচোর সঙ্গে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় কেভিন কিগান। ১৯৭৮-৭৯ মৌসুমে হামবার্গার এফসির হয়ে ১৭ গোল করেন কিগান।
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০২০-২১; ১৫ গোল; রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ)
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে ইংলিশ ফুটবলারদের সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০১৯-২০; ১৭ গোল; জ্যাডন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড)
১৯৭৮-৭৯; ১৭ গোল; কেভিন কিগান (হামবার্গার এফসি)

টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে এসে যেন ঘোড়ার মতো ছুটছেন হ্যারি কেইন। মাঠে নামলে গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। গোলের বন্যায় রেকর্ড গড়ে ফেলেছেন ইংলিশ এই স্ট্রাইকার।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগায় কোলনকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ২০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন কেইন। যে গোলটা ইংলিশ এই স্ট্রাইকারের না হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কোলন গোলরক্ষককে ফাঁকি দিয়ে শট করেছিলেন এরিক ম্যাক্সিম ছুপো মোটিং। কোলন ডিফেন্ডার হুলিয়ান শ্যাবট সেই বল জালে জড়ানোর আগেই তা প্রতিহত করেছেন। এরপর ফিরতি শটে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন কেইন।
কোলনের বিপক্ষে গোল করে বেশ কিছু রেকর্ড গড়েছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে ১২ ম্যাচে করেছেন ১৮ গোল, যা বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল। এর আগে এই ২০২০-২১ মৌসুমে বায়ার্নের হয়ে প্রথম ১২ ম্যাচে রবার্ট লেভানডফস্কি করেন ১৫ গোল। একই সঙ্গে বুন্দেসলিগার কোনো নির্দিষ্ট মৌসুমে ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হলেন কেইন। এর আগে ২০১৯-২০ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৭ গোল করেন জ্যাডন সানচো। সানচোর সঙ্গে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় কেভিন কিগান। ১৯৭৮-৭৯ মৌসুমে হামবার্গার এফসির হয়ে ১৭ গোল করেন কিগান।
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০২০-২১; ১৫ গোল; রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ)
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে ইংলিশ ফুটবলারদের সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০১৯-২০; ১৭ গোল; জ্যাডন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড)
১৯৭৮-৭৯; ১৭ গোল; কেভিন কিগান (হামবার্গার এফসি)

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে